মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ বাংলাদেশের বগুড়া জেলার জাহাজ্ঞীরবাদ ক্যান্টনমেন্টে অবস্থিত। সম্প্রতি মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ অনলাইনে ও জাতীয় পত্রিকায় প্রকাশ করেছে। যে সকল শিক্ষার্থী মিলেনিয়াম স্কলাস্টিক কলেজে ভর্তির আবেদন করতে চান, সে সকল শিক্ষার্থী আমাদের ওয়েব সাইট থেকে নির্দেশনা দেখতে পারেন।
মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে সরকারি নীতিমালা অনুযায়ী বাংলা ও ইংরেজি মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। দেশের সকল কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির সকল তথ্য-HSC Admission আমাদের KFPlanet ওয়েবসাইটে পাওয়া যাবে।
মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজে ভর্তি তথ্য আপনাদের সুবিধার জন্য তুলে ধরব। এস.এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নিম্নবর্ণিত জি.পি.এ প্রাপ্ত ছাত্র ছাত্রীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তির আবেদন শুরু হবে ২৬ মে থেকে আর শেষ হবে ১১ জুন ২০২৪ নিচে বিস্তারিত তুলে দেওয়া হলঃ
স্কুলের নাম | মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ |
ধরন | সেনানিবাসের অধীনে |
আবেদন শুরু | ২৬ মে ২০২৪ |
আবেদন শেষ | ১১ জুন ২০২৪ |
আবেদনের মাধ্যম | অনলাইনে |
আবেদনের লিংক | বিজ্ঞপ্তিতে |
মনোনীত শিক্ষার্থী তালিকা | ২৩ জুন,০৪,১২ জুলাই ২০২৪ |
ভর্তি শুরু | ১৫ জুলাই ২০২৪ |
ভর্তি শেষ | ২৫ জুলাই ২০২৪ |
ক্লাস শুরু | ৩০ জুলাই ২০২৪ |
বিঃদ্রঃ অনলাইনে নূন্যতম ৫ টি কলেজ ও সর্বোচ্চ ১০ টি কলেজ পছন্দ অনুযায়ী দিতে পারবেন। তবে মিলেনিয়াম স্কলাস্টিক কলেজ ভর্তি হতে চান তবে অনলাইনে আবেদনের সময় পছন্দের শীর্ষে এই কলেজের নাম দিতে হবে।
মিলেনিয়াম স্কলাস্টিক কলেজ ভর্তি যোগ্যতা ও আসন সংখ্যা
বগুড়ার সেরা কলেজগুলোর মধ্যে মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ একটি। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করা খুব সহজ। একটু ভাল রেজাল্ট করলে আপনি ও ভর্তি হতে পারবেন। ভর্তি যোগ্যতা বিভাগ ভিত্তিক সুন্দর করে নিচে দেওয়া হলঃ
বিভাগ | আসন সংখ্যা | নূন্যতম সিজিপিএ |
বিজ্ঞান বাংলা | ১৫০ | ৪.৯৮ |
ব্যবসায় শিক্ষা বাংলা | ৫০ | ৪.০০ |
বিজ্ঞান ইংরেজি | ১৫০ | ৪.৯৪ |
ব্যবসায় শিক্ষা ইংরেজি | ৫০ | ৪.০০ |
একাদশ শ্রেনিতে মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ ভর্তি তথ্য ও শর্তাবলী
ভর্তিচ্ছু অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্র প্রয়োজনবোধে বাংলা ও ইংরেজি শাখায় আলাদাভাবে আবেদন করতে পারবে। তবে, মেধাক্রম অনুসারে শিক্ষা বোর্ড কর্তৃক প্রভাতি/দিবা শাখায় নির্বাচিত হবার পর তা কোন ত্রুমেই পরিবর্তন করা যাবে না। এ কলেজের উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা আবাসিক থাকতে হলে অবশ্যই প্রভাতি শাখায় আবেদন করতে হবে। যারা অনাবাসিক থাকতে চায় তারা এসএসসিতে যে শাখায়/শিফটে ছিল সেই শাখায়/শিফটে আবেদন করবে।
- ভর্তির অনলাইনে আবেদন গ্রহণঃ ২৬ মে থেকে ১১ জুন পর্যন্ত।
- ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশঃ ২৩ জুন,০৪,১২ জুলাই ২০২৪
- ভর্তিঃ ১৫ জুলাই থেকে ২৫ জুলাই (শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত) (প্রতিদিন সকাল ০৯:০০ ঘটিকা থেকে ৪:০০ ঘটিকা পর্যন্ত)।
- ক্লাস শুরুঃ ৩০ জুলাই ২০২৪
- কলেজের শিক্ষার্থীদের অনলাইন আবেদন ফরমে পছন্দক্রম priority তালিকায় মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজকলেজকে ১ নম্বরে রাখতে হবে৷
- কলেজের ওয়েব সাইট drmc.edu.bd এ ভর্তি সংক্রান্ত সকল তথ্য, নিয়মাবলি ও ফলাফল জানা যাবে
- কলেজের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য ব্যয় সংক্রান্ত যাবতীয় বিবরণ কলেজের ওয়েব সাইটে সংযুক্ত করা আছে।
- বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ন শিক্ষার্থী বিজ্ঞানও ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে পারবে।