আইএইচটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ (সরকারি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজি (IHT) তে ০৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ এর আবেদন শুরু হয়েছে। আইএইচটিতে ডিপ্লোমা কোর্সের বিভিন্ন অনুষদ রয়েছে।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য সরকারি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ভর্তি বিজ্ঞপ্তি ০৯ জুন ২০২৪ তারিখে প্রকাশ পেয়েছে। সরকারি আইএইচটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ এর যাবতীয় তথ্য নিচে ধারাবাহিকভাবে দেয়া হলো।

সরকারি আইএইচটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫

ইনস্টিটিউটঃ ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজি (আইএইচটি)
শিক্ষাবর্ষঃ ২০২৪-২০২৫
কোর্সঃ ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি
সাবজেক্টঃ ০৪ টি
মোট আসন সংখ্যাঃ ঢাকা ১৫০ টি, রাজশাহী ৬০ টি , জনস্বাস্থ্য ইনস্টিটিউট ৬০ টি
স্টাডি সেন্টারঃ  ঢাকা, রাজশাহী ও জনস্বাস্থ্য ইনস্টিটিউট
আবেদন শুরুর তারিখঃ  ১১/০৬/২০২৪ খ্রিঃ দুপুর ১২.০০ ঘটিকা।
আবেদন করার শেষ তারিখঃ ০৩/০৭/২০২৪ খ্রিঃ রাত্রি ১১ঃ৫৯ মিনিট
স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটঃ  www.dghs.gov.bd
ফোন নাম্বারঃ ৪৮৮১১২০০

সরকারি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ভর্তির আবেদনের যোগ্যতা

  1. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. যারা ২০২০,২০২১,২০২২,২০২৩,২০২৪ খ্রিঃ সনে মাধ্যমিক (বিজ্ঞান)/সমমান (জীব বিজ্ঞানসহ) পরীক্ষায় পাস করেছেন তারা আবেদনের যোগ্য হবে।
  3. মাধ্যমিক পরীক্ষায় (এচ্ছিক বিষয় বাদে ন্যনতম জিপিএ ২.৫ থাকতে হবে।
  4. ও লেভেল বা বিদেশ থেকে যারা এসএসসি পাস করেছেন তারা ২০০০ টাকা পে অর্ডার করে নিন্মলিখিত উপায়ে আইডি নম্বর সংগ্রহ করতে হবে।

আইএইচটি এর ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি 2024-2025 ইমেজ

59575bce 465753 P 18 mr
visa.kfplanet.com

সরকারি ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫

আইএইচটি ভর্তির বিজ্ঞপ্তি, ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজি ভর্তির বিজ্ঞপ্তি, আইএইচটি ভর্তি তথ্য, আইএইচটি আবেদনের নিয়ম, আইএইচটি আবেদন ফি, আইএইচটি আবেদনের যোগ্যতা, IHT আবেদনের নিয়ম, IHT ভর্তি বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com