টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ স্রেডা দেশের নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন প্রসার জ্বালানির দক্ষ ব্যবহার ও উন্নয়ন জ্বালানি সাশ্রয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ এবং নতুন সম্ভাবনাময় টেকসই জ্বালানীর ক্রমাগত অনুসন্ধানে সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে আগামী প্রজন্মকে উৎসাহিত করার জন্য স্রেডা কর্তৃক বিভিন্ন কার্যক্রমের অংশগ্রহণ হিসেবে এ লক্ষ্যে নিন্মোক্ত যোগ্যতা ও শর্তগুলির ভিত্তিতে ৫ম ব্যাচে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের নিকটে দরখাস অর্জন করা হচ্ছে।
স্রেডা ইন্টার্নশিপ প্রোগ্রাম বিজ্ঞপ্তি ২০২৪
আবেদনের যোগ্যতা
০১। আবেদনকারীকেঅবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
০২। যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইঞ্জিনিয়ারিং অথবা জ্বালানি বিষয়ে স্নাতক পাস করতে হবে।
০৩। অনার্স মাস্টার্স পাসের ০২ বছরের মধ্যে আবেদন করতে হবে।
০৪। ২০শে মার্চ ২০ ২৪ তারিখ বা তৎপূর্বে অনার্স, মাস্টার্স ডিগ্রির ফলাফল প্রকাশিত হয়েছে তারা আবেদনের যোগ্য হবেন।
আবেদনের নিয়ম
আগামী ২২ শে মার্চ ২০২৪ তারিখ সকাল ১০ হতে ২৭ শে মার্চ ২০২৪ তারিখ দুপুর ১২ টা পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যাবে। সরাসরি বা ডাকযোগে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে। অনলাইনে এপ্লিকেশন ফর্মে পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে। অবতীর্ণ প্রার্থীগণকে পরীক্ষা সম্পন্নের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।