ভোকেশনাল এসএসসি নবম শ্রেণীর রেজাল্ট ২০২৪ চ্যালেঞ্জ করতে চাচ্ছেন? KFPlanet পোর্টাল থেকে চেক করতে পারেন ভোকেশনাল নবম শ্রেণীর রেজাল্ট পুনঃনিরীক্ষণ করবেন যেভাবে তার বিস্তারিত নিচে দেয়ে হয়েছে।
কারিগরি এসএসসি-দাখিল ফলাফল ২০২৪ প্রকাশ হয় ২৪ জানুয়ারিতে। আবেদন শুরু হবে হবে ৩০ জানুয়ারি আর চলবে ০৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। ভোকেশনাল নবম শ্রেণীর বোর্ড চ্যালেঞ্জ ২০২৪ দেয়া হবে ফেব্রুয়ারি মাসে।
ভোকেশনাল নবম শ্রেণীর বোর্ড চ্যালেঞ্জ ২০২৪
কারিগরি শিক্ষা বোর্ডের নবম শ্রেনির এসএসসি-দাখিল ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২৪ এর নোটিশ দিয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ভোকেশনাল নবম শ্রেণীর বোর্ড চ্যালেঞ্জ পিডিএফ আকারে নোটিশ আপলোড করা হয়। অনেকে ডাউনলোড করতে পারেন না কিংবা দেখতে পারেন না।
কারিগরি বোর্ডের নবম শ্রেনির ফলাফল পুনঃনিরীক্ষণ প্রকাশের আগে ও পরে বেশিরভাগ শিক্ষার্থী ও তাদের অভিভাবক ফলাফল পেতে খুব আগ্রহী হয়ে ওঠে। এজন্য আমাদের ওয়েবসাইটে PDF সহ আপডেট করা হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের নবম শ্রেনির পুনঃনিরীক্ষণ করবেন কিভাবে?
RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড
উদাহরণঃ কারিগরি বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় ২৫৯৬৬৩ তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSC<স্পেস>Tec<স্পেস>259663<স্পেস>1912
এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।
- প্রতিটি পত্রের জন্য আপনাকে ১৫০ টাকা হাড়ে ফি প্রদান করতে হবে।
SSC/Dakhil Vocational Class 9 Board Challenge 2024
ভোকেশনাল নবম শ্রেণীর বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৪
ভোকেশনাল নবম শ্রেণীর বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৪ কবে দিবে?
ফেব্রুয়ারি ২০২৪ তারিখে কারিগরি শিক্ষা বোর্ডের নবম শ্রেনির এসএসসি ভোকেশনাল রেজাল্ট 2023 দিবে।