আজ থেকে শুরু হলো ফটোশপ নিয়ে চেইন টিউটোরিয়াল । আগেই বলে রাখি, “Background Removal Tutorial in Bangla” এই টিউটোরিয়াল শুধুমাত্র বিগিনারদের জন্য যারা গ্রাফিক্স ডিজাইনের উপর ক্যারিয়ার গড়তে চান বা শিখতে চান। গ্রাফিক্স ডিজাইনে পারদর্শী হয়ে আপনি সরকারি বেসরকারি জবের পাশপাশি আপনি ফাইভারে, পিপল পার আওয়ারে ,ফ্রিল্যান্সার ডট কমে সরাসরি আয় করতে পারেন।
KFPlanet থেকে ফ্রি চেইন টিউটোরিয়ালে আপনাকে দেখানো হবে শুরু থেকে কিভাবে গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট হতে পারেন।এ রকম আরো টিউটোরিয়াল পেতে ফেসবুকে আমাদের সাথে থাকুন কে এফ প্ল্যানেট ফেসবুক পেজ । এখানে প্রথমে আমরা এডোব ফটোশপ নিয়ে কাজ শুরু করবো। তারপর এডোব ইলাস্ট্রেটর Blender ইত্যাদি নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল প্রচার করা হবে।
ফটোশপ টিউটোরিয়াল বাংলা 2023
- আপনার ল্যাপটপ বা ডেক্সটপ পিসি থেকে ফটোশপ ওপেন করুন। আমরা এডব ফটোশপ ২০২৩ ব্যাবহার করেছি।
- File থেকে New এরপর Custom অপশন সিলেক্ট করে আপনার কাঙ্ক্ষিত সাইজটি দিন। আমি এখানে একটা পাসপোর্ট সাইজের ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবো। এজন্য নিচের দেয়া সাইজটি দিয়েছি।
- এরপর একটি সাদা ব্যাকগ্রাউন্ডের ইমেজ দেখতে পারেবন। এখানে আপনার কাঙ্ক্ষিত ইমেজটি ড্রাগ এন্ড ড্রপ করুন।
ইমেজটি জুম করে পেন টুল দিয়ে ভালোভাবে মাস্কিং করে নিবো।
Masking করার পর, Make Selection এ ক্লিক করতে হবে।
নিচের ইমেজের মত Window আসলে ok তে ক্লিক করুন।
সিলেকশন টুল সিলেক্ট করে Select Inverse এ ক্লিক করতে হবে। তারপর Keyboard থেকে ডিলিট অপশন চাপতে হবে।
ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যাবে। আপনার মনের মত অন্য যেকোন ছবি ব্যাকগ্রাউন্ডে এড করত পারেন।