০৯ পদে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত!

প্রাথমিক শিক্ষা স্তর পরবর্তী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ব্যাতিত কারিগরি ও মাদ্রাসা শিক্ষার সকল কার্যক্রম এ বিভাগ এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এ ছাড়াও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক প্রশাসন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে আইন, বিধি-বিধান প্রণয়ন করে থাকে।

সম্প্রতি ১৩ মার্চ ২০২৪ তারিখে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার জন্য আহব্বান করা হচ্ছে। আবেদন করা যাবে আগামী ২০ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে।

 কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

চাকরির ধরন সরকারি বিভাগে চাকরি
বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
অফিসিয়াল ওয়েবসাইট http://www.tmed.gov.bd
আবেদনের লিংক http://tmed.teletalk.com.bd
কত ধরনের পদ? ০২ ধরনের
কতজন নিয়োগ ০৯ জন
শিক্ষাগত যোগ্যতা SSC,HSC,Honors
আবেদন ফি ১১২,২২৩ টাকা
আবেদন শুরু ২০ মার্চ ২০২৪ 
আবেদনে শেষ ২০ এপ্রিল ২০২৪
আবেদনের মাধ্যম সম্পুর্ন অনলাইনে

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ ২০২৪ শর্তাবলী

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সহ সকল সরকারি বেসরকারি চাকরির খবর  পাবেন এক পেজে। সরকারি চাকরি প্রার্থীর জন্য চলছে বিশেষ সব নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির খবর যা kfplanet.com এর সরকারি জব সার্কুলার ক্যাটাগরিতে পাবেন। চাকরি পেতে দেরি না করে আজই এপ্লিকেশন করুন।

  • প্রাথীর বয়স ১৮ থেকে ৩০ হতে হবে। মুক্তিযোদ্ধা/শারিরীক প্রতিবন্ধি কোটার ক্ষেত্রে বয়স সীমা ৩২ বছর। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহন যোগ্য হবে না।
  • নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধি বিধান অনুসরন করা হবে।
  • অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গন্য হবে। প্রার্থীর কোন প্রকার তথ্য মিথ্যা বা ভুল প্রমানিত হলে বা পরীক্ষায় অসুদপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে আইনানুগ বেবস্থ্যা নেয়া হবে।
  • কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
  • লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রাথী তার স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০* প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি ( দৈর্ঘ্য ৩০০* প্রস্থ ৩০০ pixel) স্কেন করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB এবং স্বাক্ষর এর সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
  • অনলাইনে আবেদনকৃত তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্জক্রমে ব্যবহৃত হবে সেহেতু আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্য সম্পর্কে প্রাথীকে শতভাগ নিশ্চিত হতে হবে।
  • প্রার্থী অনলাইনে আবেদনকৃত ফরমের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবে।
  • কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ ২০২৪ এর মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল সনদ পত্রের মুল কপি প্রদর্শন করতে হবে।
  • অনলাইনে আবেদন করে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন সম্পূর্ণ হলে Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন সম্পূর্ণ হলে প্রাথী একটি User ID ছবি এবং স্বাক্ষরসহ একটি Application Copy পাবে ।
  • User ID ব্যহার করে প্রাথী যে কোন Teletalk Pre paid সিমের মাধ্যমে ২ টি (SMS) মাধ্যমে পরীক্ষার ফি সকল পদের জন্য জমা দিতে হবে।
  • পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত কোন অবস্থাতেই আবেদন গ্রহণযোগ্য হবে না
  •  প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি প্রাথীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।
  •  SMS এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Passwords ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার, পদের নাম ছবি এবং পরীক্ষার কেন্দ্র ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড করার পূর্বে রঙিন কপি প্রিন্ট করে নিবেন।
  • প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং পাস হলে মোখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।
  • নিয়োগ সংক্রান্ত যে কোন তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি এর ওয়েবসাইট (http://tmed.teletalk.com.bd) এ প্রকাশ করা হবে।

Karigori O Madrasa Shikkha Bivag Job Circular 2024

daily su
visa.kfplanet.com

Source: Daily Sun, 13 March 2024

Application Deadline: 20 April 2024

𝔖𝔢𝔢 𝔪𝔬𝔯𝔢 এক নজরে সকল সার্কুলার দেখুন

সরকারি চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন
বেসরকারি,কোম্পানি চাকরির সকল নিয়োগ দেখুন
সাপ্তাহিক চাকরির পত্রিকা দেখতে পারবেন

3 thoughts on “০৯ পদে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত!

  1. আমি একজন এবতেদায়ী জুনিয়র মৌলভী আমি এবতেদায়ী প্রধান পোষ্টে চাকরী মিতে চাই তাহলে আমাকে কিরতে হবে। এবং নিয়োগ কাদের হাতে এন,টি,আর সি নাকি কমিটি। একটু জানালে উপকৃত হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com