বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ ২০২৫ [নৌবাহিনীর সিভিল সার্কুলার]

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ পোষ্ট সাজানো হয়েছে দেশের সকল নৌবাহিনীর প্রতিষ্ঠান বা সরাসরি নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ ২০২৫ বাংলাদেশের ডিফেন্স খাতে একটি হট জব বলা যায়।

বাংলাদেশ নেভিতে বেসামরিক কর্মচারি নিয়োগ, ঢাকা নৌ অঞ্চল নিয়োগ, চিটাগং ড্রাই ডক, বোট ক্লাব,ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড,নেভি স্কুল কলেজ,বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটিতে,বাংলাদেশ নেভাল একাডেমি,বিমরাড ও নৌ পরিবার শিশু নিকেতনে, এইগুলাই সারা বছরেই কোন না কোন নিয়োগ চলমান থাকে।

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের বেসামরিক পোস্টে নৌবাহিনীর বেসামরিক পদ ও নৌবাহিনীর অধীনে সকল প্রতিষ্ঠানের জব  সার্কুলার আপডেট করা হবে। নৌবাহিনী সামরিক সার্কুলার ২০২৫ দেখুন

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

চাকরির ধরন সরকারি বাহিনীর বেসামরিক চাকরি
বাহিনীর নাম বাংলাদশ নৌবাহিনী (নেভি)
কোন সেক্টরে? নেভি সিভিল
পদের সংখ্যা ১১ টি
বেসামরিক ক্যাটাগরি ১০ ধরনের
বয়সসীমা ১৮-৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা এসএসসি,এইচএসসি, স্নাতক
আবেদনের মাধ্যম অনলাইনে, ডাকযোগে
আবেদন শুরু ১০ এপ্রিল ২০২৫
আবেদন শেষ ৩০ এপ্রিল ২০২৫ খ্রিঃ

বিভিন্ন গ্রেডে নৌবাহিনীর সিভিল নিয়োগ ২০২৫ সার্কুলার

বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সার্কুলারটি ০৭ এপ্রিল ২০২৫ জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ধরনের মোট ১১ টি অসামরিক,বেসামরি বা সিভিল পদে জনবল নিয়োগ দিবে বাংলাদেশ নেভি। আবেদন করতে পারবেন ৩০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত। 

নৌ বাহিনীর অধীনে বা নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানের কিছু পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সিভিল পদের জন্য আবেদনপত্র পূরণ ও জমা দিতে হয়। এছাড়া ডাকযোগে, অনলাইনে আবেদন করার নৌবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার প্রকাশ হয়ে থাকে।

নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি Bangladesh Navy Circular 2025 এ ছাড়াও আমাদের সাইটে সকল সরকারি বেসরকারি চাকরির খবর পেয়ে যাবেন। নৌবাহিনীর চাকরি পেতে দেরি না করে আজই এপ্লিকেশন করে চাকরি পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিন। নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেয়া হলোঃ

নৌবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার বেসামরিক পদের অনলাইনে আবেদনপত্র পূরণের শর্তাবলি

  1. বেসামরিক নৌবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলারের জন্য চাকরি প্রার্থীদের বয়স ০৫ এপ্রিল ২০২৫ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর সুক্তিযোদ্ধার/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
  2. সরকারি, আধা-সরকারি ও স্থায়ত্বশাসিত সংস্থায় চাকরিরত প্রাথীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং ভাইভা পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে না।
  3. ব্যবহারিক ও ভাইভা পরীক্ষার সময় কিছু কাগজপত্রাদি দাখিল করতে হবে। নিচে পয়েন্ট আকারে দেয়া আছে।
  4. নৌ বেসামরিক নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত সরকারি বিধি-বিধান যথাযবভাবে অনুসরণ করা হবে।
  5. নিয়োগ কর্তৃপক্ষ পদের সংখ্যা কম বেশি এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
  6. সরকারি নীতিমালা অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
  7. অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
  8. সরকার কর্তৃক জারীকৃত সাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  9.  নিয়োগ সংক্রান্ত পরীক্ষার যে কোনো বিষয়ে সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  10. নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

