সকল শিক্ষা বোর্ডের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল 2023 —- তারিখ দুপুর ০১ টার পর প্রকাশ করা হবে। বাংলাদেশ সচিবালয়ে, আজ দুপুর ১টায় পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষার রেজাল্ট বিষয়ক সংবাদ সম্মেলন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তারপর রেজাল্ট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। গত বছর ২৯ লাখ ০৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। শুধুমাত্র প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাসের হার ৯৫.৫০ ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার পাসের হার ৯৫.৯৬ ছিলো। মার্কশিটসহ সরাসরি রেজাল্ট দেখুন নিচ থেকে।
এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখুন সবার আগে এখান থেকে
p.s.c পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলো ০৩ লাখ ২৬ হাজার ৮৮ জন পরীক্ষার্থী এবং ইইসি ইবতেদায়ী তে জিপিএ-৫ পেয়েছিলো ১১হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী। গতবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাত্রদের পাসের হার ৯৫.৩৭ শতাংশ। আর সেখানে ছাত্রীদের পাসের হার ৯৫.৬৭ শতাংশ ছিলো । তাই হিসাবে আসে, পিইসি বা পঞ্চম শ্রেণীর সমাপনীর পরীক্ষায় গড় পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে ছিলো মেয়েরা। মাদ্রাসা বোর্ডের অধীনে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫.৯৬ শতাংশ ছিলো ।
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) বাংলাদেশের স্কুল পর্যায়ের প্রথম পাবলিক পরীক্ষা। আপনি ২০২৩ সালের পি এস সি ফলাফল খুঁজে থাকেন, তবে এটি আপনার জন্য উপযুক্ত স্থান। psc পরীক্ষার রেজাল্ট পাবলিশ নিয়ে বর্তমানে পরীক্ষার্থীর পাশাপাশি তাদের অভিভাবক ও আত্মীয়স্বজনদের মধ্যে উত্তেজনা কাজ করে। তাই পরীক্ষার্থী ও অভিভাবক যাতে সহজে রেজাল্ট সবার আগে হাতে পেয়ে যায়, সেই লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা।
- প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী রেজাল্ট দেখতে পারবেন সরাসরি
- এখানে আপনাকে বিশেষ কয়েক পদ্ধতি দেখানো হবে। যার মাধ্যমে একটা মিস হলেও অপরটির মাধ্যমে সবার আগে psc result 2023 দেখতে পারেন।
- যদি আপনি কোন সাইটে ফলাফল দেখতে সমস্যায় পড়েন তাহলে ২য় পন্থা বা সার্ভার বা ওয়েবসাইটের ব্যাবস্থা
- পি এস সি পরীক্ষার ফলাফল মার্কশিটসহ ডাউনলোড করতে পারবেন। তারপরেও যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাতে পারেন।
পিএসসি রেজাল্ট 2023 কিভাবে দেখবেন?
সাধারণত psc পরীক্ষার ফলাফল প্রকাশের পর www.dpe.gov.bd বা dperesult.teletalk.com.bd সাইটে হুমড়ি খেয়ে পড়ে ফলে সব সাইট ব্যাস্ত থাকে বা লোড হতে অনেক সময় নেয় । এই সমস্যার কারণে পিএসসি ও ইবিটি রেজাল্ট প্রার্থীদের জন্য ০৬ টি পদ্ধতি তুলে ধরা হবে যাতে করে ফলাফল প্রার্থীরা প্রাথমিক সমাপনী রেজাল্ট দেখতে বেগ পেতে না হয়।
psc পরীক্ষার ফলাফল 2023
ধন্যবাদান্তে কে এফ প্ল্যানেট টিম
জেএসসি ও জেডিসি রেজাল্ট দেখুন এখান থেকে
»» ফেসবুকের মাধ্যমে ঃ
এই মাধ্যমে আপনি সবার আগেই পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত psc ফলাফল 2023। বিভিন্ন গ্রুপ ও পেজ আপনাকে এই সার্ভিস টি দিয়ে থাকবে। যেখানে বাংলাদেশের বড় বড় হ্যাকারদের পেজ ও আছে যারা সবার আগে আপনার psc রেজাল্ট দিয়ে থাকে। যদি আপনার নেট স্পিড কম থাকে বা নেট না থাকে তাহলে ফেসবুকের এই সমস্ত পেজ ও গ্রুপে একটিভ থাকতে পারেন। এমন কিছু গ্রুপ এর লিংক দেয়া হলোঃ
»» বোর্ড ওয়েবসাইটের মাধ্যমেঃ
অধিদপ্তরঃ www.dpe.gov.bd টেলিটক-dperesult.teletalk.com.bd
»» মোবাইল ফোনের এসএমএস’র মাধ্যমেঃ
আপনার ফোনের মেসেজ অপশনের মাধ্যমে প্রাথমিক পরীক্ষার ফলাফল দেখতে পারেন। ডিপিই বা ইবিটি <স্পেস> ছাত্র আইডি এবং ১৬২২ এবং ১৬২২ পাঠালে ফিরতি এস এম এস এ রেজাল্ট দেখতে পারবেন। দুই ভাবে রেজাল্ট দেখতে পারেন একটা- স্টুডেন্ট আইডি ও অপরটি থানা-উপজেলা কোড, রোল ও পাশ করার সাল দিয়ে। নিচে উদাহরন দেখুনঃ
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল:
উদাহরণ ০১: DPE 154584474 SEND 16222
উদাহরণ ০২: : DPE 1845 125484 2023 send 16222.
ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল:
উদাহরণ: EBT 2030 454484 2023 send 16222
এখানে ২০৩০ হলো থানা বা উপজেলা কোড। ৪৫৪৪৮৪ রোল ও ২০২৩ পাসের সন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল সাইটের মাধ্যমেঃ
এইচএসসি রেজাল্ট মূলত সকল বোর্ডের একসাথেশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল সাইটে দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের দুটি অফিসিয়াল সাইট
০১) www.educationboardresults.gov.bd
০২) eboardresults.com/app/stud/
সাইটে ফলাফল প্রকাশ করা হবে।
সরাসরি বিদ্যালয়ের তত্ত্বাবধানেঃ
আপনার বিদ্যালয়ের নোটিশ বোর্ডে দেখা যেতে পারে আপনার কাঙ্ক্ষিত জে এস সি পরীক্ষার ফলাফল ২০২৩।
অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপসঃ
আপনি প্লে স্টোর থেকে রিভিউ দেখে দেখে ভাল মানের এপস নামিয়ে নিতে পারেন।
পিএসসি ফলাফল 2023 গ্রেডিং সিস্টেম
পিএসসি এবং ইবতেদায়ি পরীক্ষায় প্রাথমিক শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষ একটি প্রচলিত গ্রেডিং পয়েন্ট সিস্টেম নিয়ে ফলাফল প্রকাশ করছে। যদিও আমরা গ্রেডিং পয়েন্ট সিস্টেমটি জানি, তবে এখানে আমরা নীচে গ্রেডিং সিস্টেমের চার্টটিও দেখি-
Marks Range |
Grade Point |
Letter Grade |
80-100 | 5 | A+ |
70-79 | 4 | A |
60-69 | 3.50 | A- |
50-59 | 3 | B |
40-49 | 2 | C |
পি এস সি ফলাফল পুনঃনিরীক্ষণ
above all -এই পেজে যে টপিকস আলোচনা হয়ে থাকে :
p.s.c ফলাফল,p.s.c রেজাল্ট,p s c রেজালট,psc result সবার আগে,ইবতেদায়ী psc result,psc result জানার উপায়,psc result দেখার উপায়,psc result এর নিয়ম,psc এর result,psc result কবে দিবে,psc result কিভাবে দেখবো,psc result কখন দিবে,psc result কবে,psc result কিভাবে দেখে,psc result কবে দেবে,psc result কিভাবে বের করব,psc result কিভাবে,psc result বের করার নিয়ম,psc result জানতে চাই,কিভাবে psc result পাব,পি এস সি রেজাল্ট,মোবাইলে ফলাফল প্রাথমিক শিক্ষা সমাপনী,পি এস সি রেজাল্ট কবে দিবে,পি এস সি ফলাফল,
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ২০২৩,প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ২০২৩,প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ২০২৩,প্রাথমিক শিক্ষা সমাপনী ফলাফল ২০২৩ (সকল জেলা),পি এস সি এর রেজাল্ট ২০২৩,পি এস সি রেজাল্ট ২০২৩, psc result 2023 প্রাথমিক,p.s.c পরীক্ষার ফলাফল 2023,p.s.c পরীক্ষার ফলাফল ২০২৩,p s c রেজাল্ট ২০২৩,psc result 2023 জানার উপায়
psc 2019 এর পুনঃনিরীক্ষণের ফলাফল কবে প্রকাশিত হবে??
আপাতত বলা যাচ্ছে না। সম্ভবত এস এম এস করে জানিয়ে দেবে