বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সার্কুলার (৬০০০ পদ)

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুসারে [প্রায় ৬ হাজার পদে কনস্টেবল নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশ হয়েছে। পুলিশ হেড কোয়ার্টারের আদেশে নিয়োগ পরীক্ষা আয়োজনের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে জেলার পুলিশ সুপারগণ।

জাতীয় পত্রিকাসহ বাংলাদেশ পুলিশের অফিশিয়াল সাইটে বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এসএসসি বা সমমান পরীক্ষায় ২.৫ জিপিএ পেলেই আপনি পুলিশ কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১৮ মার্চ ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। 

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পদের নামরিক্রুট কনস্টেবল ( টিআরসি )
কোন ধরনের চাকরি?সরকারি পুলিশ বাহিনী চাকরি
বেতন স্কেল৯,৩০০-২১,৮০০/- টাকা
বেতন গ্রেড১৭ তম গ্রেড
পদ সংখ্যা৬০০০ জন
শিক্ষাগত যোগ্যতাএসএসসি বা সমমান পাস
বয়স১৮ মার্চ ২০২৫ তারিখে বয়স ১৮-২০ বছর
উচ্চতাপুরুষঃ ৫ ফুট ৬ ইঞ্চি নারীঃ ৫ ফূট ৪ ইঞ্চি
আবেদন ফি১০০/- টাকা
আবেদন শুরু০৩ মার্চ ২০২৫
আবেদন শেষ১৮ মার্চ ২০২৫
সূত্রবাংলাদেশ পুলিশ ওয়েবসাইট

0 police 1

প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা

পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত পুর্নবাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাচাইকালে যোগ্য বিবেচিত প্রার্থগণকে নির্ধারিত প্রশিক্ষনকেন্দ্রে ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষনে অংশগ্রহন করতে হবে।

ট্রেইনিং রিক্রুট বনস্টেবল (টিআরসি) প্রশিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোষাক সামগ্রীসহ থাকা খাওয়া ‍ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে। এছাড়া প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষন ভাতা প্রাপ্য হবে ।

আরো যে সব পোস্ট চেক করতে পারেনঃ

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা 

  1. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  2. প্রার্থীর নিজ জেলাতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মাঠ দেয়ার জন্য উপস্থিত হতে হবে।
  3. ১৮ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ২০ বছর হতে হবে।
  4. এসএসসি বা সমমান পাস হতে হবে (মিনিমাম জিপিএ  ২.৫/ সমমান)।
  5. প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

বাংলাদেশ পুলিশ কনস্টেবল চাকরির জন্য শারীরিক যোগ্যতা

  1. পুরুষের উচ্চতা মিনিমাম ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুক স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে।
  2. মুক্তিযোদ্ধা কোটায় পুরুষের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুক স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে ।
  3. নারী প্রার্থীদের জন্য উচ্চতা মিনিমাম ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
  4. বয়স ও উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন হতে হবে।

পুলিশ কনস্টেবল নিয়োগ বয়স কত? 

  • পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর বয়স।
  • অর্থাৎ পুলিশের কনস্টেবল পদে সাধারণ প্রার্থীদের আবেদনের জন্য ১৮ হতে ২০ বছর বয়সসীমা ধরা হয়েছে।
  • বয়স প্রমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

 

শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ কালে প্রার্থীদের দরকারি কাগজপত্র

  1. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূলকপি
  2. শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক চারিত্রিক সনদপত্র এর মূল কপি
  3. নাগরিকত্ব সনদপত্র এর মূল কপি; যে জেলা থেকে আবেদন করবেন।
  4. জাতীয় পরিচয়পত্রের মূলকপি যদি পরিচয়পত্র না থাকে সে ক্ষেত্রে পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের মূলকপি
  5.  সাম্প্রতিক তোলা কালার ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি। সত্যায়িত
  6. পরীক্ষার ফি ১০০ টাকা জমাপূর্বক চালানের মূলকপি। ট্রেজারী চালান কোডঃ ১-২২১১-০০০০-২০৩১ অথবা  ১২২০২৫ ১১০৫৯৫৪১৪২২৩২৬
  7. মুক্তিযোদ্ধা কোটা প্রমাণে মুক্তিবার্তার সত্যায়িত অনুলিপি(যদিথাকে), ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেট ও সাময়িক সনদ এবং বামুস কর্তৃক প্রদত্ত সনদ।মুক্তিযোদ্ধা নাতী-নাতনিদের ক্ষেত্রে মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রতয়নপত্রের মূলকপি
  8. পুলিশ কর্মকর্তা সন্তানদের ক্ষেত্রে সর্বশেষ কর্মস্থলের ইউনিট প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নের মূলকপি
  9. আনসার ও ভিডিপি কোটা ‍প্রার্থীদের জন্য ৪২ দিন মেয়াদী ‍প্রশিক্ষণের সনদপত্রের মূলকপি
  10. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের জন্য জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের মূলকপি
  11. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আব্যশিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র।

পুলিশ কনস্টেবল নিয়োগ নির্বাচন পদ্ধতি

ক. প্রতি জেলার কোটা নিয়ে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিক ভাবে নির্বাচিত করা হবে।

খ. পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক ও স্বাস্থ্য যোগ্য বিবেচিত হলে প্রর্থীকে প্রশিক্ষনের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে।

গ. প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে প্রশিক্ষন কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত পুর্নবাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চুড়ান্তভাবে প্রশিক্ষনে অন্তর্ভুক্ত করা হবে।

পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার পদ্ধতি

  1. প্রিলিমিনারি স্ক্রিনিংঃ অনলাইনে আবেদনকারীর উচ্চতার ভিত্তিতে ৫০% ও শিক্ষাগত যোগ্যতার ৫০% ভিত্তিতে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে।
  2. মাঠঃ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উর্ত্তীণ প্রার্থীদের পুলিশ সুপার কর্তৃক প্রবেশপত্র পরবর্তী পরীক্ষার সময় প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
  3. লিখিতঃ১ ঘন্টা ৩০ মিনিট সময়ে ৪০ মার্কের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে
  4. মৌখিকঃ পরীক্ষায় উর্ত্তীণ প্রার্থীদের ২০ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

 

Police Constable Niyog 2024 Circular

1 police 1

2 police 1

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০২৫

বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা নিচের দেয়া ঠিকানায় অনুষ্ঠিত হবে। ২০,২২,২৩ তারিখের মাঠ হবে কনস্টেবল পদে আবেদনকারীদের।

➤➤➤ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ০৪ ক্যাটাগরির কনস্টেবল নিয়োগ ২০২৫ দেখুন 

🔎 শিক্ষা,চাকরি সহ সকল খবর সবার আগে জানতে 

KFPlanet 👍 ফেসবুক পেজে লাইক দিন   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡs ফলো করুন ➣টেলিগ্রাম চ্যানেল ফলো করে রাখুন।

13 thoughts on “বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সার্কুলার (৬০০০ পদ)

  1. আমার বয়স এখন ২৭ চলছে আমার উচ্চতা ৫.৫ বুকের বের ৩২ আছে শারীরিক গটন আছে আমার বাবা মুক্তিযোদ্দা এখন কথা হলো আমি মাদ্রাসায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলাম আমার অনলাইন সাটিফিকেট নাই আমিকি পারমুনি আবেদন করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog