ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ [US-Bangla Airlines Jobs]

ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪: বাংলাদেশের বেসরকারী বিমান সংস্থা ইউ-এস বাংলা এয়ারলাইন্স। সম্প্রতি বিভিন্ন পদে ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বিমান বন্দরে ও বিমানের চাকরি আকর্ষণীয় বটে,ফলে আপনি আগ্রহী ও যোগ্য হয়ে থাকলে আবেদন করতে পারেন।
ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ সার্কুলারে দেয়া নির্দেশনা অনুসরণ করতে হবে। আর অনলাইনে আবেদন করতে হবে আগামী ৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে। পদভেদে আবেদনের সময়সীমার ভিন্নতা রয়েছে। প্রত্যেক পদের আবেদনের জন্য লিংক নিচে দেয়া হয়েছে। 

ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

চাকরির ধরন বেসরকারি এয়ারলাইন্সে চাকরি  
বেসরকারি এয়ারলাইন্সের নাম US Bangle Airlines,Bangladesh 
মোট পদ অসংখ্য পদে
শিক্ষাগত যোগ্যতা এসএসসি,এইচএসসি,স্নাতক বা সমমান
অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর
মাসিক বেতন ১৮,০০০/- ৩০,০০০/-  ৪০,০০০/- 
কর্মস্থল হবে অফিস
আবেদনের মাধ্যম অনলাইনে
আবেদনের শেষতারিখ ৩০ নভেম্বর ২০২৪
ইউএস বাংলার ওয়েবসাইট https://usbair.com

ইমেজ আকারে ইউএস বাংলা এয়ারলাইন্স জব সার্কুলার 2024  

US Bangla Airlines
visa.kfplanet.com

US-Bangla Airlines (Cabin Crew) Job Circular 2024

s0nP7HW

1 Link) Check US-Bangla Group all Circular & Apply Online here

2 Link ) Check US Bangla Airlines all Job Circular & Apply Online here

3 Link ) Click Here To View Job Circular & Apply Online

পদের নামঃ ম্যানেজার কার্গো সেলস ০১টি
শিক্ষাগত যোগ্যতাঃ ব্যাচেলর ডিগ্রি
অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট বিষয়ে নুন্যতম ০৮ বছরের অভিজ্ঞতা
বেতন ও অন্যান্য সুবিধাঃ আলোচনা সাপেক্ষে
আবেদন করার পক্রিয়াঃ অনলাইনে

পদের নামঃ ক্যাপ্টেন (বোয়িং) ০১টি
শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ডিগ্রি
অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট বিষয়ে নুন্যতম ০১ বছরের অভিজ্ঞতা
বেতন ও অন্যান্য সুবিধাঃ আলোচনা সাপেক্ষে
আবেদন করার পক্রিয়াঃ অনলাইনে

পদের নামঃ ক্যাপ্টেন (Dash-8) ০১টি
শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ডিগ্রি
অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট বিষয়ে নুন্যতম ০১ বছরের অভিজ্ঞতা
বেতন ও অন্যান্য সুবিধাঃ আলোচনা সাপেক্ষে
আবেদন করার পক্রিয়াঃ অনলাইনে

ইউএস বাংলা এয়ারলাইন্স ড্রাইভার নিয়োগ ২০২৪

পদের নামঃ এম.টি. অপারেটর (ড্রাইভার) ৩০ টি

প্রয়োজনীয় যোগ্যতাঃ
  • প্রার্থীদের অবশ্যই বিআর টিএ থেকে বৈধ পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
  • প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট থাকতে হবে
  • প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান/কমিশনারের প্রত্যয়ন পত্র থাকতে হবে
  • চোখের দৃষ্টি ভালো হতে হবে
শিক্ষাগত যোগ্যতাঃ
এস এস সি বা সমমান। যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য
অভিজ্ঞতাঃ
  • এম.টি. অপারেটর হিসেবে যে কোন এয়ারলাইন্সে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে
  • কমপক্ষে পাঁচ বছরের ভারী গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধাঃ
  • মাসিক ২০,০০০/- টাকা হালকা (ভারী ২৫,০০০)
  • ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে
  • উৎসব ভাতা ও অন্যান্যঃ কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে
আবেদন করার পক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীদেরকে পুর্নাঙ্গ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট এর কপি সহ
এইচ আর ডিপার্টমেন্ট,
ইউ-এস বাংলা এয়ারলাইন্স লিমিটেড,
সপ্তম তলা, বাসাঃ ০১, রোডঃ ০১, সেক্টরঃ ০১, ঢাকা-১২৩০, উত্তরা
বরাবর এই ঠিকানায় আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন করতে পারবেন ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত

7 thoughts on “ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ [US-Bangla Airlines Jobs]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com