মানসিক রোগ বা মানসিক সমস্যা কি এবং কেন হয়? মনের অসুখের কারন

আজকের আলোচনার বিষয়বস্তু হলো মানসিক রোগ বা মানসিক সমস্যা । আগে জানতে হবে মানসিক রোগ বা মানসিক সমস্যা কি বা এটি কেন হয়। মূলত শরীরেরই রোগ ভর করবে এমনটি নয়, আপনার হতে পারে মানসিক রোগ ,যা আসতে আসতে মানসিক ব্যাধিতে রুপান্তর করে আপনাকে পাগল বানিয়ে ফেলতে পারে,সভ্য সমাজ থেকে আলাদা করতে পারে। এজন্য মানসিক রোগ বা মানসিক সমস্যা বিষয়ে আমাদের পুরোপুরি ধারনা রাখা জরুরী। তো চলুন শুরু করা যাক মানসিক রোগ বা মানসিক সমস্যা বিষয়ক আলোচনাঃ

মানসিক রোগ বা মানসিক সমস্যা কিঃ  মানসিক রোগ বা মানসিক সমস্যাকে ইংরেজিতে বলা হয়-  Mental disorder(মেন্টাল ডিজঅর্ডার ) । এটি একটি মানসিক ও ব্যাবহারিক পরিবর্তন যা নিয়ম নীতি, সমাজ,সংস্কৃতি বা স্বাভাবিক থেকে আলাদা। বিজ্ঞানের ভাষায় বললে,  জিনতত্ত্ব এবং ব্যক্তিগত অভিজ্ঞতার জটিল  ক্রিয়ার ফলে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ও কর্মক্ষমতার বিপর্যয় কে মানসিক রোগ বা মানসিক সমস্যা বলে। 

মানসিক রোগ বা মানসিক সমস্যার কারন

মানসিক রোগ বা মানসিক সমস্যা কেন হয়ঃ শুরুতেই বলি অজ্ঞতা আর অসচেনতা মানসিক রোগ বা মানসিক সমস্যার মুল কারন। আপনাদের সুবিধার্থে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেয়া হলোঃ

  • দুশ্চিন্তা,অবসাদ ও দ্বিধাদ্বন্দ্ব
  • বংশগত কারণে
  • বিভিন্ন শারীরিক রোগ
  • শারীরিক দুর্বলতা
  • যৌন দুর্বলতা
  • মাথায় আঘাতজনিত প্রদাহ
  • অল্প বয়সে পুষ্টিহীনতা
  • ভিটামিনের অভাব
  • ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়
  • মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের ত্রুটি
  • অতি সন্দেহ
  • অতি অর্থ ইনকামের মনোযোগ তার কারনে বিজি থাকা।

আজকে  এ পর্যন্তই পরবর্তী পোস্টে মানসিক রোগ বা মানসিক সমস্যার প্রতিকার সম্বন্ধে জানবো।

ফেইসবুক পেজঃ  বাংলাই স্বাস্থ্য সেবা ও টিপস – স্বাস্থ্য সকল সুখের মূল

This Topic About:

মানসিক কেয়ার, মনোচিকিৎসা,মনের অসুখের লক্ষণ,মানসিক রোগের লক্ষণ, মানসিক রোগ, মানসিক স্বাস্থ্য কাকে বলে,মানসিক স্বাস্থ্য সমস্যা,মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্য,মানসিক স্বাস্থ্য দিবস,মানসিক সমস্যা,মানসিক রোগের সমাধান,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com