২৫২৪ পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ!

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর DLRS তে ১৪ ধরনের ২৫২৪ টি শুন্য পদে দেশি নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি পড়ুন (সকল দপ্তর)।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আগ্রহী চাকরী প্রার্থীদের ২৭ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ০৬ অক্টোবর ২০২৪ তারিখে। আবেদন ফি ১১২,২২৩ টাকা। 

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠান টাইপসরকারি অধিদপ্তর
কোন ধরনের চাকরি?সরকারি চাকরি ফুলটাইম
জব পোস্টিংঢাকা
জব প্রকাশ০২ অক্টোবর ২০২৪
প্রকাশ সুত্রজাতীয় দৈনিক পত্রিকা
মোট শূন্য পদ২৫২৪ টি
আবেদনের মাধ্যমঅনলাইনে
আবেদন ফি১১২,২২৩ টাকা
আবেদনের লিংকdlrs.teletalk.com.bd
আবেদন শুরু০৬/১০/২৪
আবেদনের শেষসীমা২৭/১০/২৪
অফিশিয়াল ওয়েবসাইটhttp://www.dlrs.gov.bd

আবেদন ফি: ০১ থেকে ১২ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, এবং ১৩ ও ১৪ নং পদের জন্য ১১২ টাকা জমা দিতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

Vumi Record o Jorip Odhidoptor Job Circular 2024

ee1cff29 471311 P 4 mr

Application Deadline: 27 October 2024

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ আবেদনের পদ্ধতি

ভূমি রেকর্ড ও জরিপ চাকরির জন্য আবেদন করতে dlrs.teletalk.com.bd এর মাধ্যমে আপনার অনলাইন আবেদন জমা দিন। অনলাইনে dlrs.teletalk.com.bd সাইটের মাধ্যমে আবেদনের জন্য আপনার সদ্য তোলা রঙিন ছবি এবং স্বাক্ষরের ছবি আপলোড করতে হবে।

Vumi Record o Jorip Odhidoptor আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে

  • প্রথমত, LRB teletalk com bd ওয়েবসাইট ভিসিট করুন: dlrs.teletalk.com.bd
  • অনলাইন এপ্লিকেশন থেকে “আবেদন ফর্ম” এ ক্লিক করুন।
  • আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
  • “পরবর্তী” বাটনে ক্লিক করুন।
  •  alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে, “হ্যাঁ” নির্বাচন করুন। অন্যথায়, “না” নির্বাচন করুন।
  • এখন DLRS চাকরির আবেদনপত্র খুলবে।
  • আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন এবং পরবর্তী ধাপে যান।
  • আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ফটো আপলোড করুন।
  • তারপর “আবেদন জমা দিন” বোতামে ক্লিক করুন।
  • DLRS আবেদনকারীর কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিন।

আবেদন ফি প্রদানের পদ্ধতি

আবেদনকারীরা DLRS  অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড সিম থেকে মাত্র 2টি SMS পাঠিয়ে DLSR চাকরির আবেদনের ফি পরিশোধ করতে পারবেন। আবেদন ফি পরিশোধ করতে নিচের এসএমএস ফরম্যাট অনুসরণ করুন।

  1. ডাউনলোডকৃত আবেদনকপিতে একটি ইউজার আইডি দেখতে পারবেন। সেটি ব্যাবহার করে টেলিটক প্রিপেইড এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
  2. আবেদন ফি জমা দেয়ার জন্য আপনাকে দুটি এসএমএস করতে হবে।
  3. টেলিটকের সার্ভিস চার্জসহ পদভেদে ১১২/- ২২৩/- টাকা আবেদনপত্র সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
  4. অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
  5. প্রথম SMS:  DLRS<Space> USER ID লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে।
  6. ঠিকঠাক হলে আবেদন ফি কেটে নিয়ে PIN নাম্বারসহ রিপ্লায় এসএমএস করা হবে।
  7. দ্বিতীয় SMS:  DLRS<Space> PIN লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে।
    আবেদন ফি সফলভাবে জমা দেয়ার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়া হবে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ প্রবেশপত্র ডাউনলোড

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড করার জন্য  DLRS এর অফিশিয়াল ওয়েবসাইট, টেলিটকের আবেদনের ওয়েবসাইট ও জাতীয় পত্রিকায় নোটিশ প্রদান করা হবে।

তবে প্রাথমিক আবেদন করার পর শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। আবেদন করার সময় আপনার মোবাইল নম্বরটি সব সময় অন রাখতে হবে এবং সকল নোটিশ মেসেজ পড়তে হবে ও অনুসরণ করতে হবে।

ভূমি রেকর্ড ও জরিপ নিয়োগ পরীক্ষার সময়

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, প্রবেশপত্র, সিট প্ল্যান ও অনান্য তথ্য DLRS এর অফিশিয়াল ওয়েবসাইট, টেলিটকের আবেদনের ওয়েবসাইট ও জাতীয় পত্রিকায় নোটিশ প্রদান করা হবে। সাধারণত পরীক্ষা হয়ে থাকে যে কোন শুক্রবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog