জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি তথ্য ২০২৫ মাস্টার্স (প্রফেশনাল) বিজ্ঞপ্তি

মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি, ২০২৪-২০২৫ প্রকাশ করেছেজাতীয় বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে উচ্চ শিক্ষার হার খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যে সকল শিক্ষার্থী মাস্টার্স ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছেন , সে সকল শিক্ষার্থী আমাদের অনুচ্ছেদ দেখতে পারেন । আজ আমার জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি তথ্য ২০২৫ নিয়ে খুব সাবলীল ভাবে তুলে ধরব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) বিভিন্ন কোর্সে আপনি ভর্তি হতে পারবেন । মাস্টার্স যে সব কোর্স আছে সে সকল কোর্সে ভর্তি হতে নিদিষ্ট একটি যোগ্যতা আর্জন করতে হবে , সেজন্য আজ জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি সকল ছোট বড় তথ্য আপনাদের দেখাব।

জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি তথ্য ২০২৫

কলেজসমূহে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএলবি ১ম পর্ব,পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েলগ, পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েলস , পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফি , পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক , পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ , এমএসসি ইন কম্পিউটার সায়েস এন্ড ইঞ্জিনিয়ারিং, মাস্টার অব বিজনেস্‌ এ্যাডমিনিস্ট্রেশন [এমবিএ] , এমবিএ ইন ত্যাপারেল মার্চেন্ডাইজিং , মাস্টার্স ইন ত্যাপ্লাইড ক্রিমিনোলজি এন্ডপুলিশ ম্যানেজমেন্ট ও পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স এন্ড টেকনোলজি কোর্সসমূহে অনলাইন ভর্তি কার্যক্রম চলছে । আপনি যে কোর্সে ভর্তি হতে আগ্রহী সে বিষয় গুলি ভালভাবে দেখে নিবেন

জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স প্রফেশনাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন! 

মাস্টার্স প্রফেশনাল ভর্তির আবেদনের সাধারণ যোগ্যতা ও কিছু তথ্য

  1. এলএলবি ১ম পর্ব/পােষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/পােষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স: জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর মেয়াদী স্নাতক (পাস) ডিগ্রি /স্নাতক (সম্মান) অনার্স অথবা চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম ৪০% নম্বর/সিজিপিএ ২.০ পেতে হবে।
  2. এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং: জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭ সাল ও পরবর্তী ২০২৪ সাল পর্যন্ত চার বছর মেয়াদী বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সম্মান) পরীক্ষায় ন্যুনতম 8৫% নম্বর/সিজিপিএ ২.২৫ পেতে হবে।
  3. মাস্টার অব বিজনেস্‌ এ্যাডমিনিস্ট্রেশনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর মেয়াদী প্রফেশনাল বিবিএ (সম্মান)/ব্যবসায় প্রশাসন সেম্মান) পরীক্ষায় ন্যুনতম ৪৫% নম্বর/সিজিপিএ ২.২৫ পেতে।
  4. এমবিএ ইন আ্যাপারেল মার্চের্ডাইজিং: জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সাল ও তৎপরবর্তী ২০২৩ সালপর্যন্ত তিন বছর মেয়াদী ম্নাতক (পাস)/স্লাতক (সম্মান) অথবা চার বছর মেয়াদী স্লাতক সেম্মান) পরীক্ষায় ন্যুনতম ৪৫% নম্বর/সিজিপিএ ২.২৫ পেতে হবে।
  5. প্রাথমিক আবেদনকারীর কোন তথ্য/ছবি অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
  6. ২০২৩-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল)আবেদনকারী প্রার্থীদের উত্তীর্ণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
  7. আবেদনের ফি ৩০০ টাকা
  8. বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্য প্রয়ােজনীয় যােগ্যতা থাকা সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি

Note : পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স, পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফি , পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক, মাস্টার্স ইন আ্যাপ্লাইড ক্রিমিনোলজী এন্ড পলিশ ম্যানেজমেন্ট, পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ ও পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়ে্স এন্ড টেকনোলজি কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন না করে সরাসরি উক্ত প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে ।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) আবেদনের সময়সূচি

  • আবেদন শুরু ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • আবেদন শেষ ১৬ মার্চ ২০২৫
  • আবেদনের ওয়েব সাইটঃ www.nu.ac.bd/admissions
  • সংশ্লিষ্ট কলেজে প্রাথমিক আবেদন ফরম জমা দেয়ার তারিখঃ ২০/০৩/২০২৫ থেকে ০৮/০৩/২০২৫
  • প্রাথমিক আবেদনকারীদের ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করার তারিখঃ ২৩/০৩/২০২৫ থেকে ১০/০৪/২০২৫
  • সংশ্লিষ্ট কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফি সােনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখঃ ১৭/০৪/২০২৫ থেকে ১৭/০৪/২০২৫

notice 5316 pub date 20032025 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog