মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ প্রকাশ!

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ঢাকা মহানগরীর বিজিবির সদর দপ্তর পিলখানায় অবস্থিত। সম্প্রতি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ অনলাইনে ও জাতীয় পত্রিকায় প্রকাশ হয়েছে।  যে সকল শিক্ষার্থী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে ভর্তির আবেদন করতে চান, সে সকল শিক্ষার্থী আমাদের ওয়েব সাইট থেকে নির্দেশনা দেখতে পারেন।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে সরকারি নীতিমালা অনুযায়ী বাংলা ও ইংরেজি মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এছাড়া মর্নিং ও ইভেনিং শিফটের সুযোগ থাকছে। দেশের সকল কলেজের একাদশ শ্রেণির ভর্তি ২০২৪-২০২৫ সকল তথ্য আমাদের KFPlanet ওয়েবসাইটে পাওয়া যাবে।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে ভর্তি তথ্য আপনাদের সুবিধার জন্য তুলে ধরব। এস.এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নিম্নবর্ণিত জি.পি.এ প্রাপ্ত ছাত্র ছাত্রীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তির আবেদন শুরু হবে ২৬ মে থেকে আর শেষ হবে ১১ জুন ২০২৪ তারিখ।  নিচে বিস্তারিত তুলে দেওয়া হলঃ

স্কুলের নামবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ
কোথায় লোকেশনবিজিবির সদর দপ্তর পিলখানা
বিভাগ০৩ টি
আবেদন শুরু২৬ মে ২০২৪
আবেদন শেষ১১ জুন ২০২৪
আবেদনের মাধ্যমঅনলাইনে
আবেদনের লিংকবিজ্ঞপ্তিতে
মনোনীত শিক্ষার্থী তালিকা২৩ জুন ২০২৪
ভর্তি শুরু১৫/০৭/২৪
ভর্তি শেষ২৫/০৭/২৪
ক্লাস শুরু৩০ জুলাই ২০২৪

বিঃদ্রঃ অনলাইনে নূন্যতম ৫ টি কলেজ ও সর্বোচ্চ ১০ টি কলেজ পছন্দ অনুযায়ী দিতে পারবেন। তবে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ভর্তি হতে চাইলে অনলাইনে আবেদনের সময় পছন্দের শীর্ষে এই কলেজের নাম দিতে হবে।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ভর্তি যোগ্যতা ও আসন সংখ্যা

জ্ঞানই শক্তি, কর্মে মুক্তি স্লোগানে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকা শিক্ষা বোর্ডর অধীনে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারেন আপনিও। একটু ভাল রেজাল্ট করলে আপনিও ভর্তি হতে পারবেন। ভর্তি যোগ্যতাসহ বিভাগ ভিত্তিক সুন্দর করে নিচে দেওয়া হলঃ

বিভাগ আসন সংখ্যা নূন্যতম জিপিএ সাধারননূন্যতম জিপিএ  বিজিবি
বিজ্ঞান ইংরেজি১২০   ৫.০৪.৫০
বিজ্ঞান বাংলা১১০০   ৫.০৪.৫০
ব্যবসায় শিক্ষা বাংলা৪৯০   ৪.০৩.০
মানবিক বাংলা৩৭০   ৩.৫০৩.০

একাদশ শ্রেনিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ভর্তি তথ্য ও শর্তাবলী

ভর্তিচ্ছু অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্র প্রয়োজনবোধে বাংলা ও ইংরেজি শাখায় আলাদাভাবে আবেদন করতে পারবে। তবে, মেধাক্রম অনুসারে শিক্ষা বোর্ড কর্তৃক নির্বাচিত হবার পর তা কোন ত্রুমেই পরিবর্তন করা যাবে না।

  • ভর্তির অনলাইনে আবেদন গ্রহণঃ ২৬ মে থেকে ১১ জুন ২০২৪ পর্যন্ত।
  • ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশঃ ২৩ জুন ২০২৪
  • ভর্তিঃ ১৫ জুলাই থেকে ২৫ জুলাই (শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত) (প্রতিদিন সকাল ০৯:০০ ঘটিকা থেকে ৪:০০ ঘটিকা পর্যন্ত)।
  • ক্লাস শুরুঃ ৩০ জুলাই ২০২৪
  • আবেদন ফি ১৫০ টাকা জমা দিয়ে সরকারি ভর্তি সাইট থেকে আবেদন করতে হবে।
  • কলেজের শিক্ষার্থীদের অনলাইন আবেদন ফরমে পছন্দক্রম priority তালিকায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিককলেজকলেজকে ১ নম্বরে রাখতে হবে৷
  • কলেজের ওয়েব সাইট drmc.edu.bd এ ভর্তি সংক্রান্ত সকল তথ্য, নিয়মাবলি ও ফলাফল জানা যাবে
  • কলেজের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য ব্যয় সংক্রান্ত যাবতীয় বিবরণ কলেজের ওয়েব সাইটে সংযুক্ত করা আছে।
  • বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ন শিক্ষার্থী বিজ্ঞানও ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে পারবে।

Birshreshtha Munshi Abdur Rouf Public College HSC Admission Circular 2024-2025 

abdur rauf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog