বাংলাদেশের সেরা ১০ সিমেন্ট ও দাম ২০২৪ জেনে নিন!

যেকোনো শক্তিশালী অবকাঠামো তৈরি করতে সিমেন্টের বিকল্প নেই। কোন কাঠামোকে মজবুত ভিত্তিতে পরিণত করতে হলে আপনার প্রয়োজন হবে সিমেন্ট। হয়তো আপনিও একটি স্থাপনা তৈরী করবেন তাই আপনি ভাবছেন যে বাংলাদেশের দেশের সেরা সিমেন্ট কোনটি, কোন সিমেন্ট ব্যবহার করলে ভালো হবে, কোন সিমেন্টের দাম কত ইত্যাদি বিষয়ে। তাই আপনার চিন্তা দূর করতে আমরা এই পোষ্ট টি তৈরী করেছি।

এখন সিমেন্ট উৎপাদন বর্তমানে একটি প্রতিযোগিতাপূর্ণ বাজার। আর প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে সব কোম্পানিই নিজেদের উৎপাদিত পণ্যের মান উন্নত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তাই বর্তমানে বাংলাদেশে উৎপাদিত সিমেন্ট দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে বিদেশে যা দেশকে এগিয়ে নিতে সাহায্য করছে।

বাংলাদেশের সেরা ১০ সিমেন্ট লিস্ট ২০২৪

আমার কাছে নিম্নে দেওয়া সিমেন্টের তালিকা গুলোর সেমেন্ট খুব ভালো এবং বাজারে এই সিমেন্ট গুলো বেশি চলে। আপনার কোন তথ্য জানা থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারে আমাদের ওয়েবসাইটে এসে। সব সময় আমাদের সাথে থাকুন এবং নতুন নতুন পড়ুন।

বাংলাদেশে ৩৫টি ও বেশি সিমেন্ট কোম্পানি আছে এ সকল কোম্পানির মধ্যে সেরা কোম্পানির লিস্ট দেয়া হলো।

সেরা নং সেরা সিমেন্ট
০১ স্ক্যান সিমেন্ট
০২ শাহ সিমেন্ট
০৩ আকিজ সিমেন্ট
০৪ হোলসিম সিমেন্ট
০৫ সেভেন রিংস সিমেন্ট
০৬ ক্রাউন সিমেন্ট
০৭ বসুন্ধরা সিমেন্ট
০৮ ফ্রেস সিমেন্ট
০৯ প্রিমিয়ার সিমেন্ট
১০ মীর সিমেন্ট

 

বাংলাদেশের সিমেন্ট দাম ও কোন সিমেন্টের দাম কত জানতে চান তাহলে নিম্নের তথ্য আপনার জন্য, সঠিক সিমেন্ট দাম সম্পর্কে জানতে চাইলে এই টেবিলটি দেখুন;

বাংলাদেশের সিমেন্ট দাম ২০২৪

সেরা সিমেন্ট সিমেন্ট দাম
স্ক্যান সিমেন্ট ৫৩০(দাম ওঠানামা করে)
শাহ সিমেন্ট ৫৫০ (দাম ওঠানামা করে)
আকিজ সিমেন্ট ৫৬০/-(দাম ওঠানামা করে)
হোলসিম সিমেন্ট ৫৭০ (দাম ওঠানামা করে)
সেভেন রিংস সিমেন্ট ৫৫০/-(দাম ওঠানামা করে)
ক্রাউন সিমেন্ট ৫৫০/-(দাম ওঠানামা করে)
বসুন্ধরা সিমেন্ট ৫৪০/-(দাম ওঠানামা করে)
ফ্রেস সিমেন্ট ৫৫৫/-(দাম ওঠানামা করে)
প্রিমিয়ার সিমেন্ট ৫৫০/- (দাম ওঠানামা করে)
টাইগার সিমেন্ট ৫২৫/-(দাম ওঠানামা করে)
মীর সিমেন্ট ৫২৫ /-(দাম ওঠানামা করে)

বিদ্রঃ স্থান ভেদে সিমেন্ট দাম কম বেশি হতেপারে। সব সময় সিমেন্ট দাম উঠা নামা করে থাকে। সিমেন্ট ক্রয়ের সময় সব সময় পাইকারি দোকান থেকে সিমেন্ট ক্রয় করুন তাহলে সিমেন্ট একুরেট দামে কিনতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com