ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের সকল ইসলামি ব্যাংকিংয়ের অগ্রদূত। এটি দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামি ব্যাংক যা ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত। ব্যাংকটি ১৯৮৩ সালের ১৩ই মার্চ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটির মোট ৩৫৭ টি শাখা নিয়ে তাদের সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ব্যাংকটি বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সর্ববৃহৎ ব্যাংক। বর্তমান এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মূলধনি প্রতিষ্ঠান। অনুমোদিত ৫০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত ৬৭.৫০ মিলিয়ন টাকা মূলধন নিয়ে ইসলামী ব্যাংক যাত্রা শুরু করেছিল। যা বর্তমানে বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ক্রেডিট কার্ড ও সকল চার্জ সম্পর্কে নিম্নে আলোচনা করা হলঃ
ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের নাম
- Khidmah Mastercard World
- Khidmah Credit Card (Priority Platinum)
- Khidmah Credit Card (Platinum)
- Khidmah Credit Card (VISA Gold)
- Khidmah Card (Silver)
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ক্রেডিট কার্ড আবেদন
ইসলামী ব্যাংক ক্রেডিট কার্ড পেতে প্রয়োজনীয় ডকুমেন্ট
ইসলামী ব্যাংক ক্রেডিট কার্ড পেতে হলে প্রত্যেক পেশার জন্য বিভিন্ন ধরনের ডকুমেন্ট জমা দিতে হবে। বিস্তারিত নিচে আলোচনা করা হল:
ব্যবসায়ী, ব্যক্তি বা পেশাজীবীদের জন্য
- দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি
- জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
- ই-টিন সার্টিফিকেট এর ফটোকপি।
- ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
- ট্রেড লাইসেন্স ও বিজনেস কার্ড এর ফটোকপি।
- সিআইবি রিপোর্ট
- হোল্ডিং ট্যাক্স রশিদ/বিদ্যুৎ বিল/টেলিফোন বিল
- পেশাজীবীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সদস্য সার্টিফিকেট।
চাকরি জীবীদের জন্যঃ
- দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি
- জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
- চাকুরি আইডি কার্ড/ছবিসহ জন্ম নিবন্ধন সার্টিফিকেট (কমিশনার কর্তৃক সত্যায়িত)
- ই-টিন সার্টিফিকেট এর ফটোকপি।
- ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
- সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত বেতন সার্টিফিকেট
- ভিজিটিং কার্ড (যদি থাকে) তার ফটোকপি।
- সিআইবি রিপোর্ট।
ইসলামী ব্যাংক ক্রেডিট কার্ড ও সকল চার্জ
Khidmah Card সিলভার কার্ড ভ্যাট সহ
- ইস্যু চার্জ ১,৫০০ টাকা + ১৫% ভ্যাট ।
- মাসিক কার্ড মেইন্টেন্যান্স ফি ৫০০ টাকা + ১৫% ভ্যাট ।
- বার্ষিক ফি ১,৫০০ টাকা + ১৫% ভ্যাট ।
- কার্ড রিপ্লেস ফি ২০০ টাকা
- লেট চার্জ প্রেমেন্ট ৫০০ টাকা
Khidmah Credit Card গোল্ড ভিসা কার্ড ভ্যাট সহ
- ইস্যু চার্জ ২,০০০ টাকা + ১৫% ভ্যাট
- মাসিক কার্ড মেইন্টেন্যান্স ফি ১,০০০ টাকা + ১৫% ভ্যাট ।
- বার্ষিক ফি ২,০০০ টাকা + ১৫% ভ্যাট ।
- কার্ড রিপ্লেস ফি ৩০০ টাকা ।
- লেট চার্জ প্রেমেন্ট ৫০০ টাকা
Khidmah Credit Cardপ্লাটিনাম কার্ড ভ্যাট সহ
- ইস্যু চার্জ ২,৫০০ টাকা + ১৫% ভ্যাট
- মাসিক কার্ড মেইন্টেন্যান্স ফি ১,৫০০ টাকা + ১৫% ভ্যাট ।
- বার্ষিক ফি ২,৫০০ টাকা + ১৫% ভ্যাট ।
- কার্ড রিপ্লেস ফি ৫০০ টাকা ।
- লেট চার্জ প্রেমেন্ট ৫০০ টাকা
Khidmah Credit Card বা প্রিওরিটি প্লাটিনাম কার্ড ভ্যাট সহ
- ইস্যু চার্জ ৩,৫০০ টাকা + ১৫% ভ্যাট
- মাসিক কার্ড মেইন্টেন্যান্স ফি ২,৫০০ টাকা + ১৫% ভ্যাট ।
- বার্ষিক ফি ৩,৫০০ টাকা + ১৫% ভ্যাট ।
- কার্ড রিপ্লেস ফি ৭০০ টাকা ।
- লেট চার্জ প্রেমেন্ট ৫০০ টাকা
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ক্রেডিট কার্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সকল চার্জ, islami bank bangladesh limited credit card, ইসলামী ব্যাংকের সকল চার্জ, islami bank bangladesh limited credit rating,