কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি ভোকেশনাল রুটিন ২০২৪ প্রকাশ করেছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৪ সনের এইচএসসি ভোকেশনাল একাদশ ও দ্বাদশ শ্রেণীতে চুড়ান্ত পরীক্ষা নিম্নোক্ত সময় সূচি অনুযায়ী দেশের ৬৪ জেলার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। যে কোন বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে।
কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল এইচএসসি ভোকেশনাল পরীক্ষার রুটিন অনুমোদন পায়। কারিগরি বোর্ডের ওয়েবসাইটে, জাতীয় পত্রিকায় ও আমাদের ওয়েবসাইটে ভোকেশনালের একাদশ ও দ্বাদশ শ্রেণির চুড়ান্ত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।
এইচএসসি ভোকেশনাল পরীক্ষার রুটিন ২০২৪
পরীক্ষা রুটিন | এইচএসসি ভোকেশনাল রুটিন ২০২৪ |
বোর্ড | কারিগরি শিক্ষা বোর্ড |
পরীক্ষার সাল | ২০২৪ |
পরীক্ষার রুটিন প্রকাশ | এপ্রিল ২০২৪ |
পরীক্ষা হবে | লিখিত , ব্যবহারিক, ও বাস্তব পশিক্ষন |
লিখিত পরীক্ষা শুরু হবে | ৩০-০৬-২০২৪ |
লিখিত পরীক্ষা চলবে | ১৬-০৭-২০২৪ |
ব্যবহারিক পরীক্ষা শুরু হবে | ১৯ জুলাই ২০২৪ |
বাস্তব প্রশিক্ষণ পরীক্ষা হবে | ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার তিন দিনের মধ্যে |
- কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রুটিন ২০২৪
- কারিগরি শিক্ষা বোর্ড ফাইনাল এইচএসসি ভোকেশনাল রুটিন ২০২৪
কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার রুটিন 2024
কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি ভোকেশনাল রুটিন ২০২৪ অনুসারে আগামী ৩০ জুন ২০২৪ থেকে ১৬ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত ভোকেশনাল এইচএসসি পরীক্ষা চলবে। বাংলাদেশের সকল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে একই তারিখে পরীক্ষা শুরু হবে।
পরীক্ষা শুরু হবে দ্বাদশ শ্রেণীর জন্য সকাল ১০ টা থেকে এবং একাদশ শ্রেণীর জন্য দুপুর ২টা থেকে। লিখিত, ব্যাহহারিক, বাস্তব পরীক্ষা জুন থেকে শুরু হয়ে চলবে আগস্ট পর্যন্ত। সকল পরীক্ষার মান সমান হবে না পরীক্ষা হবে বিভিন্ন মান অনুসারে।
Karigori Shikkha Board HSC Vocational Exam Routine 2024
HSC Vocational Routine 2024 pdf
এইচএসসি ভোকেশনাল চূড়ান্ত পরীক্ষার বিশেষ নির্দেশাবলি
- পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।
- উল্লিখিত পরীক্ষার দিনে কোন কারণবশত সাধারণ ছুটি ঘোষিত হলে এ দিনের পরীক্ষা স্থগিত থাকবে এবং পরবর্তীতে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- পরীক্ষার্থীকে নিজ উত্তরপত্রে তার পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সম্বলিত লিখো কোড তথ্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে।
- প্রত্যেক পরীক্ষার্থী তার প্রবেশপত্রে বর্ণিত বিষয় বা বিষয় সমূহ ব্যতিত অন্য কোন বিষয়ের পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না।
- পরীক্ষার্থীগণ পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল) ব্যবহার করতে পারবে।
- পরীক্ষার্থীগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে নিজ প্রবেশপত্র সংগ্রহ করবে ।
- পরীক্ষা চলাকালীন সময়ে শুধুমাত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাধারণ ফিচারের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন.
- পরীক্ষা চলাকালীন সময়ে কোন হল পরিদর্শক মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।