প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ২০২৪

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত হল প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান কর্মসূচি। যেসব প্রবাসী কর্মীদের সন্তান ২০২০ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা ১ম শ্রেণীতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এবং সরাসরি দরখাস্ত প্রদান করার আহবান করা হচ্ছে। এই শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার।

বাংলাদেশ সরকার ১৯৯০ সালে  “ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল” গঠন করে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন,২০১৮” এর মাধ্যমে “ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড” একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠানটি প্রবাসী কর্মীদের অবদানের বিষয়টি বিবেচনা করে তাদের এবং দেশে বিদেশে কর্মীদের পরিবার পরিজনকে সাহয্য সহযোগিতা ও সমস্যার সমাধান করার চেষ্টা করে তথা সার্বিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার করে থাকে।

প্রকাশের তারিখঃ ০১ জানুয়ারি ২০২৪

আবেদন কারি প্রার্থিঃ এসএসসি/সমমান ক্যাটাগরিতে “প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

আবেদনের সময়সীমাঃ ৩১ জানুয়ারি ২০২৪

আবেদনের লিংকঃ www.stipen.wewb.gov.bd 

  • শিক্ষার্থীর জিপিএ/ সিজিপিএ নম্বারঃ
    এসএসসসি/সসমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫:০০ কিন্তু মৃত প্রবাসী কর্মীর সন্তানদের ক্ষেত্রে জিপিএ  ৪.০০ হতে হবে।
  • এসএসসসি/সসমান পরীক্ষায় মানবিক ও বানিজ্য বিভাগে জিপিএ ৪:৭৫ কিন্তু মৃত প্রবাসী কর্মীর সন্তানদের ক্ষেত্রে জিপিএ  ৪.০০ হতে হবে। এই  জিপিএ/ সিজিপিএ এর প্রার্থী গন আবেদন করতে পারবেন।

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ২০২৪

jugantorjpg
visa.kfplanet.com

প্রবাসী কর্মীর সন্তানদের বৃত্তির পরিমাণ

এসএসসি/সমমান ক্যাটাগরিতে বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত ০২(দুই) বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যায়নরতদের ০৪(চার) বছর মাসিক ২,০০০/- টাকা হারে বৃত্তি প্রদান করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর সেশনজট বিবেচনায় আনা হবে না। বৃত্তির সাথে বাৎসরিক এককালীন বই ও শিক্ষা উপকরণসহ অন্যান্য খরচ বাবদ ৩,৫০০/- টাকা প্রদান করা হবে।

প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি আবেদনের প্রক্রিয়া

যে সকল প্রবাসী কর্মীর সন্তানগণ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। বিএমইটি’র বহির্ণমন ছাড়পত্র/ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশীপ গ্রহণ করেছেন। মৃত প্রবাসী কর্মীর ক্ষেত্রে মৃতের পরিবার এ বোর্ড হতে আর্থিক অনুদান পেয়েছেন ৰা পাবেন।

১) আবেদনের লিংকঃ http://stipen.wewb.gov.bd/stipend/

২) সরাসরি আবেদনের জন্য বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd হতে বিনামুল্যে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

৩) সরাসরি আবেদনকারীর আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইনে/ সরাসরি / ডাকযোগে পরিচালক (আইআরপি) ওয়েজ আন্নার্স কল্যাণ বোর্ড, ৯ম তলা, প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাট গার্ডেন, রমনা ঢাকা-১০০০ বরাবর পৌছাতে হবে।

৪) উত্ত তারিখের পর প্রাপ্ত কোন আবেদন গ্রহণ করা হবে না

৫) শিক্ষার্থীর মোবাইল নম্বর এবং তার মাতা/পিতার মোবাইল নম্বর অবশ্যই ফরমে উল্লেখ করতে হবে।

৬) অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

৭) বৃত্তি প্রদান সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।

৮) যে কোন তথ্যের জন্য এর নম্বর সমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ০১৭৮৪৩৩৩৩৩৩, ০১৭৯৪৩৩৩৩৩৩, ০২৯৩৩৪৮৮৮ ।

আবেদন পত্রের সঙ্গে নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে 

  1. পিতা/মাতা প্রবাসী কর্মী হওয়ার সপক্ষে প্রমাণ হিসাবে আনুষঙ্গিক কাগজপত্রাদি, যেমন- পাসপোর্ট, ভিসা এবং বিএমইটি”র বহির্গমন ছাড়পত্র ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স সম্বলিত পাসপোর্টের পৃষ্ঠা / স্মার্ট কার্ড অথবা বিদেশস্থ বাংলাদেশ মিশনের মাধ্যমে ওয়েজ আননার্স কল্যাণ বোর্ডের
    মেম্বারশীপ এর ফটোকপি (অনলাইনে আবেদনকারীর জন্য প্রযোজ্য নয়)।
  2. শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক. শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ০২ কপি সত্যায়িত ছবি; (অনলাইনে আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
  3. প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এসএসসি/সমমান পরীক্ষার মূল নম্বর পত্রের সত্যায়িত ফটোকপি;(অনলাইনে আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
  4. মৃত প্রবাসী কর্মীর সন্তানদের ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন কর্তৃক ইস্যুকৃত NOC দেতাবাস সনদ।

যোগাযোগের ঠিকানাঃ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
প্রবাসী কল্যাণ ভবন
৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০।
মোবাইল নং- ০১৭৮৪৩৩৩৩৩৩, ০১৭৯৪৩৩৩৩৩৩, ০২৯৩৩৪৮৮৮
ওয়েবসাইটঃ www.wewb.gov.bd


প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান ,মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান, প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান, প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে শিক্ষাবৃত্তি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে শিক্ষাবৃত্তি প্রদান,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com