নেভি সিভিল জব সার্কুলার 2025 এর দরকারি কাগজপত্র 

  • সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সুলকপি প্রদর্শন করতে হবে।
  • পূরণকৃত আবেদনপত্র সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কতক সত্যায়িত সকল সনদপত্রের এক সেট ফটোকপি এবং (তিন) কপি পাসপোর্ট সাহজের সত্যািত ছবি দাখিল করতে হবে।
  • জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারমযান/ওয়ার্ড কাউন্সিলর/পৌর চেয়ারম্যান/মেয়র/সিটি  কর্পোরেশনের মেয়র কর্তৃক পদ সনদপত্র জমা দিতে হবে।
  • মুক্তিযোদ্ধা কোটার প্রমান হিসেবে (মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের জন্য)  মন্ত্রণালয় থেকে সনদপত্র
  • আবেদনকারী মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি হলে সে মর্মে সংশ্লষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত পিতা-মাতার নাম এবং বীর মুক্তিযোদ্ধার /শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার নাম উল্লেখসহ বীর মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কের সুস্পষ্ট প্রত্যয়নপত্র।
  • আবেদনকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়তুত্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক সনদপত্র।
  • আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদপত্র
  • এতিম প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রিকৃত এতিম্খানা/শিশুসদন কর্তৃক প্রদত্ত সনদপত্র।
  • আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে “সংশিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য” এ মর্মে জেলা আনসার আ্যাডজুট্যান্ট কর্তৃক প্রদত সনদপত্র!
  • সরকারি, আধাসরকারি ও স্থায়নতশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রাহীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি /ছাডপত্রের মুলকপি জমা দিতে হবে; এবং
  • বৈধ জাতীয় পরিচয়পত্রের মুলকপি প্রদর্শন করতে হবে এবং  এক কপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশঃ ১৫ জুন ২০২৪
পদ সংখ্যাঃ ০১ টি পদ
বয়সসীমাঃ অনূর্ধ্ব ৩০ বছর
আবেদনের সময়সীমাঃ ০২ জুলাই ২০২৪

নেভাল একাডেমি নিয়োগ সার্কুলার ০১ পদে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশঃ ২৩/০৯/ ২০২৪
বেতনঃ ২০,০০০/-
পদ সংখ্যাঃ ০১  টি পদ
বয়সসীমাঃ অনূর্ধ্ব ৩০ বছর
আবেদনের সময়সীমাঃ ২৬ সেপ্টেম্বর ২০২৪

চিটাগং ড্রাই ডক লিমিটেড নিয়োগ সার্কুলার ০৩ পদে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশঃ ০৭ মার্চ ২০২৪
বেতনঃ আলোচনা সাপেক্ষে
পদ সংখ্যাঃ ০৩  টি পদ
বয়সসীমাঃ অনূর্ধ্ব ৩০ বছর
আবেদনের সময়সীমাঃ ৩০ মার্চ ২০২৪

ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে চাকরি ৬৭ পদে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশঃ ০১ ডিসেম্বর ২০২৪
পদ সংখ্যাঃ ০১ ধরনের ০১ টি পদ
বয়সসীমাঃ অনূর্ধ্ব ৩০ বছর
আবেদনের সময়সীমাঃ ১৪ ডিসেম্বর ২০২৪

 

 

  1. ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে
  2. চিটাগাং ড্রাই ডক লিমিটেড নিয়োগ
  3. বিএন ডিইডব্লিউ উচ্চ বিদ্যালয় নিয়োগ
  4. বি এন – নেভি স্কুল ও কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি 
  5. বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম
  6. চট্টগ্রাম নৌ অঞ্চল বনৌজা মংলা
  7. নৌ পরিবার শিশু নিকেতন নিয়োগ বিজ্ঞপ্তি
  8. বাংলাদেশ নৌবাহিনীর সিকিউরিটি সাপোর্ট ইউনিট
  9. চট্টগ্রাম নৌ অঞ্চল বনৌজা পতেঙ্গা
  10. ঢাকা নৌ অঞ্চলের অধীনে বানৌজা হাজী মহসীন নিয়োগ
  11. চট্টগ্রাম বোট ক্লাব
  12. NAVY ANCHORAGE SCHOOL AND COLLEGE KHULNA
  13. NAVY ANCHORAGE SC​HOOL AND COLLEGE DHAKA
  14. NAVY ANCHORAGE SC​HOOL AND COLLEGE CHITTAGONG
  15. বনৌজা শহীদ মোয়াজ্জেম, রাঙ্গামাটি 
  16. BNS Shaheed Moazzem
  17. বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটিতে  নিয়োগ বিজ্ঞপ্তি 
  18. বাংলাদেশ নেভাল একাডেমি,পতেঙ্গা, চট্টগ্রাম
  19. বিমরাড নিয়োগ বিজ্ঞপ্তি

137 thoughts on “বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ ২০২৫ [নৌবাহিনীর সিভিল সার্কুলার]

  1. স্যার..আমি এইস এস সি পাশ ..কম্পিউটার চালাতে পারি..অফিস এপ্লিকেশন এর সব কাজ পারি..এই যোগ্যতা মাফিক যদি নৌ সেনা বিমান এ যদি বেসামরিক পদে সাকুলার দেয় ..প্লিজ জানাবেন..

    1. আপনি কে এফ প্লানেটের সব চাকরির বিজ্ঞপ্তি প্রতিদিন চোখ রাখুন ও এপ্লিকেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog