Skip to content

সকল বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২৪ [এসএসসি পরীক্ষার ফলাফল 2023 দেখুন!]

    এসএসসি রেজাল্ট ২০২৩ (সকল শিক্ষা বোর্ডের ফলাফল) পোস্টে আপনাকে স্বাগতম, আগামী ২৮ জুলাই বেলা ১১ টার পর প্রকাশ করা হবে মাধ্যমিক বা এসএসসি রেজাল্ট 2023. একইসাথে মাধ্যমিক ফলাফল সহ সমমানের দাখিল পরীক্ষার ফলাফল এবং ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার ২৮ জুলাই সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

    এসএসসির খাতা ও বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম দেখে নিন! মনের মত রেজাল্ট না হলে ফলাফল পুনঃনিরীক্ষণ করুন খুব সহজেই। 

    আপডেটঃ  ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮০.৩৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ০১ লাখ ৮৩ হাজার ৫০৮ জন।

    পোস্টের সূচী এক পলকে দেখুন!

    এসএসসি রেজাল্ট ২০২৩ একনজরে বোর্ড অনুযায়ী

    শুধুমাত্র এসএসসিতে ০৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার –% ও জি পি এ ৫ পেয়েছে –লাখ –হাজার জন শিক্ষার্থী। আর মাদ্রাসা বোর্ডের  দাখিল পরীক্ষার পাশের হার ৮২.২২ ও জি পি এ ৫  পেয়েছে ১৫,৪৮৭ জন শিক্ষার্থী।  কারিগরি বা ভোকেশনাল বোর্ডের পাশের হার ৮৯.৫৫ ও জি পি এ ৫  পেয়েছে ১৮ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী।

    • ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮০.৩৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ০১ লাখ ৮৩ হাজার ৫০৮ জন।
    • ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮৭.৪৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলো  ২ লাখ ৬৯ হাজার ৬০২
    • ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৯৩.৫৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলো ১ লাখ ৪৩ হাজার ৩৪০ জন
    বোর্ডের নামপাসের হার জিপিএ  
    এসএসসিতে ০৯ টি বোর্ডে–দশমিক –শতাংশ – লক্ষ –হাজার
    মাদ্রাসা বোর্ড দাখিল ৭৪ দশমিক ০৭ শতাংশ ৬,২১৩ জন
    কারিগরি বোর্ড ভোকেশনাল ৮৬ দশমিক ৩৫শতাংশ ১৮,১৪৫জন
    রাজশাহী বোর্ড৮৭.৮৯ %২৬,৮৭৭ জন
    ঢাকা বোর্ড৭৭.৫৫ %৪৬,৩০৩ জন
    যশোর বোর্ড৮৬.১৭ %২০,৬১৭ জন
    সিলেট বোর্ড৭৬.৩৬%৫৪৫২ জন
    কুমিল্লা ৭৮.৪২ %১১,৬২৩ জন
    দিনাজপুর ৭৬.৮৭ %১৭,৪১০ জন
    চট্টগ্রাম ৭৮.২৯ %১১,৪৫০ জন
    বরিশাল  ৯০.১৮ %৬,৩১১ জন
    ময়মনসিংহ
    ৮৫.৪৯ %১১,১৭৭ জন

    নাম্বার সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

     এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৩

    ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। মোট ৩ হাজার ৮১০ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ছাত্র ছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রেক্ষাপটে এসএসসি পরীক্ষার ফলাফল দ্রুত জানা পরীক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে।

    পরীক্ষার নামএসএসসি সমমান 
    এসএসসি ফলাফল প্রকাশ ২৮/০৭/২০২৩ তারিখ
    মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন
    টোটাল পাসের হার৮০ দশমিক৩৯ শতাংশ
    ছেলেরা পাস করেছে –দশমিক –শতাংশ
    মেয়েরা পাস করেছে –দশমিক –শতাংশ
    ২০২৩ সালে মোট জিপিএ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন  
    ২০২৩ সালে মোট জিপিএ ২,৬৯,৬০২ জন 
    ছাত্রীদের মোট GPA-5 – লাখ -হাজার -জন
    ছাত্রদের মোট GPA-5 -লাখ -হাজার -জন
    SSC পরীক্ষা শুরু হয়েছিলো৩০ এপ্রিল ২০২৩
    SSC পরীক্ষা শেষ হয়েছিলো২৩ মে ২০২৩
    রেজাল্ট দেখতে পারবেনঅনলাইন ও এমএসএস এর মাধ্যমে

      এসএসসি রেজাল্ট  2023 কিভাবে দেখবেন ? 

    এসএসসি শিক্ষার্থীদের প্রতি বছরেই একটি সাধারণ প্রশ্ন থাকে,কিভাবে এস এস সি রেজাল্ট  2023 দেখবো । এই পোস্টে, আমি এস এস সি ফলাফল ২০২৩ সংগ্রহ করার জন্য আপনাকে সকল সহজ ও বিকল্প পদ্ধতি দেখাবো। প্রতিটি ছাত্র ছাত্রী ও অভিভাবক দ্রুত তাদের ফলাফল সংগ্রহ করতে চায়, এই কারনে এই পোস্টটি আপনার জন্য গুরুত্বপুর্ন। এসএসসি রেজাল্ট এর জন্য নীচের পদ্ধতি অনুসরণ করুন।

        »»    এসএসসি রেজাল্ট চেক অনলাইন অফিসিয়াল পদ্ধতি ( ০১)    

    • # ধাপ ১: আপনার ব্রাউজার থেকে www.educationboardresults.gov.bd সাইটে ঢুকে পড়ুন। যেটা নতুন ট্যাবে ওপেন হবে।
      ( উপরের ছবিতে ক্লিক করার পর নতুন ট্যাব ওপেন হবে ফলে রেজাল্টের জন্য সেই ট্যাবে চলে যান)
    • # ধাপ ২:  একটু নিচের দিক এসে পরীক্ষার” বিকল্প থেকে এসএসসি / দাখিল নির্বাচন করুন।
    • # ধাপ ৩:  আপনার পরীক্ষার বছর হিসাবে 2023 সিলেক্ট করুন।
    • # ধাপ ৪:  এখন আপনার বোর্ডের নাম নির্বাচন করুন।
    • # ধাপ ৫: পরবর্তী দুটি বাক্সে আপনার এসএসসি রোল নম্বর এবং রেজিস্ট্রেশন সংখ্যা লিখুন।
    • # ধাপ ৬: নিরাপত্তা বিশিষ্ট গণিত সমাধান করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
    • # ধাপ ৭: আপনার এস  এস সি রেজাল্ট 2023  দেখাবে।

    সকল বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২৩

        »»  এসএসসি রেজাল্ট চেক 2023 অনলাইনে অফিসিয়াল পদ্ধতি ( ০২)    

    • # ধাপ ১: আপনার কম্পিউটার বা ফোনের ব্রাউজার থেকে থেকে  দেশের ওয়েব বেজড পাবলিকেশন সিস্টেম https://eboardresults.com এ ঢুকে পড়ুন।
    • # ধাপ ২: “পরীক্ষার Examination” বিকল্প থেকে এসএসসি SSC/Dakhil/ Equivalent নির্বাচন করুন।
    • # ধাপ ৩: আপনার পরীক্ষা বছর হিসাবে 2023 সিলেক্ট করুন।
    • # ধাপ ৪: এখন আপনার বোর্ডের নাম নির্বাচন করুন।
    • # ধাপ ৬:  রেজাল্ট টাইপে ইন্ডিভিজুয়াল individual অপশন সিলেক্ট করুন। ( আর যদি কোন স্কুলের সব রেজাল্ট চান তাহলে ইন্সটিটিশন বা আরো অপশন সিলেক্ট করতে পারেন)।
    • # ধাপ ৭: আপনার এস  এস সি রেজাল্ট  দেখাবে।

    এসএসসি রেজাল্ট ২০২৩

    এসএসসি পরীক্ষার গ্রেড পয়েন্ট হিসাব

    মার্কস গ্রেড পয়েন্ট জিপিএ লেটার গ্রেড 
    ০ থেকে ৩২০.০০F এফ
    ৩৩  থেকে ৩৯১.০০D ডি
    ৪০ থেকে ৪৯২.০০C সি
    ৫০ থেকে ৫৯৩.০০B বি
    ৬০থেকে ৬৯৩.৫০A- এ মাইনাস
    ৭০ থেকে ৭৯৪.০০A এ
    ৮০ থেকে ১০০৫.০০A+ এ প্লাস
    এসএসসি গ্রেডিং সিস্টেম

    »»      SSC রেজাল্ট চেকের এসএমএস পদ্ধতি  (০৩) 

