জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএড ও এমএড (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ এর যাবতীয় তথ্য তুলে ধরা হল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)- এর অধীনে ১ বছর মেয়াদী বিএড (প্রফেশনাল) এবং এমএড (প্রফেশনাল) প্রোগ্রাম ২০২৫ শিক্ষাবর্ষ ভর্তির জন্য আগ্হী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
জবি এম এড ও বি এড স্পিং ২০২৫ এর লিখিত ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী ০৬ ডিসেম্বর ২০২৪ তারিখ। আর ভর্তি হতে পারবেন আগামী ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। ভর্তি বিষয়ক সকল তথ্যের জন্য যোগাযোগের সময় সকাল ১০ টা থেকে বিকাল ০৪ টা।
বিএড ও এমএড জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৫
আবেদনপত্র সংগ্রহ ও জমা
আগামী ৩০ নভেম্বর ২০২৪পর্যন্ত www.jnu.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তির আবেদনপত্র ডাউনলোড করে পূরণকৃত আবেদনপত্রসহ সকল সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি স্ক্যান করে office@ier.jnu.ac.bd ই-মেইলে প্রেরণ করতে হবে।
০১৭১১৯৮৯৬৬৭ নম্বরে আবেদন ফি ১২৩০/- টাকা বিকাশে পাঠিয়ে প্রার্থীর নাম ও ট্রানজেকশন নম্বর ই-মেইলের
সাবজেক্ট লাইনে উল্লেখ করতে হবে। এছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)- এর অফিস থেকে সরকারি ছুটির দিন সহ অন্যান্য যেকোন দিন সরাসরি আবেদনপত্র উত্তোলন এবং পূরণকৃত আবেদনপত্র জমা দেওয়া যাবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএড প্রফেশনাল প্রোগ্রাম ভর্তি ২০২৪
জবি বিএড ভর্তির যোগ্যতা
বিএড (প্রফেশনাল): প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে শ্লাতক/ডিথি পাশ হতে হবে। তবে থরেডিং পদ্ধতিতে জিপিএ- ২.৫০ এর কম প্রাপ্ত (মাধ্যমিক/সমমান) এবং পাস কোর্সের ক্ষেত্রে ওয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। তবে চাকুরীরত (সরকারি-বেসরকারি) প্রতিষ্ঠানের প্রার্থীদের ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে।
বিএড লিখিত ভর্তি পরীক্ষার তারিখ
বিএড লিখিত ভর্তি পরীক্ষা আগামী ০৬ ডিসেম্বর ২০২৪ তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে। সময় সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।
জবি এমএড প্রফেশনাল প্রোগ্রাম ভর্তি ২০২৪
জবি এমএড ভর্তির যোগ্যতা
এমএড (প্রফেশনাল): বিএড (প্রফেশনাল) প্রোগ্রামে উল্লিখিত যোগ্যতাসহ প্রার্থীকে অবশ্যই বিএ ডিগ্রীধারী হতে হবে।
এম এড লিখিত ভর্তি পরীক্ষার তারিখ
আগামী ০৬ ডিসেম্বর ২০২৪ তারিখ রোজ শুক্রবার এম এড লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষার সময় দুপুর সাড়ে ০৩ টা থেকে বিকাল সাড়ে ০৪ টা পর্যন্ত।
Jagannath University b.ed m.ed Admission Circular 2024
🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতে
KFPlanet ফেসবুক পেজ 📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡs ➣টেলিগ্রাম চ্যানেল ফলো করুন 👉 Youtube চ্যানেল সাবস্ক্রাইব করুন।