শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ ( স্নাতকোত্তর কোর্স )

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য মাস্টার্স ভর্তি হতে পারেন। শেকৃবিতে মাস্টার্স বা স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে নিন্মলিখিত যোগ্যতার দরকার হবে। বিভিন্ন অনুষদের ক্ষেত্রে আবেদনের যোগ্যতার ভিন্নতা রয়েছে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এমএস ,এমবিএ ও পিএইচডি কোর্স চালু রয়েছে।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি ২০২৪

শেকৃবিতে বিভিন্ন অনুষদে এমএস,এমবিএ ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি যোগ্যতা

০১। এমএস ইন কৃষি অনুষদঃ
যোগ্যতাঃ শেকৃবি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক বা সমমানের ডিগ্রী

০২। এমএস ইন এগ্রিবিসনেস অনুষদঃ 
যোগ্যতাঃ শেকৃবি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতক বা সমমানের ডিগ্রী

০৩। এমএস ইন এনিমেল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদঃ 
যোগ্যতাঃ শেকৃবি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে  BSC in VET. Science & A.H বা সমমানের ডিগ্রী

০৪। এমএস, ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সাইন্স অনুষদঃ 
যোগ্যতাঃ শেকৃবি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন ফিশারিজ বা সমমানের ডিগ্রী

০৫। এমএস ইন ফুড সেফটি
যোগ্যতাঃ শেকৃবি থেকে কৃষিতে স্নাতক বা সমমানের ডিগ্রী

০৬। এমএস ইন এগ্রিকালচার জার্নালিজম অনুষদঃ 
যোগ্যতাঃ শেকৃবি থেকে কৃষিতে স্নাতক বা সমমানের ডিগ্রী

০৭। পিএইচডি, কৃষি অনুষদঃ

  • কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক ডিগ্রী এবং থিসিস সহ কৃষিবিজ্ঞানে এম এস/ এম ফিল/ এম এস সি ডিগ্রী অথবা অন্য কোন বিশ্ববিদ্যালয় থেকে সমমানের ডিগ্রি (সংশ্লিষ্ট কমিটি কর্তৃক অনুমোদিত)
  •  স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষায় নূন্যতম দ্বিতীয় শ্রেণি অথবা সিজিপিএ ৪.০ এর মধ্যে ৩.০ হতে হবে।
  • শিক্ষকতা গবেষণা সম্প্রসারণদুই বছর চাকুরীর অভিজ্ঞতা
  • ডিগ্রী অর্জনের পর দুইটি বৈজ্ঞানিক প্রকাশনা

অথবা বিএসসি ইন এগ্রিকালচার বা সময়ে ডিগ্রিতে প্রথম শ্রেণী অথবা সিজিপিএ ৪.০ এর মধ্যে ন্যূনতম ৩.৫ এবং এম এস পরীক্ষা সিজিপিএ ৪.০ এর মধ্যে ন্যূনতম ৩.৯ ঢাকা প্রার্থীগণ সরাসরি পিএইচডি কোর্সে ভর্তি যোগ্য বলে বিবেচিত হবেন।

 

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি ২০২৪

SHERE
visa.kfplanet.com

শেকৃবিতে এমএস সীড টেকনোলজি কোর্সে ভর্তি

  • কোর্সঃ এম এস ইন  সীড টেকনোলজি
  • আসন সংখ্যাঃ ২৫ টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক/ সম্মান পাশ হতে হবে।
  • আবেদন শুরুঃ ১৫ জানুয়ারি ২০২৩
  • আবেদন পাঠানোর শেষ সময়ঃ ২৩ জানুয়ারি ২০২৩
  • ফলাফলঃ ২৭ জানুয়ারি ২০২৩

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মাস্টার্স, কৃষি বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি, কৃষি বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি তথ্য,শেকৃবিতে এমএস ভর্তি, শেকৃবিতে মাস্টার্স ভর্তি, শেকৃবিতে এমএস সীড টেকনোলজি কোর্সে ভর্তি, সীড টেকনোলজি কোর্সে ভর্তি, সীড টেকনোলজিতে ভর্তি, সীড টেকনোলজিতে মাস্টার্স,সীড টেকনোলজিতে স্নাতকোত্তর, ইন্সটিটিউট অব সীড টেকনোলজি

One thought on “শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ ( স্নাতকোত্তর কোর্স )

  1. আমি মাস্টার্স ডিগ্রী তে ভর্তি হতে চাই হেল্প মি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com