বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ ২০২৫ সার্কুলারঃ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নিয়োগ ২০২৫ এর নতুন সার্কুলার নিয়ে পোস্টটি সাজানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে সাধারণ ট্রেড,ট্রেড-২ বিশেষ পেশা,সাধারণ (জিডি),কারিগরি পদে সৈনিক নিয়োগ হয়ে থাকে। আবেদনের শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা, আবেদনের সময় ও ভর্তির সকল কাগজত্রের তালিকা, পরীক্ষা কেন্দ্রের তালিকা ও ঠিকানাসহ সকল তথ্য নিচে ধারবাহিকভাবে আলোচনা করা হয়েছে।
এসএসসি পাসে বাংলাদেশের ৬৪ জেলা থেকে বাংলাদেশ আর্মির সৈনিক নেয়া হবে। SMS ও Online এর মাধ্যমে আবেদন করে আপনাকে নির্দিষ্ট তারিখে স্বাস্থ্য, শারীরিক লিখিত ও ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই ০৪ টি ধাপ পার করে আপনার স্বপ্নের চাকরি জীবন শুরু করতে পারবেন। ২৪ ফেব্রুয়ার ২০২৫ তারিখে সর্বশেষ সেনাবাহিনীর সৈনিক পদে সার্কুলার প্রকাশিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনী পুরুষ ও মহিলা সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আপনার মোবাইলের মেসেজ ও অনলাইনের মাধ্যমে সৈনিক পদে নিয়োগ ২০২৫ সার্কুলারে আবেদন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ আবেদন শুরু হবে ২১ ডিসেম্বর ২০২৪ ও আবেদনের শেষ হবে আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ। হাতে সময় রেখে আগেভাগে আবেদন করার জন্য সবাইকে অনুরোধ করা হলো।
আগ্রহী নিয়োগ প্রার্থী টেলিটক সিম ব্যাবহার করে প্রথমে রেজিস্ট্রেশনের কাজ সেরে ফেলতে হবে। আবেদনের ফি হিসেবে ২০০ টাকা কেটে নিবে আপনার ব্যালেন্স থেকে। সফলভাবে রেজিস্ট্রেশন হলে আপনি একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যাবহার করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে।
সেনাবাহিনী সৈনিক পদে নতুন নিয়োগ সার্কুলার ২০২৫ সংক্ষেপে তথ্য
বাহিনীর নাম | বাংলাদেশ সেনাবাহিনী |
পদের নাম | সৈনিক পদে |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/সমমান পাশ |
জিপিএ | ২.৫০ GPA পেতে হবে |
বয়সসীমা | ১৭ থেকে ২০ বছর ,০৩ মার্চ ২০২৫ তারিখে |
বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
আবেদন শুরু | ২১/১২/২০২৫ |
আবেদন শেষসীমা | ২৪/০২/২০২৫ |
অনলাইনে আবেদনের লিংক | http://sainik.teletalk.com.bd |
সেনাবাহিনীর সাধারণ ট্রেড ও টেকনিক্যাল ট্রেডে নিয়োগ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২৫ সার্কুলার সাধারণ ট্রেড, টেকনিক্যাল ট্রেড প্রকাশ পেয়েছে। সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ ২০২৫ (সাধারণ ট্রেড ও টেকনিক্যাল ট্রেড সার্কুলার বিজ্ঞপ্তি) ১৪ ডিসেম্বর ২০২৫ এ প্রকাশিত হয়েছে। যার আবেদনের শেষসীমা ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন পক্রিয়া সম্পন্ন করা যাবে। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২৫ সার্কুলারে সব জেলার পুরুষ ও মেয়ে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নামঃ সাধারণ ট্রেড GD
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
বয়সসীমাঃ ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
পদের নামঃ টেকনিক্যাল ট্রেড TT
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
বয়সসীমাঃ ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৭ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
Bangladesh Army Soldier (Sainik) Job Circular 2025
Application Deadline: 24 February 2025
Better View For KFPlanet Visitors
বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদের সার্কুলার
- পদের নামঃ এমওডিসি সৈনিক
- ০৩ টি ট্রেডের নামঃ (০১) সাধারণ (GD) (০২) করণিক (CLK) এবং (০৩) আর্মোরার (ARMR) ট্রেডে।
- শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.০০ থেকে ৩.০০ পেয়ে উত্তীর্ণ।
- উচ্চতাঃ ০৫ ফুট ০৬ ইঞ্চি পুরুষ প্রার্থী
- বয়সসীমাঃ ১৬ মার্চ ২০২৫ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।।
- জাতীয়তাঃ বাংলাদেশী নাগরিক (পুরুষ ও মহিলা)
- বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (ডিভর্সিও আবেদন করতে পারবেন না)
- সাঁতারঃ সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।
২০২৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে শিক্ষাগত যোগ্যতা
- সাধারণ ট্রেড (GD): এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-২.০০ পেয়ে উত্তীর্ণ।
- করণিক ট্রেড (CLK): এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।
- আর্মোরার ট্রেড (ARMR): এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ (বিজ্ঞান বিভাগ)।
Application Deadline: 20 December 2024
Better View For Visitors
সেনাবাহিনীর সৈনিকের ট্রেড-২ বিশেষ পেশায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২৫ সার্কুলার ট্রেড-২ (বিশেষ পেশা) প্রকাশ পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ২ এর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ০৮ মার্চ ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। বিশেষ পেশার সৈনিক পদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
আবেদনে শুরু ১৪ মার্চ ২০২৫ তারিখে আর আবেদন শেষ হবেচ০৯ এপ্রিল ২০২৫ তারিখে। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন পক্রিয়া সম্পন্ন করা যাবে। বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ পেশায় সৈনিক নিয়োগ 2024 সার্কুলারে সব জেলার পুরুষ ও মেয়ে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড ২ নিয়োগ ২০২৫ : পুরুষ ও মহিলা পদের নাম ও যোগ্যতা
কুক ইউনিট, কুক মেস, কুক হাসপাতাল, ইকুপমেন্ট এন্ড বুট রিপেয়ার, ব্যান্ডসম্যান, কার্পেন্টার, পেইন্টার এন্ড ডেকোরেটর, পেইনটার এণ্ড টেইলার
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ নূন্যতম জিপিএ ২.৫০ থাকতে হবে।
বয়সসীমাঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
2.67
নাহ। আপনি আবেদন করতে পারবেন না। ৩.০ হলে আবেদন করতে পারবেন।
সৈনিক পদে