নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ও তথ্য ২০২৩-২৪

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২২ সম্প্রতি প্রকাশ হয়েছে। যে সকল শিক্ষার্থী ২০২৩-২২ শিক্ষাবর্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথমবর্ষে ভর্তির জন্য আবেদন করবেন তাদের সুবিধার কথা মাথায় রেখে আমরা চেষ্টা করেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সার্কুলারের সকল তথ্য গুলি আপনাদের সামনে উপস্থাপন করার।

ভর্তির বিজ্ঞপ্তিতে একজন শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়াসহ যাবতীয় তথ্য, আসন সংখ্যার তথ্য দেওয়া আছে। জিএসটি পরীক্ষার মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি নেওয়া হবে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য  জানতে হলে, আমাদের পোস্টটি খুব ভালো হয় পড়তে হবে। আশা করা যায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৩-২০২৩

জিএসটির ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে ২০২৩-২২ শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতির আওতায় ২০টি সরকারি বিশ্ববিদ্যালয় গুচ্ছ আকারে পরীক্ষা নেওয়া হয়। গুচ্ছ পরীক্ষার মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি নেওয়া হবে। কিভাবে অনলাইনে আবেদন করতে হবে, কিভাবে ভর্তি বিজ্ঞপ্তির সব তথ্য জানবেন, আবেদন কবে থেকে করা যাবে কবে শেষ হবে, ভর্তি আবেদনের ফলাফল কবে প্রকাশ করা হবে সকল তথ্য আজকের পোষ্টে মাধ্যমে আপনারা জানতে পারবেন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তির তথ্য

আবেদন শুরুঃ আবেদন শুরু হবে ১৭/১০/২০২৩

আবেদনের শেষ সময়ঃ আবেদনের শেষ সময় ২৭/১০/২০২৩

আবেদন ফিঃ আবেদন ফি ৫০০ টাকা (প্রতি ইউনিট)

আবেদনের  ওয়েব সাইটঃ https://admission.nstu.edu.bd

ভর্তির আবেদন প্রক্রিয়া:
আবেদন প্রক্রিয়ার বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে  www.admission.nstu.edu.bd জানা যাবে ।

কোটায় আবেদনের শর্তাবলীঃ 
কোটা আবেদনের ক্ষেত্রে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর পোষ্য কোটা (কেবল ছেলে/মেয়ে/স্ত্রী/স্বামী), মুক্তিযোদ্ধা ( সন্তান/নাতি/নাতনি), স্তর নৃগোষ্ঠী , হরিজন ও দলিত সম্প্রদায়,
প্রতিবন্ধী (দৃষ্টি, বাক ও শ্রবণ) এবং খেলোয়াড় (শুধু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ) প্রার্থীদেরকে সংশ্লিষ্ট গ্রুপে আবেদন করার সময় কোটা উল্লেখ করতে হবে

মেধাস্কোর ও মেধাক্রমঃ

মেধা তালিকা তৈরি করা হবে ২০০ নম্বরের ভিত্তিতে SSC/সমমালেনর পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত GPA. এর ০৮ গুন, HSC/সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ প্রাপ্ত GPA এর  ১২ গুন এবং GST ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর।

যে সকল বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে

  • A ইউনিটঃ কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সফ্টওয়্যার
    ইঞ্জিনিয়ারিং, এপ্রায়েড ম্যাথমেটিক্স এবং পরিসংখ্যান বিভাগ।
  •  B ইউনিটঃ ফার্মেসি, মাইক্রোবায়ােলজি, বায়ােটেকনােলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়ােকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়ােলজি বিভাগঃ
  • C ইউনিটঃ ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ফুড টেকনােলজি এন্ড নিউট্রিশন সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এগ্রিকালচার, ওশানােগ্রাফি, জুয়ােলজি বিভাগ

nstu
visa.kfplanet.com

  • D ইউনিটঃ (বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক শাখা থেকে উত্তীর্ণ)- সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদঃ অর্থনীতি, বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়ার স্টাডিজ, ইংরেজি, বাংলা, সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম বিভাগ। ব্যবসায় প্রশাসন অনুষদঃ ব্যবসায় প্রশাসন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ।
  • E ইউনিটঃ অর্থনীতি, বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়ার স্টাডিজ, ইংরেজি, বাংলা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, শিক্ষা, শিক্ষা প্রশাসন, আইন, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ।

  •  F ইউনিটঃ ব্যবসায় প্রশাসন, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ।

মোট আসন সংখ্যাঃ 

ইউনিট মোট আসন
গ্রুপ – A ৩১৫ টি
গ্রুপ – B ১৭৫ টি
গ্রুপ – C ২৪৫ টি
গ্রুপ – D ৩৭৭ টি
গ্রুপ – E ১৬৫ টি
গ্রুপ – F ১১৪ টি

 

ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা
ইউনিট/গ্রুপ আবেদন যোগ্যতা
গ্রুপ – A উচ্চমাধ্যমিকে অবশ্যই গনিত থাকতে হবে।
গ্রুপ – B উচ্চমাধ্যমিকে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে।
ফার্মেসি পড়তে হলে উচ্চমাধ্যমিকে অবশ্যই জীববিজ্ঞান ও গনিত থাকতে হবে
গ্রুপ – C উচ্চমাধ্যমিকে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে।
ওশানোগ্রাফি পড়তে হলে উচ্চমাধ্যমিকে অবশ্যই জীববিজ্ঞান ও গনিত থাকতে হবে
গ্রুপ – D মানবিক বিভাগের পরীক্ষার্থীদের পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্যে HSC তে পরিসংখ্যান/গনিত থাকতে হবে।
ব্যবসায়ে শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্যে HSC তে পরিসংখ্যান/গনিত থাকতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com