Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩-২৪ শিক্ষাবর্ষ (১ম মেধা তালিকা)

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক বা সম্মান শ্রেনিতে ভর্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে পোস্টটা সাজানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অনার্স ভর্তি রেজাল্ট রাত ৯টা থেকে পাওয়া যাবে। এছাড়া আমাদের সাইটে ফলাফল আপডেট করা হবে।

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    ন্যাশনাল ইউনিভার্সিটির NU অনার্স ১ম বর্ষের ভর্তি রেজাল্ট এসএমএসের মাধ্যমে এবং ভর্তির ওয়েবসাইটে, www.nu.ac.bd/admissions-এ পাওয়া যাবে। মেধা তালিকা, অপেক্ষমাণ তালিকা, মাইগ্রেশন ফলাফল এবং রিলিজ স্লিপ ফলাফল সব একই প্রক্রিয়ার মাধ্যমে জানা যাবে।

    NU অনার্স ১ম বর্ষের ভর্তি রেজাল্ট ২০২৪

    শিক্ষাবর্ষ২০২৩-২০২৪
    শ্রেণিস্নাতক/সম্মান
    ১ম মেধা তালিকা১৮ মার্চ ২০২৪
    রেজাল্ট প্রকাশের সময় এসএমএসবিকাল ০৪ টা
    রেজাল্ট প্রকাশের সময় অনলাইনরাত ০৯ টা
    ক্লাস শুরু২১ এপ্রিল ২০২৪
    • উল্লেখ্য যে, ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছ শিক্ষার্থী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৭ মার্চ ২০২৪ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
    • উল্লেখ্য যে, ১ম মেধা তালিকার শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে YES অপশন সিলেক্ট করতে হবে।
    •  শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে।
    • NU Honors 2023-2024 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২১ এপ্রিল ২০২৪ তারিখ থেকে শুরু হবে।

    ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট

    শিরোনামNU Admission Result 2024 1st Merit List
    অনলাইনে ভর্তি ফরম পূরণ শুরু
    অনলাইনে ভর্তি ফরম পূরণ শেষ
    রেজিস্ট্রেশন ফি জমা—-
    চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ——-
    পে স্লিপে রেজিস্ট্রেশন ফি জমা———–

     

    জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি রেজাল্ট কবে দিবে ২০২৪

    আজ ১৮ মার্চ সোমবার বিকাল ০৪ টা পর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে। অনলাইনে পাওয়া যাবে রাত ০৯ টার পর।

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি রেজাল্ট দেখার নিয়ম

    NU ভর্তির ফলাফল ২০২৩-২৪ দেখতে, আবেদনকারীকে অবশ্যই তার ভর্তির রোল এবং পিন নম্বর ব্যবহার করে লগ ইন করতে হবে। অথবা নির্ধারিত নিয়ম অনুযায়ী এসএমএস পাঠাতে হবে। অনলাইনে NU অনার্স ভর্তি ফলাফল ২০২৪ পেতে নীচের নির্দেশাবলী অনুসরণ করুন।

    • nu.ac.bd/admissions ওয়েবসাইটে যান।
    • অনার্স মেনু থেকে “আবেদনকারীদের লগইন” ক্লিক করুন।
    • অ্যাপ্লিকেশন রোল এবং পিন নম্বর দিয়ে লগইন করুন।
    • স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকে ফলাফল দেখুন.
    • আপনি নির্বাচিত হলে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করুন।

    NU ভর্তির ফলাফল 2024 SMS এর মাধ্যমে

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফলাফল এসএমএস করেও জানা যাবে। ১ম ও ২য় মেধাতালিকা এসএমএসের মাধ্যমে জানা যাবে। মাইগ্রেশন রেজাল্ট, রিলিজ স্লিপ রেজাল্ট যেকোন মোবাইল ফোন অপারেটরের SMS এর মাধ্যমেও জানা যাবে।

    বাংলাদেশের যেকোনো মোবাইল ফোন অপারেটর থেকে বার্তা পাঠানো যাবে। এসএমএসের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফলাফল পেতে, নিচের ধাপগুলি অনুসরণ করুন।

    আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন।

    • NU <space> ATHN <space> রোল নম্বর লিখে 16222 নম্বরে পাঠান।
    • উদাহরণ: NU ATHN 123456 এবং 16222 নম্বরে পাঠান।

    রেজাল্ট পরবর্তী চূড়ান্ত ভর্তির শর্তাবলী

    1. শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের লগইন অপশনে অনার্স লগিন লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট কপি নিতে হবে।
    2. ১ম মেধা তালিকায় স্থান অধিকারী শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫/-(চারশত পঁচাশি) টাকা সংশ্লিষ্ট কলেজ
      কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাকিং এর মাধ্যমে জমা দিতে হবে।
    3. কলেজ কর্তৃপক্ষকে ২০২৩-২০২৪শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকার শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি (শিক্ষার্থীদের সনদপত্র ও নম্বরপত্র অনুযায়ী) যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে।
    4. কোন শিক্ষার্থীর ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসংগতি বা গড়মিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে ডিন, স্লাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে।
    5. সংশ্লিষ্ট কলেজকে ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি
      [শিক্ষার্থী প্রতি ৪৮৫/- ( চারশত পচাশি) টাকা হারে] যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হয়।

     

    NU Admission Result 2024 1st Merit List

    NU Admission Result 2024 1st Merit List

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com