জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়পত্রের (টিসি) মাধ্যমে কলেজ পরিবর্তনের নিয়মাবলী ২০২4

জাতীয় বিশ্ববিদ্যালয় NU থেকে ছাড়পত্রের (টিসি) মাধ্যমে কলেজ পরিবর্তন করতে চান অনেকেই।বিভিন্ন কারনে এক কলেজ থেকে অন্য কলেজে যেতে হয়। বিশেষ নির্দেশনা মোতাবেক আপনাকে কলজের টিসির জন্য আবেদন করতে পারবেন। রেজাল্ট প্রকাশের পরবর্তি ৪৫ দিনের মধ্যে কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করতে হবে। নিচে কলেজ পরিবর্তনের নিয়মাবলী দেয়া হলো।

জাতীয় বিশ্ববিদ্যালয় NU ছাড়পত্রের (টিসি) মাধ্যমে কলেজ পরিবর্তনের নিয়মাবলী জেনে নিন

  1.   শিক্ষার্থী স্নাতক ১ম বর্ষ উত্তীর্ণ হতেই হবে।
  2.   সরকারী কলেজ হতে সরকারি ও বেসরকারি কলেজ ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে
  3.  বেসরকারি কলেজ হতে বেসরকারি কলেজ ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে কিন্তু বেসরকারি কলেজ হতে
    সরকারি কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে না।
  4.  চাকরিরত অভিভাবক (পিতা/মাতা/হাসবেন্ড) অন্য জেলায় বদলী হলে, পিতা/মাতা জীবিত না থাকলে/অসমর্থ হলে
    আইনানুগ অভিভাবকের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
  5.  শুধুমাত্র সরকারী, স্বায়ত্বশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অভিভাবকের বদলীজনিত কারনে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে। চাকুরীরত অভিভাবকের বদলীর আদেশ, যোগদানপত্র, চাকুরীর আইডি কার্ড ও অভিভাবকের ম্মতিপত্র আবেদনের সাথে সংযুক্তি করতে হবে।
  6. মেয়ে শিক্ষার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে (স্নাতক/ সম্মান/পাস শ্রেণীতে ভর্তির পর), সে ক্ষেত্রে বিবাহের কাবিননামা, (হিন্দু, খৃস্টান ও বৌদ্ধদের ক্ষেত্রে কাবিননামা না থাকলে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কাউঙ্গিলর কর্তৃক প্রত্যয়নপত্র, স্বামী-স্ত্রীর যৌথ ছবি ও বিয়ের দাওয়াতপত্র), স্বামী যে প্রতিষ্ঠানে চাকুরি করেন তার প্রত্যয়নপত্র, যোগদানপত্র, জাতীয় পরিচয়পত্র/অন্য কর্মে নিয়োজিত তার প্রামাণ্যপত্র।
  7. শিক্ষার্থী তার স্থারী ঠিকানার নিকটবর্তী কলেজে যৌক্তিক কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে। যদি
    তার নিজ জেলার কোন কলেজে তার পঠিত বিষয়টি অধিভুক্তি না থাকে তাহলে পার্শবর্তী জেলার নিকটবর্তী
    কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে। সে ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের/পিতা/মাতা এর জাতীয় পরিচয়পত্র
    ও অভিভাবকের মতামত পত্র জমা দিতে হবে। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনার যোগ্য মনে করলে ছাড়পত্র (টিসি)
    দিবেন।
  8. অভিভাবকের মৃত্যুজনিত কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে, যদি অভিভাবক সদ্য মৃত্যুবরণ করেন
    সে ক্ষেত্রে ডাক্তার কর্তৃক ডেথ সার্টিফিকেট এর কপি অথবা চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
    অভিভাবকের মৃত্যুজনিত কারনে অভিভাবকের দায়িত যার উপর অর্পিত হয়েছে তার সম্মতিপত্র তার পেশা ও
    কর্মস্থল সংক্রান্ত প্রামাণ্যপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি আবেদনের সাথে জমা দিতে হবে।
  9.  শিক্ষার্থী প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী বিষয়ে সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদপত্র জমা দিতে হবে।
  10.  একই জেলায় অবস্থিত দুটি কলেজের মধ্যে ছাড়পত্রের অনুমোদন দেয়া যাবে না। তবে বিশেষ কারণবশত মেয়ে
    শিক্ষার্থীর ক্ষেত্রে উক্ত শর্ত শিথিলযোগ্য।
  11. শতবর্ষী কলেজ হতে সকল সরকারি-বেসরকারি কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে কিন্তু শতবর্ষী
    ব্যতিত অন্য কোন সরকারি-বেসরকারি কলেজ শতবর্ধী কোন কলেজে ছাড়প্রের জন্য আবেদন করতে পারবে
    না।
  12.  সংশ্লিষ্ট কলেজের শিক্ষা কার্যক্রম/বিষয়ের অধিভুক্তি স্থগিত হলে এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দণ্তর
    কর্তৃক প্রদত্ত অধিভুক্তি বাতিলের পত্র সংযুক্ত করতে হবে।
  13.  আবেদনের সাথে রেজিস্ট্রেশন কার্ড, সংশ্লিষ্ট বর্ষের প্রবেশপত্র ও পরীক্ষার ফলাফল এবং পিতা-মাতার জাতীয়
    পরিচয়পত্র সংযুক্ত করতে হবে।
  14. একজন শিক্ষার্থী ফলাফল প্রকাশের দিন থেকে ৪৫ পেঁয়তাল্লিশ) দিনের মধ্যে ছাড়পত্রের জন্য অনলাইনে আবেদন
    করতে পারবে এবং একজন শিক্ষার্থী একাধিকবার ছাড়পত্র নিতে পারবে না ।

 

  1. TC Rules updated pub date 24052023 page 001

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com