আজকের আলোচনার বিষয়বস্তু হলো সম্পর্ক সুন্দর রাখার উপায়। কে না চাই ভাল থাকতে,সুখে থাকতে। দাম্পত্য সম্পর্ক,পারিবারিক সম্পর্ক বা কর্মক্ষেত্রে সম্পর্ক সব খানেই ভাল থাকতে স্বাস্থ্য বিজ্ঞান, মানসিক স্বাস্থ্য বিজ্ঞান জানতে হবে। কিছু টিপস এর মাধ্যমে হয়ে উঠতে পারেন সবার প্রিয় ব্যাক্তি। নিচের কিছু গুরুত্বপূর্ণ টপিক প্রতিনিয়ত অনুশীলন করার মাধ্যমে সম্পর্ক সুন্দর রাখতে পারবেন। তো চলুন শুরু করা যাক Relationship Advice বিষয়ক আলোচনাঃ
সম্পর্কঃ দুই বা ততোধিক লোকের মধ্যে একটি দৃঢ়, গভীর, বা ঘনিষ্ঠ সম্পর্ক বা পরিচিতি যা স্থায়ী থেকে দীর্ঘস্থায়ী হতে পারে।যেমন,স্বামী স্ত্রী,পিতামাতা-সন্তান,বন্ধু-বান্ধবী ইত্যাদি । আর পরিচিত মানুষ বলতে গভীর বা ঘনিষ্ঠ সম্পর্কের কোন ব্যাপার নেই। তারা আপনার শুধুই পরিচিত-এটাকে হাই হেলো সম্পর্ক বলতে পারেন।
সম্পর্ক সুন্দর রাখার ১৬ টি উপায়
নিচের বিষয়গুলো খেয়াল করুন।
- মনের ক্ষোভ পুষে রাখবেন না।
- অযথা বারংবার প্রশ্ন থেকে বিরত থাকুন।
- অতীত রাগ,ক্ষোভ প্রকাশ থেকে বিতর থাকুন।
- একদম পার্সোনাল বিষয়ে নাড়ানাড়ি বন্ধ করুন।
- উৎসর্গ করুন-কাজ ভাগাভাগি করে সম্পর্ক দৃঢ় করুন।
- উৎসর্গ করুন-কখনো কেও রেগে গেলে আপনিও রাগবেন না।
- উৎসর্গ করুন -কেও অসুস্থ থাকলে আপনি তার কাজ করে দিন।
- জন্মদিন বা কোন উপলক্ষ্য ভুলবেন না, শুভেচ্ছা বা সমবেদনা জানিয়ে দিন।
- নিজের লক্ষ্য ও উদ্দেশ্য ের সাথে অন্যদের লক্ষ্য ও উদ্দেশ্যে নজর দিন।
- অসুস্থ্য হয়ে পড়লে অবশ্যই বাড়তি সেবাযত্ন নিতে ভুলবেন না।
- ভুল করলে দুঃখিত বলুন ও নিজেকে আবারো পালটে ফেলুন।
- হাতে চুম্মা ,হ্যন্ডশেক,কোলাকুলি বা আলিজ্ঞন করা।
- সম্পর্কে অবশ্যই সময় দিতে ভুলে যাবেন না।
- সম্পর্ক কখনোয় ছিন্ন করতে চাইবেন না।
- ছুটি কাটাতে চলে যান দূরে কোথাও।
- অন্যকে ক্ষমা করতে শিখুন।
সম্পর্ক সুন্দর রাখার ৫ সহজ উপায়
টিপস নাম্বার | পয়েন্ট |
০১ | সম্মান |
০২ | যোগাযোগ |
০৩ | সময় |
০৪ | আপস |
০৫ | আনুগত্য |
আজকে এ পর্যন্তই পরবর্তী পোস্টে সম্পর্ক সুন্দর রাখার উপায় -Relationship Advice সম্বন্ধে আরো জানবো।