মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি নিয়োগ বিজ্ঞপ্তি ১৯ মে ২০২৪ খ্রিঃ তারিখে জাতীয় পত্রিকায় প্রকাশ করা হয়েছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এর রাজস্ব খাতভূক্ত নিম্নোক্ত শুন্যপদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শিক্ষাগত যোগ্যতা শর্তসাপেক্ষে বাংলাদেশে স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহব্বান করা হচ্ছে।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের বেসরকারী সংস্থাগুলির ক্ষুদ্রঋন কার্যক্রম পরিচালনা ও তদারকি করার জন্য কেন্দ্রীয় সংস্থা। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি অ্যাক্ট এর অধীনে তৈরি করেছিল। এনজিও হিসাবে বাংলাদেশে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য কর্তৃপক্ষের লাইসেন্স বাধ্যতামূলক।
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
কর্তৃপক্ষের নাম | Microcredit Regulatory Authority (MRA) |
বাংলায় | মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি |
বিজ্ঞপ্তি প্রকাশ | ১৯ মে ২০২৪ |
মোট পদ সংখ্যা | ০৮ টি |
ক্যাটাগরি | ০৪ ধরনের |
জেলা | সকল জেলা থেকে আবেদন করা যাবে |
বয়সসীমা | ১৮-৩৫ বছর |
আবেদনের ফি | ৫৫৮,৬৬৯ টাকা |
আবেদন শুরুর তারিখ | ২১ মে ২০২৪ |
আবেদনের শেষ তারিখ | ১১ জুন ২০২৪ |
আবেদনের ওয়েবসাইট | http://mra.teletalk.com.bd |
মাইক্রোক্রেডিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন ওয়েবসাইটে kfplanet.com. তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন।
Microcredit Regulatory Authority (MRA) Job Circular 2024
যোগাযোগের ঠিকানা
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি
- ৮, শহীদ সংবাদিক সেলিনা পারভীন সড়ক, গুলফেশাঁ প্লাজা, ৭ম তলা, বড় মগবাজার, রমনা, ঢাকা – ১২১৭
- টেলিফোনঃ 88-02-8333245, 8332517, 8332986, 8333196
ফাক্সঃ 88-02-8333257 - ইমেইলঃ info@mra.gov.bd
- হটলাইনঃ 16133
মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি,মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নিয়োগ বিজ্ঞপ্তি,মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪,মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি 2023,kfplanet.com,