বাংলাদেশ নৌবাহিনী ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার-৪র্থ নিয়োগ সার্কুলার ২০২৩ প্রকাশ করেছে। সময়ের পরিক্রমায় সরকারী চাকরীর প্রচুর ডিমান্ড চলে আসছে, সেক্ষেত্রে বাংলাদেশের বাহিনীর নেভি জবে জয়েন করতে পারেন। বাংলাদেশ নৌ বাহিনীতে ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার ৪র্থ ভর্তি নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে আরো বিস্তারিত জানতে পারবেন নিচের দিকে।
নৌবাহিনী জাহাজের জন্য টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার-৪র্থ নিয়োগ সার্কুলার ২০২৩ প্রকাশ পেয়েছে ১৬ অক্টোবর ২০২৩ তারিখে। ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার ৪র্থ ভর্তি কার্যক্রমে বাংলাদেশী যোগ্য পুরুষ প্রার্থীগণই কেবল আবেদন করতে পারবেন। আবেদন কার্যক্রম শুধুমাত্র অনলাইনের মাধ্যমে সম্পন্ন করত হবে।
ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার ৪র্থ নিয়োগ সার্কুলার ২০২৩
ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার-৪র্থ নিয়োগ সার্কুলার ২০২৩ সম্প্রতি তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে। বাংলাদেশের স্থায়ী পুরুষ নাগরিকগণ যোগ্যতা অনুসারে অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরা হলো এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে এ সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ নৌবাহিনী অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশের সকল প্রকার সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে আমাদের সাইট প্রতিদিন ভিজিট করতে পারেন।
নৌবাহিনী ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার ভর্তি তথ্য
সার্কুলারের শিরোনাম | নেভি ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার-৪র্থ নিয়োগ |
কোন বাহিনী | বাংলাদেশ নৌবাহিনী |
জবের ধরণ | সরকারী বাহিনী |
বিজ্ঞপ্তি প্রকাশ | ১৫ অক্টোবর ২০২৩ |
বিজ্ঞপ্তির উৎস | জাতীয় দৈনিক পত্রিকা |
শিক্ষাগত যোগ্যতা | ডিপ্লোমা পাশ |
বয়স সীমা | ১৮-৩০ বছর |
আবেদন করার মাধ্যম | অনলাইন |
আবেদন ফি | ২০০ টাকা |
আবেদন শুরু হবে | ১৬ অক্টোবর ২০২৩ |
আবেদন করার শেষ সময় | ৩১ অক্টোবর ২০২৩ |
হেল্পলাইঃ | 01707609017 |
অফিশিয়াল ওয়েবসাইট | joinnavy.navy.mil.bd |
পদের নামঃ ডাইরেক্টর এন্ট্রি আর্টিফিশিয়াল-৪র্থ (নৌবাহিনীর জাহাজ এর জন্য) – পুরুষ
শিক্ষাগত যোগ্যতাঃ পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন।
বয়সঃ ১ জানুয়ারি ২০২৩ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে।
- ⇒ইঞ্জিনিয়ারিং শাখাঃ ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি,পাওয়ার,মেকানিক্যাল,রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং।
- ⇒ইলেকট্রিক্যাল শাখাঃ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল
- ⇒রেডিও ইলেকট্রিক্যালস শাখাঃ ডিপ্লোমা ইন ইলেকট্রনিক, কম্পিউটার,ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন।
- ⇒অর্ডন্যান্স শাখাঃ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল,মেকাট্রনিক্স।
- ⇒শীপরাইট শাখাঃ ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি, শীপ বিল্ডিং,মেকানিক্যাল
শারীরিক যোগ্যতা
উচ্চতাঃ ৫ ফুট ৪ ইঞ্চি।
বুকের মাপঃ স্বাভাবিক অবস্থায় ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং সম্প্রসারণ ২ ইঞ্চি।
ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হিসেব করা হবে।
চোখের দৃষ্টিঃ ৬/৬
আরও কিছু যোগ্যতা
বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদে নিয়োগ ২০২৩ বিজ্ঞপ্তি অনুযায়ী চলুন অন্যান্য কিছু যোগ্যতা দেখে নেই। আবেদন করতে করতে হলে এসব যোগ্যতাও অবশ্যই থাকতে হবে।
জাতীয়তাঃ বাংলাদেশী।
সাঁতারঃ অবশ্যই জানা থাকতে হবে।
বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/অবিবাহিত হতে হবে।
বয়সঃ ০১ জানুয়ারি ২০২৩ তারিখে ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার পদের জন্য বয়স ১৮-৩০ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা ও আবেদন করার পদ্ধতিঃ
প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে নৌবাহিনী অফিশিয়াল ওয়েবসাইটে ( joinnavy.navy.mil.bd ) গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ১৬ অক্টোবর ২০২৩ তারিখ থেকে এবং আবেদন শেষ হবে ৩১ অক্টোবর ২০২৩ তারিখ।
Better View