শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সিলেট জেলায় স্থাপিত হয় ১৯৮৬সালে। এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার মধ্যে একটি অন্যতম। এটি একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এটি ইংরেজি মাধ্যমে পরিচালিত হয় । এই অনুচ্ছেদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ১৯৯৬-৯৭ সেশন থেকে আমেরিকান সেমিস্টার পদ্ধতি প্রবর্তন করে। এই বিশ্ববিদ্যালয়টি সংক্ষেপে শাবিপ্রবি বা সাস্ট বলে থাকে। বিভিন্ন অলিম্পিয়াড সহ সাহিত্য ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে অনেক গৌরব অর্জন করেছে । যে সব শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী তাদের সুবিধার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য সহ সকল গুরুত্ব পূর্ণ তথ্য তুলে ধরব।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। সকল মেধাবী শিক্ষার্থীর আগ্রহ থাকে ভাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে জীবন কে সুন্দরভাবে গড়ে তুলতে। বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য নিচে তুলে ধরা হল

শাবিপ্রবি ভর্তির গুরুত্ব পূর্ণ তথ্য সমূহঃ

ভর্তি আবেদন শুরুঃ ২১ নভেম্বর ২০২৩

আবেদনের শেষ তারিখঃ ০৩ ডিসেম্বর ২০২৩

আবেদনের লিংকঃ admission.sust.edu

ভর্তির আবেদন ফিঃ ৬৫০ টাকা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৩
visa.kfplanet.com

শাবি ভর্তির যোগ্যতাঃ ২০২৩-২০২৩ শিক্ষাবর্ষে GST গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাধ্যতামূলক অংশগ্রহন করতে হবে।

শাবি ভর্তি নির্দেশিকার ভর্তির যোগ্যতাঃ

  • আবেদনকারীকে অবশ্যই এসএসসি পরীক্ষা 2023 সালে পাশ হতে হবে ।
  • এইচএসসি পরীক্ষা 2023 সালে উত্তীর্ণ হতে হবে।
  • এসএসসি বা সমমান পরিক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫০ (চতুর্থ বিষয় ব্যতীত) জিপিএ থাকতে হবে।
  • এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৭.০০ থাকতে হবে                     (চতুর্থ বিষয় ব্যতীত)
  • বিজ্ঞান শাখা ব্যতীত সকল শিক্ষার্থী এ-ইউনিটে অনন্য শাখায় ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
  • বিজ্ঞান শাখা থেকে এ-ইউনিট, বি-ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন ।

 

SUST ইউনিট বিস্তারিতঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইটি ইউনিট  আছে ,

১- A ইউনিট

২-B ইউনিট

A ইউনিটে যে সব ছাত্রছাত্রি আবেদন করতে পারবেনঃ বিজ্ঞান, বাণিজ্য, মানবিক

B ইউনিটে যে সব ছাত্রছাত্রি আবেদন করতে পারবেনঃ  বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারবেন ।

B ইউনিটের আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে,  B1 ইউনিট সকল ইঞ্জিনিয়ারিং বিষয় এর জন্য, B2 ইউনিট আর্কিটেকচার এর জন্য।

ইউনিট গুলির ফরমের মূল্যঃ

                              A ইউনিট                       ৮৫০ টাকা
                             B1 ইউনিট                       ৮৫০ টাকা
                             B2 ইউনিট                       ৯৫০ টাকা

SUST বিভাগ সমূহে আসন সংখ্যাঃ 

A ইউনিটঃ   মানবিক- ৩১০, বাণিজ্য- ৮৩, বিজ্ঞান- বিজ্ঞান-২২০

B1 ইউনিটঃ আসন সংখ্য -৯৫০

B2 ইউনিটঃ আসন সংখ্যা- ৪০

B ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ শিক্ষার্থী আবেদন করতে পারবেন

সংরক্ষিত আসন 

  • ক্ষুদ্র নৃগোষ্ঠী ২৮
  • মুক্তিযোদ্ধার সন্তান ২৮
  • পোষ্য ১৬
  • প্রতিবন্ধী ১৪
  • বিকেএসপি ৬

সকল ভর্তি পরীক্ষার মানবন্টন

A ইউনিট- বিজ্ঞান বিভাগ

  • ইংরেজি-২০
  • বাংলা-১০
  • পদার্থবিজ্ঞান-১০
  • গণিত/জীববিজ্ঞান-১০
  • রসায়ন-১০
  • বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি-১০
  • রেজাল্টঃSSC+HSC=১৫+১৫=৩০

মোট ১০০ নম্বর

সময় ১ঘন্টা ৩০ মিনিট

A ইউনিটবাণিজ্য বিভাগের জন্য

  • ইংরেজি-২০
  • বাংলা-১০
  • মাধ্যমিক পর্যায়ের গণিত-১০
  • হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসংগ-৩০

মোট ১০০ নম্বর

সময় ১ঘন্টা ৩০ মিনিট

A ইউনিট- মানবিক বিভাগ

  • ইংরেজি ২০
  • বাংলা ১০
  • মাধ্যমিক পর্যায়ের গণিত-১০
  • অর্থনীতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, ইতিহাস ও ইসলামের ইতিহাস, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়-৩০
  • রেজাল্টঃSSC+HSC=১৫+১৫=৩০

মোট ১০০ নম্বর

সময় ১ঘন্টা ৩০ মিনিট

B ইউনিট 

B1 ইউনিট

  • ইংরেজি -১০
  • পদার্থ- ২০
  • রসায়ন -২০
  • গণিত -২০
  • রেজাল্টঃSSC+HSC=১৫+১৫=৩০

মোট ১০০ নম্বর

সময় ১ঘন্টা ৩০ মিনিট

B2 ইউনিট

  • ইংরেজি -১০
  • পদার্থ- ২০
  • রসায়ন -২০
  • গণিত -২০
  • ড্রইং ও স্থাপত্য বিষয়ে সাধারণ জ্ঞান-৩০

মোট ১০০ নম্বর

সময় ২ঘন্টা ৩০ মিনিট

  • বিজ্ঞান বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীরা A ও B দুইটি ইউনি্টেই আবেদন করতে পারবেন।
  • কেউ চাইলে শুধু বি -১ এ এক্সাম দিতে পারবে কিংবা চাইলে বি-২ সহ এক্সাম দিতে পারবে।
  • ডিপ্লোমা পাস করা শিক্ষার্থী রা এক্সাম দিতে পারবে |

Uhcviwn

D6VOk5G

0DYUo8E

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিট সমূহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়সমূহ,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com