এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ করবেন যেভাবে! এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৪ প্রকাশিত হয়েছে ১২ মে। কিন্তু যাদের ফলাফল আশানুরুপ হয়নি তারা এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ বা বোর্ড খাতা চ্যালেঞ্জ করে আবেদন করতে পারেন। কিন্তু অনেকেই জানেন না কিভাবে তাদের এসএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ করতে হয়।

খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু হবে ১৩ মে থেকে চলবে ১৯ মে ২০২৪ তারিখ পর্যন্ত। কিভাবে বিষয়ভিত্তিক এসএসসি বোর্ড চ্যালেঞ্জ বা খাতা চ্যালেঞ্জ এর জন্য আবেদন করতে হয়?  নিচে বিস্তারিত এয়ে যাবেন।

এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২৪

২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া ১৩-০৫-২০২৪ তারিখ থেকে ১৩-০২-২০২৪ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। 

রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অনেকে ভাল ফলাফল করেছে আবার অনেকেই কাঙ্খিত ফলাফল করতে ব্যর্থ হয়েছে। এসএসসি পরীক্ষার কোন বিষয়ের রেজাল্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেন তবে ফলাফল পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন।

আবার অনেক সময় বিভিন্ন কারনে এসএসসি পরীক্ষার রেজাল্ট আসে না অথবা ভূল আসে তাদের জন্য পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ করার সুযোগ থাকে।

এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ সকল বোর্ড

SSC পরীক্ষার রেজাল্ট দেয়ার পর স্ব স্ব বোর্ডের নোটিশ দেয়া হয়। এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করার জন্য করার জন্য শিক্ষার্থীর পাবলিক পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, যে বিষয়ের খাতা বা রেজাল্ট চ্যালেঞ্জ করবেন সে বিষয়ের সাবজেক্ট কোড লাগবে। এছাড়া একটি টেলিটক সিম ও সিমে পর্যাপ্ত ব্যালেন্স করতে হবে।

রেজাল্ট দেওয়ার পরদিন থেকে পরবর্তী ৭ দিন আপনি খাতা বা রেজাল্ট চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন। এসএসসির আরো ভালো ফল প্রত্যাশীরা কিভাবে এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ করবেন?  চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক ধাপ সমূহঃ

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

মোবাইল এর ম্যাসেজ অপশনে গিয়ে লিখবেনঃ 

RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড

উদাহরণঃ যশোর বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় ২৫৯৬৬৩ তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101

এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ

RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101,107

এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১২৫ টাকা করে চার্জ করা হবে।

ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর মাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ

RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)

উদাহরণঃ ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ

RSC<স্পেস>YES<স্পেস>12345<স্পেস>01913XXXXXX

ব্যাস উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বিঃদ্রঃ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়/বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ধর্ম ও নৈতিক শিক্ষা – এ সকল বিষয়ে আবেদন করার প্রয়োজন নেই।

এসএসসির খাতা কল করে চ্যালেঞ্জ করার নিয়ম

ssc result 2024
visa.kfplanet.com

এসএসসি ফলাফল কারিগরি শিক্ষা বোর্ড চ্যালেঞ্জ

7545

এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৪ 

ক্লিক করলেই পিডিএফ ফাইল পেয়ে যাবেন। 

  1. বরিশাল বোর্ডের এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৩ ডাউনলোড করুন
  2. চট্টগ্রাম বোর্ডের এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৩ – দেখুন ও ডাউনলোড করুন
  3. সিলেট বোর্ড এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৩ ডাউনলোড করুন
  4. কুমিল্লা বোর্ড এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৩ ডাউনলোড করুন
  5. মাদ্রাসা বোর্ড দাখিল ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৩ ডাউনলোড করুন
  6. ঢাকা বোর্ড এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৩ ডাউনলোড করুন
  7. দিনাজপুর বোর্ড এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৩ ডাউনলোড করুন
  8. রাজশাহী বোর্ড এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৩ ডাউনলোড করুন
  9. কারিগরী বোর্ড এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৩ ডাউনলোড করুন
  10. যশোর বোর্ড এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৩ ডাউনলোড করুন
  11. ময়মনসিংহ বোর্ড এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৩ ডাউনলোড করুন

 

2 thoughts on “এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ করবেন যেভাবে! এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

  1. আর্টিকেলটি ছোটই তারপরেও দ্বিতীয় পজিশনে। যাইহোক পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং গুছালো আলোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com