এমবিবিএস ভর্তি পরীক্ষায় যেসব নির্দেশনা মেনে চলতে হবে।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার নির্দেশনা

  • আগামী ০৯/০২/২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিতব্য এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি/ সমমান পরীক্ষার প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড এবং রিফিল দেখা যায় এমন কালো কালির বলপয়েন্ট কলম নিয়ে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে সকাল ৯: ৩০ মিনিটের পূর্বেই প্রবেশ করতে হবে।
  • ৯: ৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।
  • পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, হাতঘড়ি, পকেটঘড়ি বা অন্য কোনো ধরনের ডিজিটাল ডিভাইস/ গেজেট নিয়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
  • পরীক্ষার হলে কারো কারছে এসব ডিভাইস পাওয়া গেলে অথবা কাউকে এ ধরনের কোন ডিভাইস ব্যবহার করতে দেখা গেলে তার উত্তরপত্র বলে গণ্য হবে।
  • উত্তর প্রদান করার আগে পরীক্ষার্থীকে প্রশ্নপাত্রের সাথে সংঘুক্ত উত্তরপত্র (ওএমআর শিট) টি নিজ দায়িতে সাবধানতার সাথে আলাদা করে নিতে হবে এবং উত্তরপত্র উল্লেখিত নির্দেশাবলী প্রতিপালন করতে হবে।
  • প্রবেশপত্র অনুযায়ী উত্তরপত্র নির্দিষ্ট স্থান স্বাক্ষর প্রদান করতে হবে এবং স্পষ্টভাবে নাম লিখতে হবে। উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তসমূহ ভরাট করা এবং নির্দেশিত স্থানে যথাযথ তথ্য প্রদান ব্যতীত অন্য কোন স্থানে কিছু লিখা সম্পূর্ণ নিষিদ্ধ এবং লিখলে উত্তরপত্র বাতিল বালে গণ্য হবে।
  • কোন পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে দুই কান ঢেকে রাখতে পারবেন না। হল পরিদর্শকগণ উত্তরপত্র স্বাক্ষর প্রদানের সময় শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় পরীক্ষার্থীর মুখমগুলের আবরণ খোলার নির্দেশনা দিতে পারবেন।
  • পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে অথবা অন্যের সাহায্য নিতে অথবা অন্যকে সাহায্য করতে দেখা গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তার উত্তরপত্র বাতিল করা হবে।
  • পরীক্ষার্থীকে হল পরিদর্শকের নির্দেশ ও সিদ্ধান্ত মেনে চলতে হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এবং হল পরিদর্শকের অনুমতি ব্যতীত পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করতে দেয়া হবে না।

এমবিবিএস ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশনা

২০২৩-২০২৪ খর. শিক্ষাবর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ০৯/০২/২০২৪ খ্রি, তারিখ সকাল ১০.০০টা থেকে ১১.০০টা পর্যন্ত রাজধানী ঢাকার ০৫ টি কেন্দ্রসহ দেশের ১৯ (উনিশ) টি কেন্দ্রের অধীনে ৫৭ টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হবে। কেন্দ্রের মুল ফটক সকাল ৮: ০০টা থেকে খোলা থাকবে; সকাল ৯: ৩০ মিনিটে কেন্দ্রের মূল ফটক বন্ধ হয়ে যাবে।

  • পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্ব পালনের পরিচয়পত্র ব্যতীত কেউ পরীক্ষা কেন্দে প্রবেশ করতে পারবে না।
  • ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে গ্রহণের লক্ষ্যে সরকার সজাগ রয়েছেন: আইন প্রয়োগকারী সসস্থা তৎপর রয়েছে। ভেন্যুসমূহে পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তিচ্ছ
  • শিক্ষার্থীদের যাতায়াত সহজ করার লক্ষ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরীক্ষা চলাকালীন সময়ে ভেন্যুর চতুর্দিকে আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট ভিজিলেন্স টিমের পোট্রোল নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
  • ০৮/০২/২০২৪ খ্রি. তারিখ থেকে ০৮/০২/২০২৪ খ্রি, পর্যন্ত পরীক্ষা কেন্দ্র/ ভেন্যুর নিকটবর্তী দোকানসমূহের ফটোকপি মেশিন বন্ধ থাকবে।
  • দেশের বিভিন্ন স্থান থেকে আগত পরীক্ষার্থীদের নির্বিনে ও শান্তিপূর্ণভাবে ভর্তি অংশগ্রহণ করার লক্ষ্যে পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্র/ ভেন্যুসমূহে অহেতুক ও বিনা প্রয়োজনে ভিড় করা থেকে বিরত থাকার জন্য অভিভাবকৃন্দকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
  • এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাস হওয়ার সুযোগ নাই। পরীক্ষার্থীদেরকে গুজবে বিশ্বাস না করে, গ্রতারণার জালে পা না দিয়ে নিবিড়ভাবে পড়াশুনায় মনোনিবেশ করে নিজ যোগ্যতা প্রদর্শনের জন্য উপদেশ দেওয়া যাচ্ছে।
  • প্রতারকচক্রের অনৈতিক প্রলোভনে সাড়া না দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা যাচ্ছে। প্রশ্নপত্র ফাসের গুজব ছড়ালে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ব্যবস্থা নেয়া হবে।
  • ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বাবচিত হবে।

 

MBBS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog