ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন (এসএমসিআইএফ) একটি প্রতিষ্ঠান। এসএমসিআইএফ এর জেলা কার্যালয়ে শুন্য পদসমুহে নিয়োগের জন্য আবেদন পত্র আহবান করা হচ্ছে। টেলিটক অনলাইনের আবেদন সাইট http://smcif.teletalk.com.bd থেকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

ক্ষুদ্র, ক্ষুদ্র ও কুটির শিল্প ফাউন্ডেশন (SMCIF) ক্ষুদ্র, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করে যাচ্ছে।  ক্ষুদ্র, ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠা,ঋণ প্রদান করে চাকরি/আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে যাচ্ছে SMCIF. দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স দিয়ে উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তির মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্পকে উৎসাহিত করা, প্রচার করা এবং সহায়তা করা তাদের মূল লক্ষ্য।

ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এক নজরে

প্রতিষ্ঠানের নামক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন
চাকরির ধরনসরকারি চাকরি
বিজ্ঞপ্তি প্রকাশ০৬ নভেম্বর ২০২৩
মোট পদ৪০ টি
কত ক্যাটাগরি০২ ধরনের
শিক্ষাগত যোগ্যতাস্নাতক, সমমানের ডিগ্রি
প্রকাশ সূত্রইত্তেফাক ১০ নভেম্বর’২২
আবেদনের মাধ্যমটেলিটক অনলাইনে
আবেদন শুরু হবে১০ নভেম্বর ২০২৩
আবেদন শেষ হবে১০ ডিসেম্বর ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইটwww.smcif.portal.gov.bd
আবেদনের লিংকhttp://smcif.teletalk.com.bd

১। পদের নামঃ ঋণ তত্ত্বাবধায়ক
মোট নিয়োগ সংখ্যাঃ ২০ জন
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক, সমমানের ডিগ্রি
বেতন স্কেলঃ ১১৩০০-২৭৩০০/- টাকা
গ্রেডঃ ১২

২। পদের নামঃ হিসাবরক্ষক- তথা কোষাধ্যক্ষ
মোট নিয়োগ সংখ্যাঃ ২০ জন
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক, সমমানের ডিগ্রি
বেতন স্কেলঃ ১১৩০০-২৭৩০০/- টাকা
গ্রেডঃ ১২

আবেদন পক্রিয়াঃ

  1. প্রথমে আবেদনের ওয়েবসাইটে যেয়ে দেখতে পারবেন Application Form (Click here to Apply Online)
  2. Apply Online এ ক্লিক করতে হবে। এরপর পদসমুহ দেখতে পারবেন।
  3. যে পদে আবেদন করবেন সে পদ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন।
  4. পুরো আবেদন ফরম দেখতে পারবেন। ভালোভাবে আবেদন ফর্মটি পড়ে পূরণ করা শুরু করবেন।
  5. সঠিকভাবে পূরণ করার পর আবেদনপত্র সাবমিট করতে হবে।
  6. এরপর ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।

Small Micro and Cottage Industry Foundation Teletalk smcif teletalk com bd

ittefaq smcif

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog