মাস মেরিন একাডেমীতে ৮ম ব্যাচের নাবিক কোর্সে ভর্তি শুরু হয়েছে!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহণ অধিদপ্তরের অধীনে মাস মেরিন একাডেমীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ০৫ টি প্রেক্টিকাল বিষয়ে কোর্সগুলা করে সমুদ্রগামী জাহাজে চাকরি করতে পারবেন। এসব কোর্সগুলা করার জন্য আপনাকে নুন্যতম এসএসসি বা ডিপ্লোমা পাস হতে হবে। অনলাইনে বা সরাসরি আবেদনপত্র জমা নেয়া হবে। আবেদন করতে পারবেন আগামী ১৫ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে।

মাস মেরিন একাডেমী ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এর গুরুত্বপুর্ন তথ্য

 

প্রতিষ্ঠান মাস মেরিন একাডেমী, আনোয়ারা চট্টগ্রাম
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ১০ নভেম্বর ২০২৩
ব্যাচ ৮ম ব্যাচ
প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ০৬ মাস
মোট আসন ১০০ টি
পদভেদে বয়সসীমা ১৬ থেকে ৩৫ বছর
পদভেদে শিক্ষাগত যোগ্যতা এসএসসি,ডিপ্লোমা
পদভেদে অভিজ্ঞতার শর্ত বিনা অভিজ্ঞতা ও ০২,০৩ বছরের অভিজ্ঞতা
উচ্চতা ১৫৮ সেমি
ওজন ৫০-৮৫ কেজি
চোখের দৃষ্টি ৬/৬ ডেক, ৬/১২ ইঞ্জিন

মাস মেরিন একাডেমী নাবিক রেটিং কোর্স ২০২৩

মাস মেরিন একাডেমী নাবিক রেটিং কোর্স ২০২৩ এর মধ্যে মোট ০৫ টা কোর্স আছে। ডেক রেটিং ,ইঞ্জিন রেটিং, স্টুয়ার্ড রেটিং, ফিটার কাম ওয়েল্ডার রেটিং ও কুক রেটিং এসব কোর্সের আসন সংখ্যা, বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা নিচের ছকের মাধ্যমে তুলে ধরা হলোঃ

ক্রমিক নং  কোর্সের নাম  আসন সংখ্যা  বয়সসীমা  ভর্তির যোগ্যতা 
০১ ডেক রেটিং ৩০ ১৬-২২ এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে ২.৫ পয়েন্ট
০২ ইঞ্জিন রেটিং ৩০ ১৬-২২ এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে ২.৫ পয়েন্ট
০৩ স্টুয়ার্ড রেটিং ২০ ১৬-২২ এসএসসি যেকোন বিভাগ থেকে ২.৫ পয়েন্ট
০৪ ফিটার কাম ওয়েল্ডার রেটিং ১০ ২০-৩৫ এএসসি,ডিপ্লোমা,অভিজ্ঞতা (সার্কুলার ইমেজে দেখুন)
০৫ কুক রেটিং ১০ ২০-৩৫ এএসসি,ডিপ্লোমা,অভিজ্ঞতা (সার্কুলার ইমেজে দেখুন)

Mas Marine Academy Admission 2023

8
visa.kfplanet.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com