রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সম্প্রতি ওয়েব সাইটে ও জাতীয় পত্রিকায় প্রকাশ পেয়েছে। ০৩ ধরনের ৩২ টি পদে রাঙ্গামাটি ডিসি অফিসে নিয়োগ দেয়া হবে।
রাঙ্গামাটি ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে স্নাতক পাসে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য নিয়োগ আবেদন চলবে আগামী ০২ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি নিয়োগ ২০২৪
কোন প্রতিষ্ঠানের অধীনে | রাঙ্গামাটি ডিসি অফিস |
প্রতিষ্ঠানের নাম | রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয় |
চাকরীর ধরণ | সরকারী চাকরি |
বিজ্ঞপ্তির উৎস | জাতীয় দৈনিক পত্রিকা |
মোট শূন্য পদ | ৩২ টি |
আবেদন শুরু | ০২/১২/২০২৪ |
আবেদন শেষ | ০২/০১/২০২৫ |
আবেদন ফি | ২০০ টাকা |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক পাস |
বয়সসীমা | ১৮ থেকে ৩০ বছর |
আবেদনের মাধ্যম | অনলাইনে |
ফোন | ০২৩৩৩৩৭১৬৩২ |
রাঙ্গামাটি ডিসি অফিসে নিয়োগ ২০২৪ : শর্তাবলি ও নিয়ামাবলি
- আগ্রহী প্রার্থীগণ এসএসএফ টেলিটকের http://dcrangamati.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ও জমা দিতে পারবেন।
- উক্ত লিংকে প্রবেশ করে নিচের ছবির মত একটি Web Based Recruitment System ইন্টারফেস দেখতে পারবেন। সেখান থেকে Application Form (Click here to Apply Online) এ ক্লিক করুন।
- আবেদন ফরমে ক্লিক করলে সকল পদসমূহ দেখতে পারবেন। আপনার পছন্দের পদে ক্লিক করুন।
- আপনার কাঙ্ক্ষিত পদে ক্লিক করলে Alljobs Premium Member এর একটি নোটিফিকেশন শো করবে। আপনি প্রিমিয়াম মেম্বার হলে Yes আর না হলে No দিন।
- Yes বা No দিয়ে NEXT করার পর আবেদন ফর্মটি দেখতে পারবেন। Application form এর নিচে আপনার পদটি দেখতে পারবেন।
- Departmental Status Information এ Govt. Employee সিলেক্ট করে আপনার তথ্য দেয়া শুরু করুন। আপনার নাম, বাবার নাম, ও মা এর নাম ইংরেজিতে ও বাংলায় লিখুন।
- এরপর আপনার জন্মতারিখ দিন। জাতীয়তা, ধর্ম, লিঙ্গ সিলেক্ট করার আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার ইনপুট করুন
- জাতীয় পরিচয়পত্র না থাকলে NO দিয়ে Birth Registration অপশন থেকে Yes দিয়ে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা লিখুন।
- পাসপোর্ট থাকলে yes দিয়ে পাসপোর্ট আইডি নাম্বারটা ইনপুট করুন। বৈবাহিক অবস্থা, আপনার মোবাইল নাম্বার, আবার আপনার একই মোবাইল নাম্বার ইমেইল দিয়ে পরের ধাপে চলে যান।
- আপনার কোন কোটাধারী হলে সেটি সিলেক্ট করুন। এরপর ঠিকানাতে চলে যান।
- বর্তমান ও স্থায়ী ঠিকানার জায়গায় ভালোভাবে আপনার এড্রেসগুলা এন্ট্রি করুন।
- আপনার পড়াশোনার ডিগ্রি সিলেক্ট করে সকল তথ্য সঠিকভাবে দিন। অভিজ্ঞতার অপশন দরকার হলে টিক চিহ্ন দিয়ে সেটি পূরণ করুন।
- সকল তথ্য সঠিকভাবে দিয়েছেন কিনা একবার চেক করুন। এরপর সিকুরিটি কি বসিয়ে দিন। I declare that অপশনে টিক চিহ্ন দিয়ে আপনার আবেদনপত্র সাবমিট করুন।
- অনলাইনের ছবি ও স্বাক্ষর আপলোড সফলভাবে সম্পন্ন করার পর, কম্পিউটারে এপ্লিকেশন প্রিভিউ দেখতে পারবেন। তারপর আপনি একটি ইউজার আইডি পাবেন।
- এছাড়া ছবি,স্বাক্ষরযুক্ত আবেদন পত্রের একটি অনলাইন কপি পাবেন। সেটি প্রিন্ট বা ডাউনলোড করে পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
- আবেদনপত্র সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। ইউজার আইডি ব্যাবহার করে টেলিটক সিমে ০২ এসএমএস করে আবেদন ফি সফলভাবে জমা দিতে হবে।
- উক্ত সময়সীমার মধ্যে ইউজার প্রাপ্ত প্রারথীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী ৭২ বোহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
Rangamati Rangamati District Commissioner DC Office Job Circular 2024
Application Deadline: 02 January 2025
KFPlanet ফেসবুক পেজ📰Gᴏᴏɢʟᴇ Nᴇᴡs ➣টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Youtube চ্যানেল সাবস্ক্রাইব করুন।