    এসএমএস দ্বারা আপনার এসএসসি রেজাল্ট মোবাইল ফোন থেকে পেতে পারেন।এস  এস সি রেজাল্ট  দেখার  দ্রুত ও সহজ মাধ্যম হলো এম.এস.এস। বাংলাদেশ সব মোবাইল অপারেটর দ্রুত ডেলিভারি করে থাকে এস.এস.সির ফলাফল। প্রথমে মেসেজ অপশনে যেতে হবে এবং SSC <স্পেস> আপনার বোর্ড নাম (প্রথম তিনটি অক্ষর )<স্পেস> রোল নং <স্পেস> 2023 এএবং 16222 নম্বরে পাঠাতে হবে।

    For Example: SSC<Space>DHA<Space>153630<Space>2023 send to 16222

    আপনাদের সুবিধার্থে নিচে সংক্ষিপ্ত নাম দেয়া হলোঃ

    Dhaka Board= DHA, Barisal Board=BAR, Sylhet Board = SYL, Comilla Board = COM, Chittagong Board = CHI, Rajshahi Board = RAJ, Jessore Board = JES, Dinajpur Board = DIN, Madrasah Board = MAD, Technical Board= TEC.

    ssm ssc result

    এসএসসি/সমমানের সকল বোর্ডের নামের প্রথম তিন অক্ষর

    বোর্ডের নাম বাংলা বোর্ডের নাম ইংরেজি SMS দেয়ার জন্য তিন অক্ষর
    ঢাকা বোর্ডDhaka BoardDHA
    বরিশাল বোর্ডBarisal BoardBAR
    সিলেট বোর্ডSylhet BoardSYL
    চট্টগ্রাম বোর্ডChattagram BoardCHA
    রাজশাহী বোর্ডRajshahi BoardRAJ
    যশোর বোর্ডJashore   BoardJES
    দিনাজপুর বোর্ডDinajpur BoardDIN
    মাদ্রাসা বোর্ডMadrasah BoardMAD
    টেকনিক্যাল বোর্ডTechnical BoardTEC
    ভোকেশনালVocational education boardVOC
    উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বোর্ডBangladesh Open UniversityBOU
    ইংলিশ মিডিয়াম বোর্ডEnglish Medium boardGCE

     

    »»   বোর্ড ওয়েবসাইটের মাধ্যমে (০৪ )

    আপনি সরাসরি আপনার বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে এস.এস.সি রেজাল্ট দেখতে পারেন। সাথে সাথে মার্ক শিট ডাউনলোড করতে পারেন।  

    বোর্ড ওয়েবসাইট ব্যাবহার করে নম্বর সহ এসএসসি রেজাল্ট 2023

    বোর্ডলিংক 
    ময়মনসিংহ বোর্ডmymensingheducationboard.gov.bd
    বরিশাল বোর্ডbarisalboard.gov.bd
    চট্টগ্রাম বোর্ডhttps://bise-ctg.portal.gov.bd
    কুমিল্লা বোর্ডcomillaboard.gov.bd
    যশোর বোর্ডwww.jessoreboard.gov.bd
    রাজশাহী বোর্ডrajshahieducationboard.gov.bd
    সিলেট বোর্ডsylhetboard.gov.bd
    দিনাজপুর বোর্ডdinajpureducationboard.gov.bd
    ঢাকা বোর্ডdhakaeducationboard.gov.bd
    বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডbteb.gov.bd
    বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডbmeb.ebmeb.gov.bd

     

      »»   মোবাইল ফোনের এপস এর মাধ্যমে (০৫) 

    আপনি সরাসরি আপনার এন্ড্রয়েড ফোনের এপস এর মাধ্যমে এস এস সি ২০২৩ এর ফলাফল দেখতে পারেন।  ভালো রেটিং এর কিছু এপস এর সরাসরি ডাউনলোড এর লিংক দেয়া হলোঃ

    App Name: KFPLANET

    Apps Name: SSC Result 2023 (মার্কশীট সহ)

    »»  ফেসবুকের  মাধ্যমে (৬)

    কাঙ্ক্ষিত এসএসসি ফলাফল ফেসবুকের মাধ্যমেও পেতে পারেন সবার আগে। বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজ স্ব প্রণোদিত হয়ে ফ্রিতে শিক্ষার্থীদের চাওয়া পুরন করতে চেষ্টা করে। যেখানে বাংলাদেশের বড় বড় হ্যাকারদের পেজ ও আছে যারা সবার আগে আপনার এস এস সি রেজাল্ট দিয়ে থাকে। যদি আপনার নেট স্পিড কম থাকে বা নেট না থাকে তাহলে ফেসবুকের এই সমস্ত পেজ ও গ্রুপে  একটিভ থাকতে পারেন। ফলে সবার আগেই গত রাত বা সকালে রেজাল্ট হাতের মুঠোয় পেতে পারেন।  এমন কিছু গ্রুপ এর লিংক দেয়া হলোঃ

    সাইবার ৭১

    Bangladesh Black HAT

    »» প্রাক নিবন্ধন পদ্ধতি (০৭)   

    শিক্ষা বোর্ডগুলো আগে আগে আপনাকে রেজাল্ট দেয়ার জন্য প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। যারা নিবন্ধন রেজাল্টের আগে করে রাখবে, তারাই প্রথম দিকে ফলাফল পাবে। তবে পুর্বের মতো এসএমএস পদ্ধতি ব্যাবহার করেও রেজাল্ট দেখতে পারবেন। নতুন এই পদ্ধতিতে আপনার মোবাইল ফোনে সবার আগে ফলাফল পাওয়ার জন্য যেটি করতে হবে।

    যেকোনো অপারেটরের নাম্বার থেকে SSC Board Name (প্রথম তিন অক্ষর) স্পেস দিয়ে Roll তারপর Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি SMS জন্য ০২ টাকা চার্জ কেটে নেওয়া হবে।

    For Example: DHA<Space>153630<Space>2023 send to 16222

     

    দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৩

    # ধাপ ১ঃ উপর থেকে www.educationboardresults.gov.bd বা   https://eboardresults.com এ ঢুকে পড়ুন।
    # ধাপ ২: “পরীক্ষার Examination” বিকল্প থেকে ssc/ দাখিল Dakhil নির্বাচন করুন।
    # ধাপ ৩: আপনার পরীক্ষা বছর হিসাবে 2023 সিলেক্ট করুন।
    # ধাপ ৪: এখন আপনার বোর্ডের নাম নির্বাচন করুন।
    # ধাপ ৫:  রেজাল্ট টাইপে ইন্ডিভিজুয়াল individual অপশন সিলেক্ট করুন। ( আর যদি কোন স্কুলের সব রেজাল্ট চান তাহলে ইন্সটিটিশন বা আরো অপশন সিলেক্ট করতে পারেন)।
    # ধাপ ৬: আপনার দাখিল পরীক্ষার রেজাল্ট দেখাবে।

    এস এম এস এর মাধ্যমে দাখিল পরীক্ষার ফলাফল

    মেসেজ অপশনে গিয়ে SSC অথবা DAKHIL লিখে স্পেস দিয়ে টেকনিক্যাল শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

    উদাহরণ: টেকনিক্যাল বোর্ডের ক্ষেত্রে SSC TEC 123456 2023

    লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

    ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট ২০২৩

    # http://www.educationboardresults.gov.bd/ ভিজিট করুন।
    #ssc(vocational) সিলেক্ট করুন।
    #২০২৩সিলেক্ট করুন
    #বোর্ড এর নাম টেকনিক্যাল নির্বাচন করুন।
    #রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার লিখুন
    # অংকের যোগফল লিখুন। যেমন (৫+৪=৯)
    # Submit বাটনে Click দিয়ে রেজাল্ট দেখুন।

    SMS এর মাধ্যমে মাদ্রাসা বোর্ডের এস এস সি রেজাল্ট দেখার নিয়ম

    উদাহরণ: টেকনিক্যাল বোর্ডের ক্ষেত্রে SSC TEC 123456 2023

    লিখে  16222 নম্বরে পাঠাতে হবে।

     

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এস এস সি ফলাফল

    SMS এর মাধ্যমে বাউবি এসএসসি ফলাফল পাওয়ার জন্য আপনার ফোনের এসএমএস  অপশনে গিয়ে লিখুনঃ
    bou<space>student ID (11digits without any space, for example 10023810001) লিখে বাংলালিংক অপারেটর থেকে ২৭০০ এবং অন্যান্য অপারেটর থেকে ২৭৭৭ এ পাঠিয়ে দিন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের  এস এস সি রেজাল্ট দেখুন এখানে ক্লিক করে।

    এস এস সি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ

    এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণঃ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৩ পাওয়া যাবে এখানে, ক্লিক করলেই পিডিএফ ফাইল পেয়ে যাবেন। এছাড়া আমাদের alternative এই লিঙ্ক থেকেও জানা যাবে। 

    • দেশীয় সিম টেলিটক থেকে আগামী —২০২৩ থেকে—-২০২৩ ( সম্ভাব্য) এস এস সি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ এর আবেদন করতে পারবেন।
    • আবেদন করতে আপনার মোবাইলের মেসেজ অপশনে যেয়ে RSC লিখে স্পেস দিয়ে আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে এসএসসি/ দাখিল/ ভোকেশনাল এর রোল নম্বর লিখে স্পেস দিয়ে যে বিষয়ে ফলাফল পুনঃনিরীক্ষণ করতে চান সেটার বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
    • কিছুক্ষণের মধ্যে খাতা চ্যালেঞ্জের ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে।
    • যদি পর্যাপ্ত টাকা থাকে তাহলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে একটি কন্ট্রাক মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এখানে উল্লেখ্য,  প্রতিটি বিষয় বা প্রতি পত্রের জন্য ১২৫ টাকা করে কেটে নেয়া হবে।
    • একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

    ssc result challange

    দেশের বাইরের পরীক্ষার্থীর সংখ্যা ও কেন্দ্রঃ  ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় বিদেশ থেকে ০৮ দেশের মোট ৩৭৪ জন পরীক্ষায় অংশ নিয়েছেন।এর মধ্যে পাস করেছে –জন। পাসের হার —দশমিক ৬৪ শতাংশ। সেসব ৯টি কেন্দ্র যথাক্রমে জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দোহা, আবুধাবি, দুবাই, বাহরাইন, ওমানের সাহাম ও গ্রিসের এথেন্স।

    এস এস সি রেজাল্ট ২০২৩ কবে  দিবে? 

    সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট/এসএসসি রেজাল্ট ২০২৩ ২৮ জুলাই সকাল ১০.৩০ টার পর বাংলাদেশ শিক্ষা বোর্ডের রেজাল্টের  অফিসিয়াল ওয়েবসাইটে www.educationboardresults.gov.bd এ প্রকাশিত হয়েছে। এছাড়া ফলাফল প্রকাশের পরে মোবাইল অপারেটর থেকে মেসেজ করে রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট পাওয়া যাবে। মোবাইলে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম নিচে পেয়ে যাবেন।

    এস এস সি পরীক্ষার রেজাল্ট ২০২৩ বাংলাদেশ সব শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও সরকারি SSC রেজাল্ট দেখার ওয়েবসাইটে প্রকাশিত হবে। SSC রেজাল্ট 2023 আমাদের ওয়েবসাইটেও পাওয়া যাবে। ২০২৩ সালের ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষার শুরু হয় এবং ২৩ মে শেষ হওয়ার কথা থাকলেও জুনের শেষের দিক ব্যাবহারিকসহ শেষ হয়।

    এসএসসি ও সমমান রেজাল্ট কখন দিবে? 

    ২৮ জুলাই সকাল ১০.৩০ টায়, এসএসসি-সমমান রেজাল্ট এর পরিসংখ্যান তথ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করবেন শিক্ষা মন্ত্রণালয়। মাননীয় প্রধানমন্ত্রী কার্যক্রম ভার্চ্যুয়ালি উদ্বোধন করে সংক্ষেপে ফল ঘোষণা করবেন। তারপর দুপুর ১২ টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সাথে ব্রিফিং করবেন।

    ssc result 2023 kobe dibe? 

    এস এস সি পরীখার ফলাফল 28 November 2023 Tarikhe prokash kora hobe. ssc result 2023 pete amader sathei thakun. dhonnobad

    এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে দিবে? (২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা)

    1. অনলাইনে কলেজে ভর্তির আবেদন -একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি
    2. এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২৩ / এসএস সির খাতা ও বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ও 
    3. পুনঃনিরীক্ষণ এর ফলাফল জানবেন যেভাবে

    4 thoughts on “সকল বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২৪ [এসএসসি পরীক্ষার ফলাফল 2023 দেখুন!]”

    1. অনেক তথ্যবহুল ওয়েবসাইট। একটা পোস্টেই সকল তথ্য একসাথে পাওয়া গেছে। ধন্যবাদ।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com