বিআরটিসি ড্রাইভিং ট্রেনিং বিজ্ঞপ্তি ২০২৩ঃ বিআরটিসি ড্রাইভিং ট্রেনিং বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে। আপনি যদি ড্রাইভিং শিখতে চান তবে এই বিজ্ঞপ্তি অনুসরণ করতে পারেন। বিআরটিসি ড্রাইভিং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলচনা করব। আপনি যদি কোন কারনে ড্রাইভিং শিখতে চান তবে পোস্টি দেখতে পারেন। সারাদেশে ড্রাইভিং প্রশিক্ষণ এবং মোটরযান ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে বর্তমান সরকার। দেশের জনগণকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে বাংলাদেশের জনগণদের বিভিন্ন কোর্সের সুবিধা দিচ্ছে। আপনিও এই কোর্স করতে পারেন, তবে কোর্স টি করতে কিছু শর্ত আছে সে গুলি আপনাকে মেনে আবেদন ফরম পূরণ করতে হবে। বাংলাদেশের বিভিন্ন কোর্স সম্পর্কে জানতে আমাদের ওয়েব সাইট দেখতে পারেন। আমরা সকল প্রকার ট্রেনিং বিজ্ঞপ্তি আপডেট করে থাকি।
জোয়ারসাহারা ট্রেনিং সেন্টার বিআরটিসি সরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স দেখুন
বিআরটিসি ড্রাইভিং ট্রেনিং বিজ্ঞপ্তি ২০২৩
এই সব প্রশিক্ষণের লক্ষ্য যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলে থাকে। নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হলে ড্রাইভিং ট্রেনিং সহ বিভিন্ন প্রকার কোর্স করতে পারেন। বিআরটিসি ড্রাইভিং ট্রেনিং বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, মোট ৬ টি কোর্সের তালিকা প্রকাশ করেছে। কোর্স অনুসারে মেয়াদ দেওয়া আছে। আপনার সুবিধা অনুযায়ী যে কোন কোর্স করতে পারবেন। এই কোর্স কে অন স্টপ সার্ভিস বলা হয়। কারন এই কোর্স শেখার পর আপনার লাইসেন্স করার জন্য সহায়তা করা হয়। নিচে কোর্স সম্পর্কে বিস্তারিত দেওয়া হলঃ
বিআরটিসি ড্রাইভিং ট্রেনিং তথ্যঃ
কোর্সের নাম | ড্রাইভিং ট্রেনিং |
যে প্রতিষ্ঠানের আওতায় | বিআরটিসি |
মোট কোর্স | ৬ টি |
কোর্সের মেয়াদ কাল | ১,২,৪,৮ সপ্তাহ |
কোর্সের খরচ | ১০০০,৩৫০০,৪৫০০,৬০০০,৯০০০ টাকা |
ক্লাস শুরু | ১৫ নভেম্বর ২০২৩ |
আবেদনের জন্য জেন্ডার | ছেলে ও মহিলা আবেদন করতে পারবে। |
ড্রাইভার শেখানো হবে | হালকা , ভারি ও মোটরসাইকেল। |
বিআরটিসি ড্রাইভিং ট্রেনিং বিজ্ঞপ্তি ২০২৩
বিআরটিসি তেজগাঁও ট্রেনিং ইনস্টিটিউট
সরকারি ড্রাইভিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
বিআরটিসি অতি সম্প্রতি সরকারি ড্রাইভিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি চাইলে এই সরকারী ড্রাইভিং কোর্স করতে পারবেন। তবে আপনাকে কিছু নিয়ম মেনে করতে হবে। সরকারি বেসরকারি প্রশিক্ষণ পাওয়ার পাশাপাশি আরও বিভিন্ন প্রকার সুবিধা প্রদান করা হয়। মনে রাখবেন এই কোর্সে ম্যানুয়াল গিয়ার,অটো গিয়ার,লেফটহ্যান্ড স্টারিং, জীপ,পিকাপ,ট্রাক,মোটরসাইকেল ইত্যাদি গাড়ি ড্রাইভিং শেখানো হয়। সুতরাং আপনি যদি সরকারী ড্রাইভিং কোর্সে ভর্তি হতে চান তবে যে টি করতে পারবেন।
সরকারি ড্রাইভিং কোর্সে ভর্তির কিছু তথ্যঃ
- সকল ড্রাইভিং ৩১ জানুয়ারি২০২৩ থেকে শুরু হবে।
- কোর্স সফল সমাপ্তির পর ড্রাইভিং কম্পিটেসি টেষ্ট বোর্ড কর্তৃক তে গাঁও প্রশিক্ষণ কেন্দ্রেই লাইসেন্সেরটেষ্ট নেয়া হয় এবং লাইসেন প্রাপ্তির বিষয়ে যাবতীয় সহায়তা প্রদান করা হয়।
- শীততাপ নিয়ন্ত্রিত ডিজিটাল ক্লাস রুমে ট্রাফিক রুলস, সাইন সিগনাল ও গাড়ির রক্ষণাবেক্ষণ সম্পকীত তাত্বিক ক্লাস নেয়া হয়।
- বিআরটিএ কর্তৃক ড্রাইভিং ইন্সট্রাক্টরের লাইসেন প্রাপ্ত প্রশিক্ষক দার প্রশিক্ষণ দেয়া হয়।
- মহিলা ও চাকুরী জীবিদের জন্য সাগ্তাহিক ছুটির দিন এবং সকাল ৭:০০ ঘটিকা হতে প্রশিক্ষণের ব্যবস্থা আছে।
- ম্যানুয়াল গিয়ার, অটো গিয়ার, লেফ্টহ্যা্ড্টিয়ারিং, জীপ, পিকআপ, ট্রাক, ও মোটর সাইকেল ইত্যাদি গাড়ি চালানো প্রশিক্ষণ দেয়া হয়।
I am 66years old.My date of birth is1-1-1957
mukitul@yahoo.com
I want to learn driving for my own car.My dob is 1-1-1957. Is it Possible
I smoothly driving motorbike
আমি ডাইভিং শিখতে চাই
ওকে। শিখুন। আবেদন করুন