Skip to content

ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (৭৫ টি পদে জনবল নিবে)

    বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক সম্প্রতি ১৩,১৪,১৬,২০ বেতনে মোট ৩৫ জনকে নিয়োগ দিবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। আবেদন শুরু ১৫-০২-২০২৩ থেকে । আবেদন করা যাবে ০৭-০৩-২০২৩ পর্যন্ত। ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন নিচে।

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2023 তথ্য

    অধিদপ্তরের নামবাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর
    চাকরির ধরনফুলটাইম সরকারি
    ক্যাটাগরি১০ টি
    মোট পদসংখ্যা৭৫ টি 
    বেতন গ্রেড১৩,১৪,১৬,২০
    শিক্ষাগত যোগ্যতাএসএসসি,এইচএসসি, স্নাতক,সমমান পাস 
    বয়সসীমা১৮ থেকে ৩০ বছর
    আবেদনের মাধ্যমঅনলাইনে
    আবেদন শুরু১৫ ফেব্রুয়ারি ২০২৩ 
    আবেদনের সময়সীমা০৭ মার্চ ২০২৩

    ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগের পদসমূহ

    ১.পদের নামঃ কম্পিউটার অপারেটর গ্রেড ১৩
    নিয়োগ সংখ্যাঃ ০১ জন
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ
    প্রার্থীর বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০/- টাকা
    গ্রেডঃ ১৩

    ২.পদের নামঃ হিসাব সহকারী
    পদের সংখ্যাঃ ০১ টি
    যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান পাস
    বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/- টাকা
    গ্রেডঃ ১৪

    ৩. পদের নামঃ সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড ১৪)
    পদের সংখ্যাঃ ০২ টি
    বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/-
    বেতন গ্রেডঃ ১৪
    শিক্ষাগত যোগ্যতাঃ ২য় শ্রেণীর স্নাতক পাস।
    অভিজ্ঞতাঃ কম্পিউটার চালনায় দক্ষ ও কম্পিউটার টাইপে ইংরেজিতে ৩০,বাংলায় ২৫ শব্দ মিনিটে। আর সাঁটলিপিতে বাংলায় ৪৫ ও ইংরেজি ৭০ স্পিড থাকতে হবে।

    ৪.পদের নামঃ টেকনিক্যাল এসিস্ট্যান্ট (গ্রেড ১৪)
    পদের সংখ্যাঃ ০১ টি
    বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/-
    বেতন গ্রেডঃ ১৪
    শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে স্নাতক পাস।

    ৫. পদের নামঃ স্টোর কিপার (০১) গ্রেড ১৪ 
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ
    অভিজ্ঞতাঃ কম্পিউটারে দক্ষতা ও স্টোর কিপারে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা
    বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/- টাকা
    গ্রেডঃ ১৪

    ৬.পদের নামঃ ল্যাবরেটরি এসিস্ট্যান্ট (০৭ টি)
    বিষয়ঃ বিভিন্ন বিষয়ের উপর
    বেতনঃ ৯,৩০০-২২,৪৯০/-
    শিক্ষাগত যোগ্যতাঃ  বিজ্ঞানে এইচএসসি বা সমমানের পাস

    ৭. পদঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬ 
    পদের সংখ্যাঃ ১৭ টি
    বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০ টাকা
    জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেডঃ ১৬
    পড়াশোনার যোগ্যতা ও অভিজ্ঞতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী। কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

    ৮.পদের নামঃ ল্যাবরেটরি এটেন্ডেন্ট 
    পদ সংখ্যাঃ ০১ টি
    বেতনঃ ৮,২৫০-২০,০১০/- টাকা
    গ্রেডঃ ২০
    যোগ্যতাঃ এসএসসি বা সমমান পাস।

    ৯.পদের নামঃ অফিস সহায়ক(এসএসসি পাস)
    পদ সংখ্যাঃ ৪৩ টি
    বেতনঃ ৮,২৫০-২০,০১০/- টাকা
    গ্রেডঃ ২০
    যোগ্যতাঃ  এসএসসি বা সমমান পাস।

    ১০.৯.পদের নামঃ পরিছন্নতা কর্মী
    পদ সংখ্যাঃ ০১ টি
    বেতনঃ ৮,২৫০-২০,০১০/- টাকা
    গ্রেডঃ ২০
    যোগ্যতাঃ  এসএসসি বা সমমান পাস।

     

     

    1 dgda bdpra

    2 dgda bdpra

    Source: Bangladesh Pratidin, 07 February 2023

    Application Deadline: 07 March 2023

    ঔষধ প্রশাসন অধিদপ্তর চাকরি আবেদনের তথ্য

    ঔষধ প্রশাসন অধিদপ্তর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াও ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সকল খবরা খবর আপডেট করা হবে এখানে। ঔষধ প্রশাসন অধিদপ্তর চাকরি পরীক্ষার ফলাফলও প্রকাশ করবো। আমাদের সাইট নিয়মিত ভিসিট করে সবার আগে নোটিশ পেয়ে যাব।

    ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগের আবেদনের জন্য অনলাইন লিংকঃ http://dgda.teletalk.com.bd

    ঔষধ প্রশাসন অধিদপ্তররের অফিসিয়াল ওয়েবসাইটঃ http://www.dgda.gov.bd

    ঔষধ প্রশাসন অধিদপ্তর ঠিকানাঃ 

    Aushad Bhavan, Mohakhali, Dhaka-1212, Bangladesh

    Tel : 8802 9880803, 9880864, 9880897, 9880924

    E-mail : dgda.gov@gmail.com

    ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক কে? 

    মেজর জেনারেল মাহবুবুর রহমান, DPH, MCPH, MMEd  ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক।

    ঔষধ প্রশাসন অধিদপ্তর সম্পর্কেঃ

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ওষুধ প্রশাসন অধিদপ্তর ১৯৭৬ সালে যাত্রা শুরু করে তবে ২০১০ সালে নতুনভাবে আত্মপ্রকাশ করে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই বিভাগ দেশের সকল প্রচলিত ওষুধ কোম্পানি তদারকি করে।  আয়ুর্বেদিক, ইউনানী, ভেষজ ও হোমিওপ্যাথিক সিস্টেম ও তাদের মধ্যে। বর্তমানে দেশের প্রায় সকল জেলায় বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের কার্যালয় অবস্থিত।

     

    3 thoughts on “ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (৭৫ টি পদে জনবল নিবে)”

    1. ছার,,,,আমার খুব আসা মানুষের সেবা মূলক কাজ করার,,তাই দেশের যে কোন স্থানেই হোক না কেন,,,, আমি শুধু বেচে থাকার মত কিছু হলেই হবে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com