Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস Advanced MBA প্রােগামে ভর্তি বিজ্ঞপ্তি (২০২২-২৩)

  জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস Advanced MBA প্রােগামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে অনক্যাম্পাস এমবিএ ভর্তি পক্রিয়া শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েব সাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম ১৪ জুন ২০২২ থেকে ১৮ জুলাই ২০২২ তারিখ রাত ১২টার মধ্যে পূরণ করতে হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে ২১ জুলাই ২০২২ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে।

  পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

  জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস Advanced MBA প্রােগামে ভর্তি বিজ্ঞপ্তি

  প্রোগ্রামের নাম  গ্রুপ  বিষয়
  অনক্যাম্পাস এডভান্স এমবিএ বিজনেস স্টাডিজ একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম
  অনক্যাম্পাস এডভান্স এমবিএ বিজনেস স্টাডিজ ম্যানেজমেন্ট স্টাডিজ
  অনক্যাম্পাস এডভান্স এমবিএ বিজনেস স্টাডিজ মার্কেটিং
  অনক্যাম্পাস এডভান্স এমবিএ বিজনেস স্টাডিজ ফিন্যান্স এন্ড ব্যাংকিং
  অনক্যাম্পাস এডভান্স এমবিএ  বিজনেস স্টাডিজ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট

   

  জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনক্যাম্পাস এডভান্স এমবিএ ভর্তি যোগ্যতা

  1.  Advanced MBA প্রােগামে ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বা ইউজিসি কর্তৃক অনুমোদিত বাংলাদেশের যে কোন বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিথি থাকতে হবে।
  2. তবে ৩ বছর মেয়াদি
   অনার্স সহ মাস্টার ডিগ্রী থাকলে কলেজ শিক্ষকগণ ভর্তির জন্য আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।
  3. শিক্ষা জীবনে এসএসসি থেকে স্নাতক(সম্মান) ডিগ্রি পর্যন্ত অন্তত ১ টি প্রথম বিভাগ/ শ্রেণি বা ন্যুনতম সিজিপিএ ৩.০০ এবং অপর দু’টিতে ন্যুনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণি বা ন্যুনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
  4. তবে ৩ বছর মেয়াদি অনার্স সহ মাস্টার ডিগ্রিধারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ শিক্ষকদের ক্ষেত্রে এসএসসি থেকে মাস্টার ডিগ্রী পর্যন্ত একটি প্রথম বিভাগ/শ্রেণি বা ন্যুনতম সিজিপিএ ৩.০০ থাকলে তারাও ভর্তির জন্য আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।
  5. আবেদনকারীগণ তাদে স্নাতক (সম্মান) পর্যায়ের মেজর বিষয়ে এডভ্যান্স এমবিএ, প্রোথামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
  6. ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে ভর্তির ক্ষেত্রে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং বিষয়ে স্নাতক (সম্মান) ডিঘিধারীগণও আবেদন করতে পারবেন ।

  Leave a Reply

  Your email address will not be published.

  "কনটেন্ট চুরি করে নিজকে চোর প্রমাণ করবেন না" KFPlanet