এসএসসি ভোকেশনাল ফরম ফিলাপ করার নিয়ম গুলি তুলে ধরব আমাদের ওয়েবসাইটে। সংশ্লিষ্ট সকলের জন্য জানানোর যাচ্ছে যে অত্র বোর্ডের এসএসসি ( ভোকেশনাল ) ও দাখিল ( ভোকেশনাল ) পরীক্ষা ২০২৪ Online এ TC , PC নম্বর প্রেরণ, ফরম পূরণ, প্রয়োজনীয় ফি ইত্যাদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড জমা দেওয়ার তারিখ ও নিয়মাবলী আলোচনা করা হয়েছে। যে সকল শিক্ষার্থী ভোকেশনাল এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করতে চান তারা আমাদের লেখাটি মনোযোগ সহকারে পড়তে পারেন।
এসএসসি ভোকেশনাল ফরম ফিলাপ শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে চলবে ১৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত। মনে রাখতে হবে অনলাইনে TC, PC নম্বর প্রেরণ না করা থাকলে অনলাইনে ফরম ফিলাপ করতে পারবেন না।
এসএসসি ভোকেশনাল ফরম ফিলাপ করার নিয়ম (পরীক্ষা ২০২৪)
এসএসসি ভোকেশনাল ফরম ফিলাপ করার নিয়ম (পরীক্ষা ২০২৪) আজ আমাদের আলোচ্য বিষয়।বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি-দাখিল ভোকেশনাল পরীক্ষার ফরম ফিলাপ প্রক্রিয়া শুরু হয়েছে। বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে ফরম পূরণের সময়সূচি ও পরীক্ষার ফি নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভোকেশনাল পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়সূচি ও ফি এর হার সম্পর্কে জানুন।
এসএসসি ভোকেশনাল ফরম পুরন ২০২৪ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ
Online এ TC, PC নম্বর Entry | ০৪/০৯/২০২৪ খ্রিঃ হতে ১৪/০৯/২০২৪ খ্রিঃ |
Online এ Form Fill up করা যাবে | ১০/০৯/২০২৪ খ্রিঃ হতে ২৪/০৯/২০২৪খ্রিঃ |
বিলম্ব ফি সহ Online এ Form Fill up করা যাবে | ২৫/০৯/২০২৪ খ্রিঃ হতে ২৭/০৯/২০২৪ |
Online এ Form Fill up করা যাবে প্রতিষ্ঠান জরিমানা সহ ২৮০০ | ২৮/০৯/২০২৪ খ্রিঃ হতে ০৭/১০/২০২৪ খ্রিঃ |
Online এ Form Fill up করা যাবে প্রতিষ্ঠান জরিমানা সহ ৪৩০০ | ০৮/১০/২০২৪ খ্রিঃ হতে ১৩/১০/২০২৪ খ্রিঃ |
সোনালি সেবার মাধ্যমে Form Fill up করা যাবে | ১৬/০৯/২০২৪ খ্রিঃ হতে ১৯/১০/২০২৪ খ্রিঃ |
ফরম পূরণের বোর্ডের নির্ধারিত টাকা
পরীক্ষার ফি | ৭৫০ |
নম্বর পত্র ফি | ৮০ |
সনদপত্র ফি | ১০০.০০ |
বাস্তব প্রশিক্ষণ ফি | ১৫০ |
সংযোগরক্ষাকারী ফি প্রেযোজ্য ক্ষেত্রে) | ৩০০.০০ |
বিলম্ব ফি (প্রযোজ্য ক্ষেত্রে) | ৩০০.০০ |
ব্যাবহারিক পরীক্ষার ফি | ২০০ |
ফরম পূরণের কেন্দ্রের ফি
কেন্দ্রফি | ৫০০.০০ |
ব্যাবহারিক কেন্দ্র ফি | ১৫০.০০ |
ব্যাবহারিক পরীক্ষার ফি ৭ বিষয় (এচ্ছিক বিষয় সহ)/প্রতি বিষয় ২৫/-হারে | ১৭৫.০০ |
বিশেষ নির্দেশাবলী:
- TC, PC, PF, IA নম্বরের হার্ড কপি বোর্ডে জমা দিতে হবেনাকিন্তু প্রতিষ্ঠান সংরক্ষণ করবে।
- “মান উন্নয়ন” পরীক্ষার্থী হিসাবে শুধুমাত্র ২০২৪ সনে উত্তীর্ণ শিক্ষার্থী মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে, তাদের নিয়মিত পরিক্ষার্থীর মতই পরীক্ষার ফি প্রদানসহ দশম শ্রেণির লিখিত ও ব্যাবহারিক সকল বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- এক্ষেত্রে স্বাভাবিক ফি-এর অতিরিক্ত ৫০০.০০ (পাঁচশত) টাকা মান উন্নয়ন ফি প্রদান করতে হবে। মান উন্নয়নের আবেদনের হার্ডকপি আলাদা ভাবে ২৩/০৯/২০২৪খ্রিঃ তারিখের মধ্যে ভোকেশনাল শাখায় জমা দিতে হবে।
- প্রতিবন্ধী পরীক্ষার্থী অংশগ্রহণের ক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে Admit Card পাওয়ার পর ১০ মিনিট/ঘন্টা হারে সময় বৃদ্ধি করে পরীক্ষায় অনুমতিপত্র এবংপ্রযোজ্য ক্ষেত্রে শুতি লেখকের অনুমতিপত্র বোর্ডের ভোকেশনাল শাখা হতে গ্রহণ করতে হবে।
- কেন্দ্রকে প্রতিদিনের অনুপস্থিত ও বহিষ্কার শিক্ষার্থীর তথ্য অন-লাইনে এন্ট্রি করতে হবে।
- ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার ১০ দিনের মধ্যে রোলের ক্রমানুসারে সাজিয়ে হাজিরা সীট, শিরোনামপন্র ও অনুপস্থিত তালিকার হার্ড কপি বোর্ডের ভোকেশনাল শাখায় জমা দিতে হবে।
আমি ২০২৪ সালে এসএসসি পরীক্ষার ফরম করিনাই আর করা যাবে
যোগাযোগ করে দেখেন, আপনার কলেজের সাথে।