জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (১১৪ টি পদের সার্কুলার)

জাতীয় রাজস্ব বোর্ড-এ ০৫ ধরনের ১১৪ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাসিক বেতন স্কেল হবে পদভেদে ৯,৩০০-২২,৪৯০/- টাকা থেকে ১০,২০০-২৪,৬৮০/- পর্যন্ত।

জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগের আবেদন করা যাবে ১১ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে। এসএসসি,এইচএসসি, স্নাতক পাসে আবেদন করতে পারবেন।

জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

চাকরি দাতা প্রতিষ্ঠানজাতীয় রাজস্ব বোর্ড-National Board of Revenue
বিজ্ঞপ্তি প্রকাশ০৬ ফেব্রুয়ারি ২০২৫
মোট শূন্যপদের সংখ্যা১১৪ টি
মোট ক্যাটাগরি০৫ টি
চাকরির ধরনগভঃ জব 
শিক্ষাগত যোগ্যতাএসএসসি, এইচএসসি
বয়সসীমা১৮-৩০ বছর (কোটায় ৩২ বছর)
আবেদনের শুর তারিখ১১ ফেব্রুয়ারি ২০২৫
আবেদন শেষ হবে২০ ফেব্রুয়ারি ২০২৫
ওয়েবসাইটhttps://nbr.gov.bd

জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ আবেদন

এনআরবি চাকরি শর্তাবলী

  • প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • কোন প্রার্থী বিদেশী নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
  • প্রার্থীর বয়সঃ সকল পদে ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
  • বয়েসের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  • এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশের জারি গৃহীত পরিপত্র নীতি বলা অনুসরণ করতে হবে।
  • সকল প্রার্থীদের আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহন করা হবে, অনলাইন ব্যাতিত প্রাপ্ত আবেদন  সরাসরি বাতিল বলে গণ্য করা হবে।
  • এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে অর্জন করতে পারবেন না।
  • সরকারি আধা সরকারি ও স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করে আবেদন করতে হবে।
  • সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগ কারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।

Jatiyo Rajosso Board Niyog Circular 2025

1 newagebd 1

2 newagebd 1

Application Deadline: 20 February 2025

গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহঃ National Board of Revenue (NBR), Bangladesh

জাতীয় রাজস্ব বোর্ড (জারাবো)

১৯৭২ সালে প্রশাসনিকভাবে জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রনালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে যাত্রা শুরু করে।

  • কাস্টমস, আয়কর ও মূল্য সংযোজন কর সম্পর্কিত রুলস তৈরি করা ও রাষ্ট্রের কর-রাজস্ব আদায় করা।
  • দেশের চোরাচালান প্রতিরোধ, শুল্ক-কর সংক্রান্ত আর্ন্তজাতিক চুক্তি করা।
  •  বিসিএস (কর) এবং  বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার দ্বারা  জাতীয় রাজস্ব বোর্ড পরিচালিত হয়।

 

12 thoughts on “জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (১১৪ টি পদের সার্কুলার)

      1. আগামী শুক্রবার পরিক্ষা হবে ৪ এ জুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog