গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরে মহিলা প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিভিন্ন ট্রেডে আগ্রহী মহিলাদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
মহিলাদের অর্থনৈতিক মতায়নের লক্ষ্যে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণের জন্য কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, বাঁশেরহাট, দিনাজপুরে নিম্নবর্ণিত ট্রেডে ভর্তি নেয়া হবে।
মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
আবেদনের সময়সীমা ও ভর্তি পরীক্ষার সময়
- দরখাস্ত জমা দেয়ার শেষ তারিখ ৩০/১২/২০২৩ খ্রিঃ অফিস চলাকালীন সময় পর্যন্ত এবং ০১/০১/২০১৪ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকার মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য বলা হলো।
- ভর্তি পরীক্ষা আগামী ০১/০১/২০১৪ খ্রিঃ তারিখ রোজ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী
- প্রার্থীর বয়স ১৮-৩৫ বৎসরের মধ্যে হতে হবে।
- নির্বাচনের বিষয়ে অবিবাহিত/তালাকপ্রাপ্ত/স্বামী নাই এমন মহিলাদের অগ্রাধিকার দেয়া হবে।
- সকালে ১ ঘন্টা ও বিকালে ১ ঘন্টা মোট ২ ঘন্টা কৃষির বিভিন্ন বিষয়ে হাতে কলমে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। কেন্দ্রের প্রচলিত নিয়ম-কানুন মেনে চলতে হবে। না চললে প্রয়োজনে প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ হতে বহিষ্কার করা হবে।
- অধ্যয়নরত ছাত্রী ও চাকুরীরত মহিলাদেরকে ভর্তি করা হবে না।
- কোন ছোঁয়াচে বা সংক্রামক রোগাক্রান্ত অথবা অন্তঃসত্ত্বা মহিলাদের আবেদন করার প্রয়োজন নাই।
- নিজের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, সাক্ষাৎপ্রার্থী ০১ জনের নাম ও সম্পর্ক যোগাযোগের স্বার্থে ফোন/মোবাইল ফোন নাম্বার (যদি থাকে) উল্লেখ পূর্বক সাদা কাগজে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বরাবরে আবেদন করতে হবে।
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, ২ টি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র জমা দিতে হবে। জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সুপারিশপ্রাপ্ত আবেদনকারীকে অগ্রাধিকার দেয়া হবে।
- একজন প্রশিক্ষণার্থী বর্ণিত ১ টি ট্রেডের জন্য আবেদন করতে পারবেন।
- পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন আলাদা কার্ড ইস্যু করা হবে না। নির্বাচিত প্রশিক্ষণার্থীর ভর্তি এবং ঐ দিন হতেই হোস্টেলে অবস্থান করতে হবে। প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে আনতে হবে। প্রয়োজনে যোগাযোগ : ০১৭40152968, 01737237104, 01714625627।
- ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
প্রশিক্ষণার্থীদের সুযোগ সুবিধা
- প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মূল্যায়নের ভিত্তিতে সনদপত্র প্রদান করা হবে।
- আবাসিক সুবিধাপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদেরকে বিনামূল্যে ৩ (তিন) বেলা খাদ্য দেয়া হবে।
- হোষ্টেলে থাকার সুযোগ প্রদান করা হবে।
- প্রশিক্ষণ শেষে আবাসিক সকল প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে।