Skip to content

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি রেজাল্ট ২০২৩-২০২৪ (Published Now)

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবিতে অনেক ছাত্রছাত্রী এইচএসসি পরিক্ষা দিয়ে থাকে। আপনারা যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পরিক্ষা দিয়েছেন। অর্থাৎ ২০২৩ সালের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারাএইচ এস সি পরীক্ষার ফলাফলসহ যাবতীয় তথ্য জানতে পারবেন।

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচ এস সি রেজাল্ট 2023 মার্কশিটসহ সম্পূর্ন সহজ পদ্ধতিতে ডাউনলোড করতে পারবেন। সাধারনত দেখা যায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রেজাল্ট প্রকাশের দিন অনেক বেশি উদগ্রীব হয়ে উঠে রেজাল্ট জানার জন্য।

    কোথায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পাওয়া যাবে? কিভাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ডাউনলোড করা যাবে? সকল উত্তর দেয়া হয়েছে আমাদের পোস্টে।

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচ এস সি রেজাল্ট ২০২২-২০২৩

    আপনি কি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পরিক্ষা দিয়েছেন?  আপনি যদি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ফলাফল প্রত্যাশী হয়ে থাকেন তাহলে আপনি সঠিক যায়গায় ই এসেছেন। আপনি এখান থেকে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল সালের, সকল প্রোগ্রামের বাউবি রেজাল্ট দেখতে পারবেন। আজকে আপনাদের সামনে বাউবি এইচএসসি সংক্রান্ত সকল তথ্য উপস্থাপন করব।

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধীনে ঢাকা, কুমিল্লা,  চট্টগ্রাম,  সিলেট,  রাজশাহী,  বগুড়া , রংপুর,ময়মনসিংহ, যশোর,  খুলনা, বরিশাল ও ফরিদপুরের আঞ্চলিক কেন্দ্র থেকে পরীক্ষায় অনেক শিক্ষার্থী অংশ গ্রহণ করেছিল। বাউবি এইচএসসি ফলাফল কয়েকটি পদ্ধতিতে দেয়া যায়। আপনি ফোনের এসএমএস করে ও অনলাইনে নিদিষ্ট লিংকে ক্লিক করে রেজাল্ট দেখতে পারবেন। চলুন বিস্তারিত তথ্য গুলি আপনাদের সামনে তুলে ধরি।

    bou hsc result 1

    বাউবি এইচএসসি রেজাল্ট তথ্য

    শিক্ষা প্রতিষ্ঠানবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    পরীক্ষার রেজাল্টএইচএসসি বা উচ্চ মাধ্যমিক
    পাশের সন২০২৩
    পাসের হার৬২.৯৬%
    বর্ষ১ম ও ২য়
    মোট পরীক্ষার্থী৪১,৬৬৩
    মোট পাস২৬,২২৯ জন

    বাউবি এইচএসসি ফলাফলের পরিসংখ্যান

    bou hsc result 2

    bou hsc result 3

    bou hsc result 4

    বাউবি এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখবেন যেভাবে

    বাউবি এইচএসসি রেজাল্ট অনেক শিক্ষার্থী জানতে অধীর আগ্রহে থাকে। রেজাল্ট দেওয়ার সাথে সাথে সবাই  চাই আগে রেজাল্ট জানতে। তাই আপনাদের জন্য আমরা অনেক বেশি চেষ্টা করি যেন অতি দ্রুত আপনি রেজল্ট হাতে পেয়ে যান। দুটি পদ্ধতিতে রেজাল্ট পেতে পারেন।

    মোবাইলে SMS এর মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচ এস সি রেজাল্ট ২০২৩ 

    আপনার কাছে কোন মোবাইল ফোন থাকে, তবে আপনি খুব সহজে রেজাল্ট জানতে পারবেন।

    • আপনার মুঠোফোন থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচ এস সি রেজাল্ট জানতে, প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশন ওপেন করুন।
    • তারপর লিখুন BOU < space > Student Id Number, তারপর মেসেজ টি পাঠিয়ে দিন 2777 এই নাম্বারে।
    • উদাহরণঃ BOU 01223708010 > send to 2777 (বাংলালিংক ছাড়া যে কোন অপারেটর এর নাম্বার থেকে)BOU 08022371001 > send to 2700 ( শুধু মাত্র বাংলালিংক অপারেটর এর নাম্বার থেকে)

    মোবাইল থেকে ফলাফল পেতে মেসেজ অবশ্যই ইংরেজি অক্ষরে লিখতে হবে এবং শিক্ষার্থীর আইডি মাঝে কোন স্পেস বা – (চিহ্ন) দেয়া যাবে না।

    অনলাইনে বাউবি এইচএসসি রেজাল্ট দেখুন

    বাউবি এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ দেখতে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ওয়েবসাইট https://result.bou.ac.bd তে যান। তারপর ফলাফল পৃষ্ঠায় অনুসন্ধান Box Drop Down তালিকা থেকে পরীক্ষার নাম হিসাবে HSC নির্বাচন করুন। এবং অনুসন্ধান বাক্সে আপনার ID নম্বর রাখুন এবং Show Result বোতামটি ক্লিক করুন।

    এভাবে আপনি আপনার HSC Result দেখতে পাবেন। অনলাইনে রেজাল্ট দেখার সাথে সাথে মার্কশীট ও তুলতে পারবেন। ফলে আপনি যদি মার্কশীট তুলতে চান তবে অনলানে রেজাল্ট দেখা আপনার জন্য অনেক ভাল হবে।

    BOU Examination Record result bou ac bd

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচ এস সি রেজাল্ট পুনঃনিরীক্ষণ 

    Student Challenge Result exam bou ac bd

     

    HSC BOU

     

    12 thoughts on “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি রেজাল্ট ২০২৩-২০২৪ (Published Now)”

    1. আজ বাউবি এইচএসসি রেজাল্ট ২০২২/২০২৩ প্রকাশ করা হবে নাকি।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com