এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড চাকরি নিয়োগ ২০২৫ (জানুয়ারি আপডেট)

এসকেএফ SKF ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, ১০ জানুয়ারি ২০২৫ তারিখে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে নিচের দেয়া এসকেএফ নিয়োগ নির্দেশনা মোতাবেক Eskayef SKF ফার্মাসিউটিক্যালস চাকরি’র জন্য আবেদন করতে পারেন। এসকেএফ ফার্মা লিমিটেড SKF ফার্মাসিউটিক্যালস বাংলাদেশে পরিচালিত শীর্ষ দশটি ফার্মাসিউটিক‌্যাল সংস্থার মধ্যে একটি।

SK&F বহুজাতিক মেডিসিন কোম্পানি হয়ে বাংলাদেশে কার্যক্রম পরিচালিত করছে। কোম্পানি দক্ষ জনবলের নিয়োগ দিয়ে থাকে। এখানে আকর্ষণীয় বেতনের পাশাপাশি বিশ্বমানের কর্পোরেট সার্ভিস দিয়ে থাকে। SKF বিভিন্ন থেরাপিউটিক ওষুধ, বাল্ক প্যালেট,প্রাণী স্বাস্থ্য প্রোডাক্ট,পুষ্টি পণ্য উৎপাদন এবং মার্কেটিং এর কাজ করে যাচ্ছে। আপনি একজন স্মার্ট,সক্রিয়, গতিশীল, দক্ষ এবং একজন স্ব-প্রণোদিত চাকরি প্রার্থী বলে বিশ্বাস করেন, তাহলে ক্যারিয়ার শুরু করার জন্য Eskayef pharma নিঃসন্দেহে সেরা জায়গা হতে পারে।

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চাকরি নিয়োগ সার্কুলার ২০২৫

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, আমরা নিয়মিত আপডেট করে থাকি সুতরাং আপনি এই কোম্পানির যে কোন চাকরির তথ্য পেতে আমাদের সাইট দেখতে পারেন,সাথে আপনি আপনার ব্রাউজারে বুকমার্ক করে রাখতে পারেন। এই চাকরির জন্য যোগ্য ও অভিজ্ঞ ব্যাক্তিদের থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

Eskayef ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি বিজ্ঞান ভিত্তিক গুণমান চালিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি। SK-F মেডিসিন কোম্পানি বাইরের অনেক দেশ থেকে স্বীকৃতি পেয়েছে। এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড জব সার্কুলার 2025 এর সকল তথ্য নিম্নে প্রদান করা হল।

এসকেএফ ESKAYEF নিয়োগ বিজ্ঞপ্তি আগস্ট ২০২৫

কোম্পানির নাম এসকেএফ ফার্মাসিউটিক্যালস
চাকরীর ধরণ কোম্পানি চাকরি
চাকরীর প্রকার SK-F নিয়োগ ফুল টাইম
অবস্থান বাংলাদেশের যে কোন জায়গায়
মোট পদ অসংখ্য পদে
জেন্ডার ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে
বয়স সীমা ১৮ থেকে ৩০ বছর
সার্কুলার পাবলিশ  ১১ জানুয়ারি ২০২৫ 
সাক্ষাৎকার  ১৩-১৬ জানুয়ারি ২০২৫ 
অফিশিয়াল লিংক www.skf.com

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড জব সার্কুলার পদসমূহ 2025

পদের নামঃ মেডিকেল সার্ভিস অফিসার
যোগ্যতাঃ মাস্টার্স,গ্র্যাজুয়েট
নুন্যতম এসএসসিতে সাইন্স থাকতে হবে।
বয়সঃ ৩২ বছরের মধ্যে

Eskayef Pharmaceuticals Job Circular 2025 Image

f27fb706 476767 P 2 mr
visa.kfplanet.com

 

Source: Prothom Alo, 10 January 2025

Interview Date: 13-16 January 2025

অনান্য মেডিসিন কোম্পানি জব সার্কুলার

পদের নামঃ টেকনিক্যাল সার্ভিস’স অফিসার 

যোগ্যতাঃ মাস্টার্স,গ্র্যাজুয়েট, সাইন্স এসএসসি পর্যন্ত

বয়সঃ ৩০ বছরের মধ্যে

Click Here To View Job Circular & Apply Online

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের একটি ঔষধ কোম্পানি। ট্রান্সকম গ্রুপের একটি সিস্টার কন্সার্ন কোম্পানি। সিমেন হোসেন হলেন SK+F কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। বর্তমানে ৫৪টি দেশে ষধ কোম্পানিটি কার্যক্রম পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com