০৪ ধরনের পদে খুলনা সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ!

খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারের  স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে খুলনা সিটি কর্পোরেশন নিয়োগ হয়ে থাকে। শূন্য পদগুলোর জন্য বাংলাদেশী স্থায়ী নাগরিকদের কাছ থেকে  আবেদনপত্র আহবান করা হচ্ছে। নিন্মের শুন্যপদের পুরুষ ও মহিলা প্রার্থি উভয় আবেদন করতে পারবেন। খুলনা সিটি কর্পোরেশনে চাকরি করতে আগ্রহী হলে আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

খুলনা সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

চাকরির ধরণ সরকারি প্রতিষ্ঠানে চাকরি
প্রতিষ্ঠানের নাম খুলনা সিটি কর্পোরেশন
প্রকাশের তারিখ ৩০ অক্টোবর ২০২৪ 
ক্যাটাগরি ০১ টি বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে
মোট পদসংখ্যা ০৬ টি
বয়সসীমা ১৮-৪২ বছর
শিক্ষাগত যোগ্যতা স্নাতক, সমমান
আবেদন করার মাধ্যম ডাকযোগে
আবেদন ফি ৫০০ টাকা
আবেদন  শুরু ৩০ অক্টোবর ২০২৪ 
আবেদন শেষ ১৯ নভেম্বর ২০২৪
বিজ্ঞপ্তি উৎস জাতীয় পত্রিকা
অফিশিয়াল ওয়েবসাইট www.khulnacity.org

আরো যেসব পোস্ট দেখতে পারেনঃ

খুলনা সিটি কর্পোরেশনে চাকরি সার্কুলার ২০২৪ 

khulna city
visa.kfplanet.com

Source: Samakal, 30 October 2024

Application Deadline: 19 November 2024

খুলনা কলেজিয়েট গার্লস্ স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ নিয়োগ

কোটিপতি সওদাগরের দ্বিতীয় স্ত্রী খুল্লনার নাম অনুসারে ‘খুল্ল­নেশ্বরী কালী মন্দির’ নির্মিত হওয়া থেকে খুলনা, ‘ফলমাউথ’ জাহাজ থেকে খুলনা। ইংরেজ আমলের মানচিত্র থেকে খুলনা। এমন অনেক ইতিহাস জানা যায়। খুলনা শহর এক সময় জসর(যশোর) জেলার মুরলী থানার অধীনে ছিল। পরে ১৮৪২ সালে খুলনা মহাকুমার জন্ম হয়। ৬ আগস্ট ১৯৯০ সালে খুলনা সিটি কর্পোরেশন যাত্রা শুরু করে।

খূলনা সিটি কর্পোরেশনের বিভাগসমূহঃ

  • পৌরকার্য বিভাগ
  • স্বাস্থ্য বিভাগ
  • পার্ক ও বিনোদন
  • রেভিনিউ বিভাগ
  • সড়ক বাতি বিভাগ
  • বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ
  • সংরক্ষণ বিভাগ

🔎 শিক্ষা,চাকরি সহ সকল খবর সবার আগে জানতে 

KFPlanet 👍 ফেসবুক পেজে লাইক দিন   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡs ফলো করুন ➣টেলিগ্রাম চ্যানেল ফলো করে রাখুন।

One thought on “০৪ ধরনের পদে খুলনা সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com