জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (৪৫ টি পদ)

জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ সম্প্রতি ৩১ অক্টোবর ২০২৩ প্রকাশিত হয়েছে। ১১ ক্যাটাগরির ৪৫ জনকে নিয়োগ দিবে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়। এইচএসসি,স্নাতক পাসে আবেদন করতে পারবেন।

জয়পুরহাট জেলা প্রশাসকের সরকারী কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ পোস্টটি মনোযোগ সহকারে পড়ে আবেদন করুন। আগামী ২৩ নভেম্বর ২০২৩ তারিখের রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদনের লিংক ওপেন থাকবে।

জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

চাকরির ধরন সরকারী প্রতিষ্ঠানে নিয়োগ
প্রতিষ্ঠানের নাম জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে
কত ক্যাটাগরির পদ? ১১ টি
লোক সংখ্যা ৪৫ জন
শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, স্নাতক
আবেদনের শুরুর তারিখ  ০১-১১-২০২৩
আবেদনের শেষ তারিখ ২৩-১১-২০২৩
আবেদনের মাধ্যম অনলাইনে
আবেদনের লিংক http://dcjoypurhat.teletalk.com.bd
আবেদন ফি ২২৩ টাকা

অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি:

  • পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dcjoypurhat.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
  • Online -এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১-১১-২০২৩ খ্রি. সকাল ১০.০০ টা, আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩ নভেম্বর, ২০২৩ খ্রি. রাত ১১.৫৯ টা।
  •  Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk pre-paid mobile এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
  • আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান :

  • Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মােতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit হলে প্রার্থী User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী রঙ্গিন প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant’s copy -তে একটি User ID থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনাে teletalk Pre-paid মােবাইল নম্বর হতে ০২ (দুই) টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ২০০(একশত) টাকা ও teletalk এর SMS
  • সার্ভিস চার্জ বাবদ ২৩.০০ (বারাে) টাকাসহ (অফেরৎ যােগ্য) মােট ২২৩(একশত বারাে) টাকা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। উল্লেখ্য, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনাে অবস্থাতেই গৃহীত হবে না।
  • প্রথম SMS : DCJOYPURHAT<space>User ID লিখে Send করিতে হইবে 16222 নম্বরে। Example: DCJOYPURHAT ABCDEF
  • দ্বিতীয় SMS : DCJOYPURHAT <space>Yes<space>PIN লিখে Send করিতে হইবে 16222 নম্বরে। Example: DCJOYPURHAT YES XXXXXXXX
  • শুধুমাত্র Teletalk Pre-paid মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

Joypurhat DC Office Job Circular 2023

joypurhat karatoa 2
visa.kfplanet.com

Source: Karatoa,  31 October 2023

Application Deadline: 23 November 2023

joypurhat karatoa

Source: Karatoa,  31 October 2023

Application Deadline: 23 November 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com