দুই অক্ষরের ছেলেদের ইসলামিক নাম-আপনার ছেলে বাবুর নাম অর্থসহ

একজন মানুষের পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক মাধ্যম হচ্ছে তার নাম।তাই ইসলামে ভালো নাম রাখার গুরুত্ব অপরিসীম। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে উম্মতকে স্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেছেন। ভালো নাম চিহ্নিত করার পাশাপাশি মন্দ ও অসুন্দর নাম রাখা থেকে বাঁচার জন্য সতর্ক করেছেন। কেএফপ্ল্যানেট টিম দুই অক্ষরের ছেলেদের ইসলামিক নামের তালিকা তৈরি করেছে।

দুই অক্ষরের ছেলেদের ইসলামিক নাম

১)আবাঃযার অর্থ দাড়ায় উজ্জ্বল।

২)আবুঃযার অর্থ দাড়ায় আভিজাত্য।

৩)তাকিঃযার অর্থ দাড়ায় অন্যকে জানান।

৪)বিশ্রঃযার অর্থ দাড়ায় আনন্দ, সুখ, উল্লাস।

৫)রাদঃযার অর্থ দাড়ায় বজ্র সাহসিকতা।

৬)সামীঃযার অর্থ দাড়ায় সর্বশ্রোতা।

৭)বারীঃযার অর্থ দাড়ায় উন্মেষকারী।

৮)নূহঃযার অর্থ দাড়ায় বিশ্রাম।

৯)মুসাঃযার অর্থ দাড়ায় যিনি পানি থেকে এসেছেন।

১০)ঈসাঃযার অর্থ দাড়ায় পবিত্র, আন্তরিক, বিজ্ঞ।

১১)আলীঃযার অর্থ দাড়ায় সুউচ্চ।

১২)সাদঃযার অর্থ দাড়ায় আল্লাহর রহমত বা আল্লাহর করুণা।

১৩)মাজঃযার অর্থ দাড়ায় আশ্রয়।

১৪)গাজীঃযার অর্থ দাড়ায় যোদ্ধা।

১৫)হাদীঃযার অর্থ দাড়ায়পথ প্রদর্শক।

১৬)নুরঃযার অর্থ দাড়ায় আল্লাহর আলো।

১৭)শানঃযার অর্থ দাড়ায় গর্ব।

১৮)শাহীঃযার অর্থ দাড়ায় উজ্জ্বল।

১৯)নাফীঃযার অর্থ দাড়ায় কল্যাণকর্তা।

২০)আকুঃযার অর্থ দাড়ায় যারা প্রশংসা।

২১)রকীঃযার অর্থ দাড়ায় উঁচু।

২২)রাফিঃযার অর্থ দাড়ায় মহান, উন্নত।

২৩)যাকীঃযার অর্থ দাড়ায় মেধাবি।

২৪)শফিঃযার অর্থ দাড়ায় উকিল, মধ্যস্থ।

২৫)গণীঃযার অর্থ দাড়ায় ধনী।

২৬)আর্দাঃযার অর্থ দাড়ায় গল বা অভিভাবক।

২৭)তকীঃযার অর্থ দাড়ায় ধার্মিক।

২৮)হায়্যুঃযার অর্থ দাড়ায় জীবিত।

২৯)হাক্কঃযার অর্থ দাড়ায় সত্য।

৩০)বার্রঃযার অর্থ দাড়ায় ন্যায়বান।

৩১)হাদীঃযার অর্থ দাড়ায় পথ প্রদর্শক।

৩২)মানিঃযার অর্থ দাড়ায় প্রতিরোধকারী।

৩৩)জামিঃযার অর্থ দাড়ায় একত্রীকরণকারী।

৩৪)বাকীঃযার অর্থ দাড়ায় চিরস্থায়ী।

৩৫)বাদীঃযার অর্থ দাড়ায় সৃষ্টিকারী

 

নাম একজন মানুষের ব্যক্তিত্বের দর্পণ। নাম শুধু পরিচয় বহন করে তা নয়; বরং ব্যক্তির চিন্তা-চেতনা ও রুচি-অভিরুচিরও আয়না স্বরূপ। সুন্দর নাম মানুষের মন-মানসিকতার উপর প্রভাব ফেলে এবং মন্দ নামেরও কিছু না কিছু প্রভাব ব্যক্তির উপর থাকে।তাই  সতর্কতার সাথেই মানুষের নাম নির্বাচন করা উচিত, যেন নামটা হয় ইসলামী, সুন্দর ও ভাবগম্ভীর।

দুই অক্ষরের ছেলেদের ইসলামিক নাম অর্থসহ, দুই অক্ষরের ছেলেদের ইসলামিক নামের তালিকা, ২ অক্ষরের ছেলেদের ইসলামিক নাম, দুই অক্ষরের ছেলেদের নাম, দুই অক্ষরের ইসলামিক নাম, দুই অক্ষরে ছেলেদের ইসলামিক নাম

One thought on “দুই অক্ষরের ছেলেদের ইসলামিক নাম-আপনার ছেলে বাবুর নাম অর্থসহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com