জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইবিএ তে JU-IBA-তে দুই ধরনের এমবিএ আছে রেগুলার এমবিএ ও উইকেন্ড এমবিএ। মেজর সাবজেক্ট আপনার পছন্দ ও সুবিধামতো বাছাই করতে পারবেন। ইচ্ছা করলে ডাবল মেজর করতে পারেন।
রেগুলার এমবিএ ব্যাচ স্প্রিং ২০২২
আবেদন শুরুঃ ০৫ এপ্রিল ২০২২
আবেদনের সময়সীমাঃ ১২ মে ২০২২
এডমিশন টেস্টঃ ২০ মে ২০২২
সময়ঃ ১০ টা থেকে ১১ টা
আবেদন ফিঃ ১২,০০ টাকা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তির আবশ্যিক যোগ্যতাঃ
- যে কোন বিভাগ ও বিষয় থেকে ব্যাচেলর ডিগ্রি পাশ
- ফলাফল ২য় বিভাগের নিচে গ্রহণযোগ্য নয়।
- অথবা সিজিপিএ ২.৫ এর নিচে গ্রহণযোগ্য নয়
MBA(EMBA Programm) এর ফিচারঃ
ক্লাসঃ শুক্র ও শনিবার ক্লাস
প্রোগ্রামের মেয়াদঃ ১৬ মাস থেকে ০৪ বছর
ক্রেডিটঃ ৪৮ ক্রেডিট আওয়ার এমবিএ প্রোগ্রাম
পরিবহন সুবিধাঃ জি পরিবহন সুবিধা পাবেন সময়সূচী অনুযায়ী।
মেজর বিষয়ঃ
- ফিনান্স এবং ব্যাংকিং Finance & Banking
- বিপণন Marketing
- অ্যাকাউন্টিং এবং তথ্য সিস্টেম Accounting & Information Systems
- মানব সম্পদ ব্যবস্থাপনা Human Resource Management
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তির আবেদনের পদ্ধতিঃ
http://fbsju.edu.bd এখান থেকে আবেদন করুন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

এই ভর্তি বিজ্ঞপ্তি খবরের সাথে সাদৃশ্য বিষয়সমূহ ঃ
jahangirnagar university iba mba admission 2022,jahangirnagar university iba mba admission,jahangirnagar university iba admission 2022,jahangirnagar university mba admission test,jahangirnagar university iba bba admission,jahangirnagar university iba question,iba ju admission question,jahangirnagar university mba admission 2018,jahangirnagar university emba admission,ju ba mba admission 2018,ju ba mba admission,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি,বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি,পাবলিক বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি,university iba bba admission circular,university iba bba admission circular 2022, master of business administration, master of business administration admission,জাবি এমবিএ ভর্তি,জাবি এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি,জাবি এমবিএ ভর্তি ২০২২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ ভর্তির পরবর্তী সার্কুলার কত দিন পর বের হবে?
০৪-০৫ মাস পরেই।
পরবর্তী এমবিএ ভর্তি সার্কুলার কোন মাসে দিবে?
খুব দ্রুত।
মোট কত টাকা খরচ হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি প্রাইভেটে লাইব্রেরিয়ান সাইন্স কোর্সে ভর্তি হওয়া যায়। যদি কারো জানা থাকে তাহলে প্লিজ একটু জানাবে।। আর যদি যোগাযোগ করার মতো কোন নাম্বার থাকে প্লিজ দেবে।।
কেও জানলে এখানে বলবেন।
জনাব ,
এই সার্কুলার ও আমার প্রদত্ত লিংকে কিছু অসঙ্গতি পাইলাম । একটু দেখিয়া বলবেন কোন টি সঠিক ।
আমার প্রদত্ত লিংক ↓
https://goo.gl/LNnyeo
দেখুন আবুল ভাইয়া, আপনার লিঙ্ক তো আইটি এডমিশন এর। আর এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমবিএ