২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে ১৬ ধরনের ২২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। গ্রেড ২০,১৬,১৬,১৪,১৩,১১,০৯ বেতন ও সরকারি চাকরির সকল সুযোগ সুবিধা পাবেন প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে চাকরি করলে। অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ০৫ অক্টোবর ২০২৩ তারিখে পর্যন্ত।
প্রাণিসম্পদের উন্নয়নে ও সরবরাহের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্যে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট গঠন করা হয়। প্রতিষ্ঠানটি বি.এল.আর.আই নামেও পরিচিত। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর ঢাকার অদূরে সাভারে অবস্থিত। ড. নাথু রাম সরকার বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।বর্তমানে ইনস্টিটিউটের প্রধান প্রতিষ্ঠান ছাড়াও তিনটি আঞ্চলিক কেন্দ্র রয়েছে, আর তা হলোঃ
- বাঘাবাড়ী আঞ্চলিক কেন্দ্র-যার অবস্থান সাজাদপুর, সিরাজগঞ্জ
- নাইক্ষ্যংছড়ি আঞ্চলিক কেন্দ্র -যার অবস্থান বান্দরবান
- রাজাবাড়ি হাট আঞ্চলিক কেন্দ্র -যার অবস্থান গোদাগাড়ি রাজশাহী
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট বিএলআরআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
কোন ধরনের চাকরি? | সরকারি প্রতিষ্ঠানে চাকরি |
গ্রেড | জাতীয় গ্রেড ২০,১৬,১৬,১৪,১৩,১১,০৯ |
বেতন স্কেল | গ্রেড ২০,১৬,১৬,১৪,১৩,১১,০৯ |
ক্যাটাগরি | ১৬ ধরনের পদে |
পদ সংখ্যা | ২২ টি পদে নিয়োগ |
যোগ্যতা | অষ্টম শ্রেনি, উচ্চ মাধ্যমিক, স্নাতক,সমমান |
আবেদন করতে হবে | অনলাইনে |
আবেদন ফি | ১১২,২২৩, টাকা |
আবেদন শুরু | ২১ সেপ্টেম্বর ২০২৩ |
আবেদনের সময়সীমা | ০৫ অক্টোবর ২০২৩ |
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে চাকরির পদ সমূহ
১.পদের নামঃ প্রোগ্রামার ( ০১ টি পদ)
বেতন স্কেলঃ ৩৫,৫০০-৬৭,০১০/-
বেতন গ্রেডঃ ০৬
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক, স্নাতকোত্তর/সমমান
অভিজ্ঞতাঃ ০৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২.পদের নামঃ বৈজ্ঞানিক কর্মকর্তা (০২ টি পদ)
বেতন স্কেলঃ ২২,০০০–৫৩,০৬০/- টাকা
জাতীয় বেতন গ্রেডঃ ০৯ তম
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর
বয়সঃ ১৮ থেকে ৩০ বছর
বিস্তারিত পদ দেখুন সার্কুলার
Prani Sompod GobeshonaInstitute Niyog Bigoppti 2023
Application Deadline: 05 October 2023
সদর দপ্তরে যোগাযোগের ঠিকানাঃ
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট
সাভার, ঢাকা ১৩৪১
ই-মেইলঃ infoblri@gmail.com
ফোনঃ ৮৮০২ ৭৭৯১৬৭০ -৭২
অনলাইনের আবেদনের লিংকঃ http://blri.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইটঃ www.blri.gov.bd
এই চাকরির খবরের সাথে সাদৃশ্য বিষয়সমূহ ঃ
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি,প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই),বিএলআরআই নিয়োগ, বিএলআরআই নিয়োগ বিজ্ঞপ্তি, প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এ চাকরি ,BLRI job circular, www.blri.gov.bd job circular,