Skip to content

আলিম পরীক্ষার ফলাফলের উপর আলিম শিক্ষা বৃত্তি রেজাল্ট ২০২৪ (Published)

    আলিম পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে সরকার শিক্ষা বৃত্তি দিবে। এবার মত ৭৫০ জনকে এই বৃত্তির আওতায় আনা হবে।  আলিম শিক্ষা বৃত্তি রেজাল্ট আমরা এখানে প্রকাশ করে থাকি। আলিম বৃত্তি ২০২৩ এর সকল খবর পাবেন এখানেই।

    মেধা তালিকায় বৃত্তি পাবে ১৫০ জন মাদ্রাসার আলীম পাস করা শিক্ষার্থী আর ৬০০ জন আলীম পাস করা শিক্ষার্থীকে দেওয়া হবে সাধারণ বৃত্তি।

    আগামী ১৯ মের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অধীনে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে গেজেট প্রকাশ পাবে। আমরা এখানে আলীম বৃত্তির ফলাফল আপডেট করবো। আলিমের বৃত্তির ফল ১৯ মের মধ্যে প্রকাশ পাবে।

    ২০২৩ সালের আলিম পরীক্ষার ফলাফলের উপর আলিম বৃত্তি রেজাল্ট ২০২৩

    মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালের আলিম পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ বৃত্তি দেয়া হবে।

    • প্রথম ১৫০ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৭৫০ টাকা এবং বার্ষিক এককালীন ১ হাজার ৮০০ টাকা পাবে।
    • সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৬০০ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৩৫০ টাকা এবং বার্ষিক এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে।
    • শিক্ষার্থীরা আলিম পরবর্তী কোর্সের মেয়াদ অনুযায়ী তিন, চার বা পাঁচ বছর এ বৃত্তি সুবিধা পাবেন।

    কিভাবে আলীম বৃত্তির টাকা পাবেন? 

    1. সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
    2. বৃত্তির গেজেট প্রকাশের ৭ দিনের মধ্যে অনলাইন সুবিধা সম্পন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে হিসাব নম্বর ভর্তিকৃত প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

    01 02

    03

    04

    05

    06

    07

    08

    09

    10

    11

    12

    13

    14

    16

    17

    18

    19

    20

    21

    22

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com