মেরিন ক্যাডেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ (নটিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যাডেট ভর্তি)

মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে মেরিন ক্যাডেট প্রশিক্ষন কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ প্রকাশ! নটিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যাডেট কোর্সে আবেদনের সময় ৩১ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত। আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের ফি সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে হবে।

যোগ্য আবেদনকারীদের লিখিত পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষা MCQ লিখিত টাইপের হবে।  প্রকার। আবেদনকারীরা একাডেমির ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রের নাম এসএমএস এ পেয়ে যাবেন।

মেরিন ফিশারিজ একাডেমী ক্যাডেট ভর্তি ২০২৪-২০২৫ 

বাংলাদেশ মেরিন একাডেমী ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

  • অনলাইন আবেদনের সময়কালঃ ১১/০৯/২৪ থেকে ৩১/১০/২৪
  • MCQ লিখিত পরীক্ষাঃ এসএমএস ও ইমেইলে জানানো হবে
  • MCQ লিখিত পরীক্ষার ফলাফল: পরে জানানো হবে।
  • মেডিকেল টেস্টঃ এখনও প্রকাশ করা হয় নি
  • ভাইভা টেস্টঃ এখনো প্রকাশ করা হয়নি
  • অস্থায়ী মেধা তালিকা প্রকাশঃ পরে জানানো হবে।
  • কালার ভিশন এবং মেডিকেল টেস্ট: পরে জানানো হবে।
  • চূড়ান্ত মেধা তালিকা: পরে জানানো হবে।

2 marine
visa.kfplanet.com

মেরিন ক্যাডেট ভর্তির যােগ্যতা ২০২৪ 

  1. এসএসসি এবং এইচএসসি পরীক্ষায়.বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ অর্থাৎ ৫০% নম্বর
  2. অথবা জিপিএ ৩.৫০ প্রাপ্ত হইয়া উত্তীর্ণ হতে হবে।
  3.  এইচএসসি পরীক্ষায় পদার্থবিদ্যা ও গণিতসহ প্রথম বিভাগ অর্থাৎ ৬০% নম্বর বা জি,পি,এ-৩.৫০ থাকতে হবে
  4. পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে আলাদাভাবে ৬০% নম্বর এবং ইংরেজী বিষয়ে ৫০% নম্বর প্রাপ্ত হইয়া.উত্তীর্ণ হতে হবে
  5. ইংরেজী বিষয়ে ৫০% নম্বর বা জিপিএ ৩.০০ এর ঘাটতি থাকলে IELTS পরীক্ষায় ৫.৫ স্কোর থাকতে হবে অথবা সমমানের হবে।
  6. ইংলিশ মিডিয়াম পাঠ্যক্রমের আওতায় পদার্থবিদ্যা ও গণিতসহ ন্যূনতম ৫টি বিষয় নিয়ে C গ্রেড়ে A-Level সনদপ্রাপ্ত এবং পদার্থবিদ্যা, গণিত, ইংরেজীসহ ন্যূনতম ৫টি বিষয় নিয়ে C গ্রেডে 0-Level সপ্রাপ্ত অথবা সমমানের হবে।
  7. পুরুষ-৫’ ৪” এবং মহিলা-৫” ২”, ওজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার BMI চটি.মােতাবকে হতে হবে (BMI ন্যূনতম ১৭ এবং সবােচ্চ ২৭; যেমন-৫” ৪:.৪৫-৭১ কেজি বা ৫ ৬”: ৪৮-৭৬ কেজি।
  8. নটিক্যাল ক্যাডেটদের জন্য.৬/৬: ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য ৬/১২ (চশমাসহ অবশ্যই ৬/৬ হতে হবে)।
  9. আবেদনকারীকে বাংলাদেশী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। তবে বিদেশী নাগরিক ভর্তির ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ঠ নিয়মনীতি/শর্তাদি প্রযােজ্য হবে।

1 marine

Marine Cadet Admission Circular Marine Academy 2024-2025

download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com