ব্লগে ভিজিটর বাড়ানোর সেরা উপায় -ফ্রি SEO এসইও কোর্স পর্ব ০১

ব্লগে ভিজিটর বাড়ানোর সেরা উপায় নিয়ে আমাদের এস ই ও টিপস ২০২৩ বিষয়ক ধারাবাহিক পোস্টের আজকের আলোচনা।  আপনাদের সাইটে বা ইউটিউবে কিভাবে ভিজিটর আনবেন। ব্লগে ভিসিটর নেই, আব সেল ও নেই বা ইউটিউবে ভিউয়ারস নেই,যদি এই বিষয়গুলাতে আপনি সাকসেস পেতে চান ও অটোম্যাটিক ভিসিটর আপনার সাইটে আনতে চান,তাহলে আপনাকে কাজ করার সাথে সাথে একটু এনালাইসিস তো করতেই হবে।

৫ এসইও রাঙ্কিং ফ্যাক্টর ২০২৩- পোস্ট টি পড়তে এখানে ক্লিক করুন।

ফ্রি এসইও কোর্স ব্লগে ভিজিটর বাড়ানোর উপায়

ওয়েব সাইটে ভিসিটর আসবেই,  ব্লগে ভিসিটর বাড়ানোর সেরা উপায়সমূহ নিম্নে দেয়া হলোঃ

  1. কোয়ালিটি সম্পন্ন পোস্ট বা কনটেন্ট। কনটেন্টকে বলা হয় এসইও এর রাজা। এই কথা স্বীকার করে কনটেন্ট ডেভেলপ করুন।
  2. গেস্ট হয়ে অন্য পপুলার সাইটে পোস্ট করুন। সেটা হতে পারে লিংক নেয়ার প্রথম বিষয়।
  3. বিভিন্ন পপুলার ফোরামে অংশগ্রন করুন।এটি এখন বেশি কাজ না করলেও আপনাকে মাঝে মাঝে নিজেকে জানান দিতে হবে।
  4. আপনাকে অন্য পপুলার ব্লগে কমেন্ট করতে হবে। এটি এখন বেশি কাজ না করলেও আপনাকে মাঝে মাঝে নিজেকে জানান দিতে হবে।
  5. মেইলের লিস্টকে শক্ত করুন। অর্থাৎ আপনাকে ভেলিড মেইলগুলো সংরক্ষণ ও অটোমেটেড সিস্টেমের আওতায় আনতে হবে।
  6. আপানার নিশের উপরে কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করুন। আপনি যে একটা ব্র্যান্ড আর সেই ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিস ডেমো থাকবে না এটা মানা যাবে না। এছাড়া অন্যান্য ভিডিও তো বানাবেনই। এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিন।
  7. Google Adwords  এ আপনার ব্লগের বিজ্ঞপন দিতে পারেন ফলে নতুন সাইট দ্রুত এঙ্গেজ হবে।
  8. টুইটার একাউন্ট,ইন্সট্রাগ্রাম, ফেসবুক পেজ, লিংকদিন পেজ খুলুন আর পপুলারিটি অর্জন করুন।
  9. আপনার ব্লগে সোশ্যাল মিডিয়া শেয়ারিং বাটন যোগ করুন।
  10. ওয়েব ও ব্লগ ডিরেক্টরিতে আপনার সাইটটি সাবমিট করুন।
  11. ট্রেন্ড টপিক নিয়ে পোস্ট করুন।
  12. আপনার  সাইটে অন্যদের লেখার সুযোগ করে দিন।
  13. ওয়ার্ডপ্রেস ব্লগের এস.ই.ও প্লাগিন ব্যাবহার করুন।
  14. সোশ্যাল সিগন্যাল পেতে পোস্ট পাবলিক করার সাথে সাথে শেয়ার করুন ।

কে এফ প্ল্যানেট ফেসবুক পাতা  

This post about: 

ওয়েব সাইটে ভিসিটর আনার উপায়, ব্লগে ভিসিটর বাড়ানোর সেরা উপায়সমূহ,Freelaner care,freelancing care, SEO 2023, Top 5 SEO ranking factors 2023,google seo ranking factors 2023,Bangladesh,৫ এসইও রাঙ্কিং ফ্যাক্টর ২০২৩

3 thoughts on “ব্লগে ভিজিটর বাড়ানোর সেরা উপায় -ফ্রি SEO এসইও কোর্স পর্ব ০১

  1. আপনার লেখার ধরন এবং উপস্থাপনার ভঙ্গী অনেক ভালো লেগেছে
    ধন্যবাদ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com